Advertisment

২১শে তৃণমূলের মেগা সমাবেশ, তার আগেই কর্মীদের সতর্ক বার্তা মমতার

দু'বছর পর দলের মেগা সমাবেশকে স্মরণীয় করে রাখতে মরিয়া তৃণমূলের সবস্তরের নেতা, কর্মীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjees warning message to workers before 21 July 2022

সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

ভিড় বাড়ছে কলকাতায়। দূরবর্তী সব জেলা থেকেই জোড়া-ফুলের নেতা, কর্মী, সমর্থকরা আসছেন। রাত পোহালেই ২১শে জুলাই। দু'বছর পর দলের মেগা সমাবেশকে স্মরণীয় করে রাখতে মরিয়া তৃণমূলের সবস্তরের নেতা, কর্মীরা। বিষয়টি নজর এড়ায়নি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে, বুধবার দুপুর গড়াতেই দলের কর্মীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিলেন নেত্রী।

Advertisment

কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

এক ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আগামিকাল আমাদের ২১ জুলাই। এই দিনটি আমাদের কাছে ঐতিহাসিক এবং স্মরণীয় দিন। ২১ জুলাই দিনটির সঙ্গে দিনটির সঙ্গে আমাদের আবেগ ও স্বজনরা ,আমাদের মা-মাটি মানুষ, আমাদের শহিদ তর্পণ— মা মাটি মানুষকে উৎসর্গ করা সবটাই আমরা ২১ জুলাইকে ঘিরে করি।'

'যদিও এই সময়টায় আবহাওয়াটা ভাল থাকে না। প্রচণ্ড ঝড় জল বৃষ্টিও হয়। তার মধ্যে আমাদের কর্মীরা, তারা লাখো লাখো সমাবেশে এসে উপস্থিত হন নিজেদের চেষ্টায়। আমি সবাইকে আবেদন করব, আমাদের ২১ জুলাইয়ের অনুষ্ঠানে সবারে করি আহ্বান। সব মানুষকে আবেদন করব। যাঁরা পারবেন তাঁরা আসুন। যাঁরা আসতে পারবেন না, তাঁরা টিভিতে দেখুন, যাঁরা পারবেন না তারা টিভিতে বা নানাভাবে আমাদের ভিডিও লাইভে দেখুন।'

আরও পড়ুন- ২১ জুলাই স্তব্ধ হতে পারে কলকাতা, বন্ধ থাকছে একাধিক নামী স্কুল

'আমি সবাইকে বলব, সাবধানে ও শান্তিপূর্ণ ভাবে নিজেরা নিজেদের সঙ্গে সহযোগিতা করে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আসুন। গাড়িতে যাঁরা আসবেন, তাঁরা হুড়োহুড়ি করবেন না। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তাড়াতাড়ি করতে গিয়ে। মানুষের প্রাণ বাঁচে। সব মানুষকে সাহায্য করার জন্য সব জেলাকে সর্তক করছি। যাঁরা জেলা থেকে আসবেন, তাঁরা যতক্ষণ বাড়ি না যাবেন, তাদেরকে সকলে সহযোগিতা করবেন।'

'আমি সমস্ত রাজনৈতিক দল, প্রশাসন, সব জগতের সবার কাছে প্রার্থনা করব, আসুন সবাই ২১ জুলাইকে প্রত্যক্ষ করি। ২১ জুলাই সমাবেশ, ২১ মানেই আন্দোলন, ২১ মানেই ভাষা, ২১ মানেই পথের স্বপ্ন, ২১ মানেই দিশা। ২১ আনে নতুন ভোর, ২১ই তো আমাদের মনের জোর। ২১ ফিরে আসুক বার বার। তাই আসুন আরেকবার ফিরে দেখা, ২১ জুলাইকে ফিরে দেখি আবার।'

Mamata Banerjee tmc
Advertisment