/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/Modi-Hasina-Mamata.jpg)
ফরাক্কা-গঙ্গা জলবণ্টন চুক্তি নিয়ে নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Farakka-Ganga Water Trity: ফরাক্কা-গঙ্গা জলবণ্টন চুক্তি নিয়ে নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে চুক্তি নবীকরণ এবং তিস্তার জল ভাগাভাগি নিয়ে দ্বিপাক্ষিক উদ্যোগ নিয়ে প্রশ্ন তুললেন মমতা। চিঠিতে তিনি লিখেছেন, 'পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়াই তিস্তা এবং ফরাক্কার জলবণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে কোনওরকম সমঝোতায় আমার তীব্র আপত্তি রয়েছে। রাজ্যের মানুষের স্বার্থ নিয়ে কোনও রকম আপস করব না।'
শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পরই এই নিয়ে আপত্তি তোলে তৃণমূল কংগ্রেস। চিঠিতে মোদীর উদ্দেশে মমতা লেখেন, 'গঙ্গা এবং তিস্তার জলবণ্টন নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে হয়তো আপনার কিছু আলোচনা হয়েছে। কিন্তু রাজ্য সরকারের মতামত না নিয়ে এমন একতরফা আলোচনা কাঙ্খিত বা গ্রহণযোগ্য নয়।'
বাংলাদেশ সরকার এবং জনগণের সঙ্গে তিনি সুসম্পর্ক রাখতে চান। সেই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সেই মর্মে জানিয়েছেন, ছিটমহল বিনিময়, রেল ও বাস যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপে দ্বিপাক্ষিক সম্পর্ত নিবিড় হয়েছে। তবে তিনি এও বলেছেন, 'জল অত্যন্ত মূল্যবান। প্রাণধারণের রসদ নিয়ে কোনও সমঝোতা করতে আমরা রাজি নই।' বিষয়টি রাজ্যবাসীর কাছে অত্যন্ত স্পর্শকাতর বলে চিঠিতে জানিয়েছেন মমতা।
মোদীকে পাঠানো চিঠিতে মমতা লিখেছেন, 'পশ্চিমবঙ্গের জনজীবনে গঙ্গার জলের গুরুত্বের পাশাপাশি ফরাক্কা থেকে পাওয়া জল কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখার ক্ষেত্রেও বড় ভরসা।' পাশাপাশি চিঠিতে মুখ্যমন্ত্রীর বার্তা, 'ফরাক্কা ফিডার ক্যানালের মাধ্যমে অন্তত ৪০ হাজার কিউসেক জল পেলে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা সম্ভব।' তা না হলে গঙ্গায় পলি পড়ে কলকাতা বন্দর জাহাজ চলাচলের উপযোগী নাব্যতা হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।