/indian-express-bangla/media/media_files/2025/02/12/BMhJLv0vGkNg4cfxxvm5.jpg)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ২০ জুন 'বাংলা দিবস' পালন করা হবে বলে উত্তরপ্রদেশের বিশেষ সচিব পশ্চিমবঙ্গের সংস্কৃতি দফতরকে একটি চিঠি দিয়েছে। আলাদা করে 'বাংলা দিবস' পালনের দিন নির্ধারণ নিয়ে এবার প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে BJP-র কড়া সমালোচনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।
বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, "২০ জুন প্রতিটি রাজ্যের রাজভবনে 'বাংলা দিবস' পালন করা হবে বলে ঠিক করা হয়েছে। এই তারিখ কীভাবে ঠিক করা হল? দেশ স্বাধীন হয়েছে ১৫ আগস্ট। বাংলার প্রতিষ্ঠা দিবস আপনারা ঠিক করে দেবেন? বিজেপি ইচ্ছা মতো চাপিয়ে দেবে? এটা বাংলাকে চরম অসম্মান বলে আমরা মনে করছি। 'বাংলা দিবস' বাংলার সরকার পালন করবে। সেটাও ১ বৈশাখ।"
এদিন কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রীর আরও তোপ, "সব বুলডোজ করছে, দেশে জুমলা সরকার চলছে। পহেলগাঁওয়ের পর সবাই বিশেষ অধিবেশন ডাকার কথা বলেছে। বিরোধীরা সবাই অধিবেশন ডাকার কথা বলেছিল। কেন বিশেষ অধিবেশন ডাকা হবে না?"
কেন্দ্রকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, "জঙ্গিবাদের বিরুদ্ধে CBI তদন্ত হয় না কেন? শুধু রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সিবিআইকে কাজে লাগানো হয়। রোজ রোজ সংবিধানকে বদলাচ্ছে। রাজ্যপালদের দিয়ে রাজনৈতিক কাজ করাচ্ছে। প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী না অমিত শাহ? মোদীজি বাইরে ঘুরে বেড়ান, ওনাকে ছেড়ে রেখে দিয়েছেন সব। বকলমে দেশ চালাচ্ছেন উনি। সব সিস্টেম ভেঙে দিয়েছেন।"
আরও পড়ুন- Calcutta High Court: হাইকোর্টে বিরাট ধাক্কা মোদী সরকারেরও! ১০০ দিনের কাজ নিয়ে নজিরবিহীন নির্দেশ