পরীক্ষা বিতর্কে মোদীকে চিঠি মমতার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের চিঠি লিখলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের চিঠি লিখলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
ত্রাণ দুর্নীতি নিয়ে তোলপাড় দক্ষিণ ২৪ পরগনা-বৌবাজার পার করল 'উর্বী'-অনলাইন যোদ্ধাই বড় ভরসা ঘাসফুলের

মোদী-মমতা।

পরীক্ষা বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্য়ে কলেজ-বিশ্ববিদ্য়ালয়ে ফাইনাল পরীক্ষা নেওয়ার যে নির্দেশিকা জারি করা হয়েছে, তা পুনর্বিবেচনা করা হোক, এই আর্জি জানিয়ে মোদীকে চিঠি লিখলেন মমতা।

Advertisment

চিঠিতে মমতা লিখেছেন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, রাজ্য় সরকার উপাচার্যদের সঙ্গে আলোচনা করে গত ২৭ জুন নির্দেশিকা জারি করেছিল। যেখানে বলা হয়েছিল, আগের সেমিস্টারের নম্বরের ভিত্তিতে মূল্য়ায়ণ করা হবে। তাছাড়া যেসব পড়ুয়া পরীক্ষায় বসতে ইচ্ছুক, তাঁদের জন্য় পরিস্থিতি স্বাভাবিক হলে বিশেষ পরীক্ষার ব্য়বস্থা করার কথাও বলে রয়েছে নির্দেশিকায়। পড়ুয়াদের স্বাস্থ্য়, সুরক্ষার কথা মাথায় রেখে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

আরও পড়ুন: গ্র্যাজুয়েশনের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে ‘না’ ইউজিসির

এরপরই মমতা লেখেন, ''রাজ্য়ের এই নির্দেশিকা সাদরে গ্রহণ করেছেন পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা। কিন্তু ইউজিসি-র নির্দেশিকার পর পড়ুয়া ও শিক্ষক মহল থেকে হাজার হাজার ই-মেল পাচ্ছি''। ইউজিসি-র এই নির্দেশিকা পড়ুয়াদের স্বার্থের কথা ভেবে করা হয়নি বলে চিঠিতে উল্লেখ করেছেন মমতা। চিঠির শেষ অংশে, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন মমতা।

Advertisment

উল্লেখ্য়, শিক্ষাবর্ষের শেষ সেমিস্টারের পরীক্ষা বাতিল করা যাবে না, এমন সিদ্ধান্তের কথাই সম্প্রতি জানিয়েছে ইউজিসি। বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিকে অনলাইন বা অফলাইন বা দুই পদ্ধতিতেই পরীক্ষা নিতে হবে। বিকল্প শিক্ষাবর্ষ তৈরির পাশাপাশি সেপ্টেম্বরের শেষ বা তৃতীয় সপ্তাহে শেষ সেমিস্টার পরীক্ষার আয়োজন করতে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়কে, এমনটাই জানানো হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee PM Narendra Modi