Advertisment

CM Mamata Banerjee suffers injury: বারবার দুর্ঘটনায় আহত হচ্ছেন মুখ্যমন্ত্রী, ভাগ্নি মমতাকে এবার কী পরামর্শ মামার?

Mamata Banerjee suffers injury: বৃহস্পতিবার সন্ধেয় কালীঘাটের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপাল ফেটে রক্ত বেরোতে শুরু করে। তড়িঘড়ি মুখ্যমন্ত্রীকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উপযুক্ত চিকিৎসার পর তাঁকে হাসপাতালে থাকতে অনুরোধ করা হয়েছিল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাড়ি ফিরতে চেয়েছিলেন। শেষমেশ তাঁকে বাড়িতেই ফিরিয়ে আনা হয়। আপাতত বাড়িতেই তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Mamata Banerjees maternal uncle Anil Mukherjee is worried as she is repeatedly injured in accidents

Mamata Banerjee suffers injury: ভাগ্নি মমতার আহত হওয়ার খবরে উদ্বিগ্ন মামা অনিল মুখোপাধ্যায়।

CM Mamata Banerjee suffers injury: ভাগ্নি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবধানে চলফেরা করার উপদেশ দিলেন মামা অনিল মুখোপাধ্যায় (Anil Mukherjee)। দিদির সুস্থতা কামনা করে মা তারার (Maa Tara) কাছে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভ্রাতৃবধূ পম্পা মুখোপাধ্যায়ও। তৃণমূল সুপ্রিমোর বারবার দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় উদ্বেগে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মামা অনিল মুখোপাধ্যায় ও তাঁর পরিবারের সদস্যরা।

Advertisment

বীরভূমের (Birbhum) রামপুরহাটের (Rampurhat) কুশুম্বা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি। একসময়ে অহরহ মামার বাড়িতে বেড়াতে আসতেন তৃণমূলনেত্রী। মুখ্যমন্ত্রী হওয়ায় পরেও তিনি কুশুম্বা গ্রামে মামার বাড়িতে এসেছেন। গতকাল কালীঘাটের (Kalighat) নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে ও নাকে গুরুতর আঘাত পান মুখ্যমন্ত্রী।

সেই খবর জানতে পাওয়ার পর থেকেই উদ্বেগে কুশুম্বা গ্রামে তাঁর মামা ও পরিবারের অন্যরা। ভাগ্নির শারীরিক পরিস্থিতির খবর জানতে সকাল থেকেই টিভির পর্দায় চোখ রেখে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়। বারবার তাঁর দুর্ঘটনায় আহত হওয়ায় চিন্তিত তিনি। ৮৫ বছর বয়সী অনিল মুখোপাধ্যায় ভাগ্নি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবধানে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন- Mamata Banerjee Health Condition Update: চিকিৎসকরা চোখে-চোখে রেখেছেন মুখ্যমন্ত্রীকে, আজ লালবাজার থেকে বাড়িতে সায়েন্টিফিক উইং

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ির কুলদেবতা রক্ষাকালী এবং তারাপীঠ মন্দিরে (Tarapith Temple) মা তারাকে পুজো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করছেন তাঁর মামাতো ভাইয়ের বউ পম্পা মুখোপাধ্যায়ও।

আরও পড়ুন- Dilip Ghosh on Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর চোট নিয়ে ‘ভয়ঙ্কর প্রশ্ন’ দিলীপের! ভোটের বাংলায় শুরু তুমুল বিতর্ক

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধেয় কালীঘাটের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপাল ফেটে রক্ত বেরোতে শুরু করে। সেই সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বাড়িতেই ছিলেন। তিনিই আহত মুখ্যমন্ত্রীকে দ্রুত SSKM হাসপাতালে নিয়ে যান। সেখানে সাময়িকভাবে মুখ্যমন্ত্রী অচৈতন্য অবস্থায় ছিলেন।

প্রাথমিক চিকিৎসা শেষে জ্ঞান ফিরে আসার পরে তাঁকে নিয়ে যাওয়া হয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। সেখানেও সঙ্গে ছিলেন অভিষেক। পরে ফের তাঁকে বাড়িতেই ফিরিয়ে আনা হয়। আপাতত বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে মুখ্যমন্ত্রীকে।

Mamata Banerjee West Bengal SSKM Mamata Banerjee injured
Advertisment