MGNREGA West Bengal interim order:গতকালই OBC মামলায় হাইকোর্টে জোরদার ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। ওবিসি তালিকা নিয়ে রাজ্যের জারি করা নয়া নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল উচ্চ আদালত। রাজ্য সরকারের পর এবার হাইকোর্টে মুখ পুড়ল কেন্দ্রীয় সরকারেরও। বুধবার নজিরবিহীন একটি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গে ফের '১০০ দিনের কাজের প্রকল্প' চালু করতে হবে, এই মর্মে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১ আগস্ট থেকেই এই প্রকল্প চালু করতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ। অর্থাৎ তিন বছর পর ফের বাংলায় চালু হতে পারে ১০০ দিনের কাজের প্রকল্প।
উল্লেখ্য, বাংলায় ১০০ দিনের কাজের টাকা বহুদিন ধরে আটকে রাখার অভিযোগ উঠেছিল কেন্দ্রের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য সরকারের একাধিক মন্ত্রী এই ব্যাপারে কেন্দ্রের বিরুদ্ধে বারবার সমালোচনায় সরব হয়েছেন। কেন্দ্রীয় সরকারের দাবি, পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের প্রকল্পে লাগামহীন দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির তদন্তে কেন্দ্র বেশ কয়েকটি দলও বাংলার জেলায় জেলায় পাঠিয়েছে মোদী সরকার।
কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আদালতে জানিয়েছিলেন, ১০০ দিনের কাজের প্রকল্পে পশ্চিমবঙ্গে মোট ৫ কোটি ৩৭ লক্ষ টাকা বন্টনের ক্ষেত্রে গরমিল ধরা পড়েছে।। তার মধ্যে ২ কোটিরও বেশি টাকা পুনরুদ্ধার করা গিয়েছে। হুগলি, মালদা, বর্ধমান, দার্জিলিংয়ের মতো জেলাগুলিতে ১০০ দিনের কাজের টাকা বন্টনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ পেয়েছে কেন্দ্রের প্রতিনিধি দল। ১০০দিনের কাজের প্রকল্পে টাকা বন্টনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বেনজির দুর্নীতি হয়েছে বলে অভিযোগ কেন্দ্রের। জেলা ধরে ধরে ১০০ দিনের কাজের টাকার বন্টনের ক্ষেত্রে দুর্নীতির 'প্রমাণ' কেন্দ্র দিয়েছে বলে তাঁদের দাবি।
আরও পড়ুন- Digha Jagannath Temple prasad: দিঘার জগন্নাথ মন্দিরের 'মহাপ্রসাদ' পেতে গেলে এই কাজটি আপনাকে করতেই হবে
রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্প আটকে থাকা নিয়ে মামলার শুনানি বুধবার ছিল কলকাতা হাইকোর্টে। এদিন উভয় পক্ষের সওয়াল-জবাব শুনেছেন প্রধান বিচারপতির বেঞ্চ। এরপর প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই বিশেষ কোনও বেঁধে দিতে পারে কেন্দ্র।
আরও পড়ুন- BJP Celebrations: হঠাৎ বিধানসভায় লাড্ডু বিলি শুভেন্দুদের, কারণটা কী জানেন?
শুধু তাই নয়, যে কোনও একটি নিয়মও চালু করা যেতে পারে। তবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যাতে কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্পের পরিষেবা পৌঁছোয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে বলে জানিয়েছেন বিচারপতির বেঞ্চ। আগামী ১ অগাস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্প কেন্দ্রীয় সরকারকে চালু করতে হবে। এই রাজ্যে গত তিন বছর ধরে দুর্নীতির অভিযোগে কেন্দ্রের এই ১০০ দিনের কাজের প্রকল্পটি বন্ধ ছিল। তবে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই প্রকল্প আবারও চালু হতে চলেছে।
আরও পড়ুন- Sasta Sundar scam:ফের কোটি কোটি টাকার প্রতারণা, টাকা হাতানোর কায়দা দেখে তাজ্জব পুলিশও, গ্রেফতার ৩