কলকাতার নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কেষ্ট, বালু, পার্থ, মানিকের নাম। একদা ঘনিষ্ঠ এই চারজনের জেলবন্দি দশায় এখনও তেতে রয়েছেন তৃণমূল সুপ্রিমো। বেশ কিছুদিন পর এবার 'বদলা'র কথা তৃণমূল সুপ্রিমোর মুখে। এছাড়াও এদিন ফের একবার রাজ্যপালকেও নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের এই গুরুত্বপূর্ণ সভায় দলের মন্ত্রী, বিধায়ক, সাংসদদের পাশাপাশি দলের সভাপতি, ব্লক সসভাপতি-সহ অন্য নেতা-কর্মীরাও হাজির ছিলেন।
লোকসভা ভোটের কয়েক মাস আগে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে চব্বিশের লক্ষ্য স্থির করে দিলেন তৃণমূল সুপ্রিমো। কোন কোন ইস্যু তুলে ধরে লোকসভার লড়াইয়ে ঝাঁপাতে হবে, দলনেত্রীর তরফে স্পষ্ট নির্দেশ এল মন্ত্রী-বিধায়ক-সাংসদ ও অন্য নেতাদের কাছে। এদিন দুর্নীতি ইস্যুতে সাম্প্রতিক সময়ে তৃণমূলের দিকে ধেয়ে আসা তিরের পাল্টা হামলার রূপরেখাও ঠিক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, অনুব্রত মণ্ডল ও সব শেষে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি যে এখনও তাঁকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে, এদিন তাঁর কথায় তা আবারও স্পষ্ট হয়েছে।
পার্থ, কেষ্ট, বালু, মানিকদের নিয়ে কী বললেন তৃণমূল সুপ্রিমো?
"আমাদের লোকেরা সবাই চোর? দুর্নীতি দেখাচ্ছে। টাকা দিয়ে বলা হচ্ছে চোর বলতে। তৃণমূলকে চোর না বললে ইডি-সিবিআই রেড করবে। খুব হাসছেন! পার্থ জেলে, কেষ্ট জেলে, মানিক জেলে, বালু জেলে। আরও অনেকেই জেলে আছে। গদ্দার বলছে, অমুক দিন ওর বাড়িতে যাবে। লুঠ করে নিয়ে চলে এল। সিজার লিস্টও দিল না। দিল্লির সরকার সবাইকে আন্ডার গান রেখে দিয়েছে।"
কেমন 'বদলা'র কথা মমতার মুখে?
'আমার চারটে বিধায়ককে জেলে ভরে রেখেছে। আমিও দলের তরফে সিদ্ধান্ত নিচ্ছি, খুন-সহ ওদের বিধায়কদের বিরুদ্ধে যেসব মামলা আছে তাতে ৮ জনকে জেলে ভরে রাখব।'
আরও পড়ুন- তৃণমূলের লোকজনের জন্য যেন কোনও কারখানার গেট বন্ধ না হয়: মমতা
রাজ্যপালকে নিশানা করে কী বললেন?
"একটা বিল আমরা পাশ করাতে পারি না। একটা বিল পাশ করে না। সরকারি টাকায় খাবেন, পুরস্কার দেবেন, কালারফুল লাইফ কাটাবেন। আর বিল পাশ করবেন না। বিজেপির মনোনীত ব্যক্তি। হিটলারের প্রেতাত্মা। হিটলার নেই, নতুন জমিদারী প্রথায় নয়া জমিদারী তৈরি হয়েছে।"
আরও পড়ুন- ‘পাপিষ্ঠরা যেতেই বিশ্বকাপে ভারতের পরাজয়’, বিতর্ক উস্কে রাহুলের দাবিকেই মান্যতা মমতার!
আরও পড়ুন- আর শুধু অভিষেক নয়, এবার দিল্লি অভিযানের নেতৃত্বে মমতা, চ্যালেঞ্জ মোদীকে!