JP Nadda On Chopra lynching: চোপড়ার ঘটনায় ইমেজ ফেরাতে 'ড্যামেজ কন্ট্রোলে' তড়িঘড়ি আসরে নেমেছে শাসকদল। গ্রেফতার করা হয়েছে ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাকে। এবার প্রকাশ্যে মারধরের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।
যুগলকে নির্মমভাবে মারধরের ঘটনায় রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে নিন্দা করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, 'এই রাজ্য মহিলাদের জন্য নিরাপদ নয়'। তিনি আরও বলেছেন, 'সন্দেশখালি, উত্তর দিনাজপুর বা রাজ্যের অন্য কোন জায়গা! দিদির পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ নয়। তালিবান রাজে পরিণতি হয়েছে বাংলা। তৃণমূল বিধায়ক, নেতা কেউ এই বিষয়ের প্রকাশ্যে নিন্দা জানাচ্ছেন না। এর থেকে এটাই স্পষ্ট বাংলায় 'তালিবানি শাসন' চলেছে। বাংলার এই ঘটনা শরিয়া আইনের নিষ্ঠুরতার কথাকে স্মরণ করিয়ে দেয়। গোটা দেশের মাথা এই ঘটনা হেঁট হয়ে গিয়েছে'।
বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সালিশি সভার নামে যুগলকে প্রকাশ্যে অত্যাচারের ঘটনায় পুলিশ ইতিমধ্যে তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে। রবিবার রাতে আটক করা হয়েছে চোপড়ার দাপুটে তৃণমূল নেতা তাজম্মুল হক ওরফে ‘জেসিবি’কে।
আরও পড়ুন : < Petrol Diesel price: ‘জ্বালানির জ্বালা’, মাসের প্রথম দিনেই ‘পকেটে ছ্যাঁকা’ ! রাজ্যে মহার্ঘ্য পেট্রোল-ডিজেল! >
উত্তর দিনাজপুরের চোপড়ার হাড়হিম করা ভিডিও ভাইরাল হতেই ফের প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। রাজ্যে যখন নানান জায়গায় একের পর এক গণপিটুনির ঘটনা সামনে আসছে তার মধ্যেই এই ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে শাসকদলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে সিপিএম, বিজেপি। ঘটনার গুরুত্ব উপলব্ধি করে রবিবার সন্ধ্যাতেই আটক করা হয় অভিযুক্ত নেতাকে। তাকে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার ইসলামপুর মহকুমা আদালতে হাজির করানো হবে তাকে।