Mamata Banerjee Lok Sabha Poll Campaign 2024: মাথায় চোট পেয়েছিলেন। তারপরও ব্যান্ডেজ মাথায় বেঁধেই গার্ডেনরিচে গিয়েছিলেন। পৌঁছে গিয়েছিলেন নবান্নেও। ভোট ঘোষণা হয়ে গিয়েছে এক সপ্তাহের উপর। আদৌ প্রচারে নামতে পারবেন তৃণমূল নেত্রী? প্রশ্ন দলের অন্দরের নেতা, কর্মীদের। শেষপর্যন্ত মঙ্গলবারই মিলল উত্তর। চলতি মাসেই লোকসভা ভোটের প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ৩১ মার্চ (রবিবার) আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করছেন তৃণমূল নেত্রী। সেদিন কৃষ্ণনগরের ধুবুলিয়ায় তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- Rekha Patra: মোদীর ফোন, ‘শক্তি স্বরূপা’ বলে সম্বোধন, প্রবল সমালোচনার মাঝেই যুৎসই জবাব সন্দেশখালির রেখার?
এরপর আগামী ১ এপ্রিল বহরমপুর স্টেডিয়ামে একটি সভা করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। অধীর গড় মুর্শিদাবাদে কী বোমা ফাটান মুখ্যমন্ত্রী সেদিকে কৌতুহল রয়েছে সকলের।
কৃষ্ণনগরে এবার বিজেপির বাজি রানি মা অমৃতা রায়। ভোটযুদ্ধে তৃণমূলের মহুয়া মৈত্রর বিরুদ্ধে কৃষ্ণনগরের বিরুদ্ধে লড়াই করবেন তিনি। মহুয়ার বিরুদ্ধে রয়েছে অর্থের বদলে সংসদে প্রশ্ন দুর্নীতির অভিযোগ। সিএএ-র ফলে মতুয়া ভোটও বিজেপির হাতিয়ার। ফলে কৃষ্ণনগরে এবার লড়াই কঠিন। এই অবস্থায় কৃষ্ণনগর থেকেই নির্বাচনী প্রচার জনসভা শুরু করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- Abhijit Ganguly: অভিজিতের প্রার্থীপদ বাতিলের জোরাল দাবি কংগ্রেসের! কেন আপত্তি?
বহরমপুর অধীর চৌধুরীর দুর্গ বলেই বঙ্গ রাজনীতিতে প্রসিদ্ধ। সেই দুর্গে ফাটল ধরাতে তৃণমূলের এবারের মুখ প্রাক্তন নাইট খ্যাত ইউসুফ পাঠান। প্রাক্তন ক্রিকেটারকে বহরমপুর থেকে প্রার্থী করার পর থেকেই বিরোধীরা বিভিন্ন রকমের খোঁচা দিতে শুরু করেছে। উঠে আসতে শুরু করেছে বহিরাগত তত্ত্বও। তাই প্রেসটিট ফাইট তৃণমূলের। যার আগ্রভাগে স্বয়ং নেত্রী।