scorecardresearch

‘নিলে ফেরৎ দিন, লোভ করবেন না’, ফের মনে করালেন মমতা

তাহলে কী দুর্নীতি হয়েছে বলে স্বাকীর করে নিলেন মুখ্যমন্ত্রী?

Mamata Banerjee TMC Matua minority vote bank Panchayat vote 2023 Lok Sabha election 2024
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আবাস কেলেঙ্কারি থেকে চাকরির নিয়োগ দুর্নীতির অভিযোগে ল্যাজেগোবরে অবস্থা শাসক দল তৃণণূলের। ‘দিদির দূত’ হয়ে সাংসদ মন্ত্রী, বিধায়ক সহ তৃণমূল নেতারা বহু জায়গাতেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছেন। যোজনার বন্টন খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল রাজ্যে ঘুরছে। পঞ্চায়াতের আগে যা মাথাব্যথা বাড়িয়েছে জোড়া-ফুলের। এসবের মধ্যেই তাৎপর্যবাহী মন্তব্য করলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো।

কী বলেছেন মমতা?

মুর্শিদাবাদের সরকারি অনুষ্ঠান থেকেই দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ‘কারও কাছ থেকে যদি প্রাপ্তি নিয়ে থাকেন তাহলে ফেরত দিয়ে দিন। তাতে মানুষের অনেক ভাল হবে। মানুষ আপনাকে ভুল বুঝবে না। মানুষের কাছে বারবার ক্ষমা চাইলে মানুষ ক্ষমা করবে।’

এখানেই থামেননি তৃণমূল নেত্রী। দলীয় কর্মীদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, ‘লোভ করবেন না। একজন-দু’জন খারাপ হতে পারে, সবাই খারাপ নয়। যদি কেউ অন্যায় করে থাকেন ক্ষমা চেয়ে নিন।’

আরও পড়ুন- বিচ্ছেদে সম্মতি, দাম্পত্য জীবনে দাঁড়ি সৌমিত্র-সুজাতার

মুখ্যমন্ত্রী বার্তা প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের চাপে স্বীকারে বাধ্য হলেন যে তাঁর দলের নেতাদের প্রাপ্তি যোগ লেগেছিল। কিন্তু মানুষ আর ক্ষমা করবে না তৃণমূলকে। কারণ, কীভাবে তৃণমূলের নেতাদের সম্পত্তি কয়েকগুণ বড়েছে তা সকলে দেখেছে।’

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভায় তৃণমূলের ফল খারাপের পর মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘কেউ কাটমানি নিয়ে থাকলে ফেরত দিয়ে দিন।’ এরপর এদিন ফের তাঁর মুখে ফের ‘প্রাপ্তি’ ফেরানোর বার্তা শোা গেল। কিন্তু কাজ হবে কী? সাড়ে তিন বছর আগের অভিজ্ঞতার জেরে এই প্রশ্ন উঠছে।

আরও পড়ুন- নিলে ফেরৎ দিন, লোভ করবেন না’, ফের মনে করালেন মমতা

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Mamata banerjees message to tmc workers before panchayat election