Advertisment

'দাদার টাকা কোথায় ঢালছেন দিদি?' শুভেন্দুর মারাত্মক 'তথ্যে' তোলপাড়

আবারও বিরোধী দলনেতার নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata paid compensation in bagtui from mid day meal fund accuses suvendu

ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিরোধী দলনেতার।

মিড ডে মিলের টাকায় রামপুরহাটের বগটুইয়ে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ রাজ্যের, টুইটে কয়েকটি চেকের ছবি পোস্ট করে এমনই চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 'স্কুলপড়ুয়াদের খাদ্য ও পুষ্টির জন্য কেন্দ্রীয় সরকারের তহবিলের অপব্যবহার! এটা একটা আর্থিক অপরাধ।' টুইটে সরব বিরোধী দলনেতা।

Advertisment

আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামের নৃশংস হত্যাকাণ্ডের স্মৃতি ফিরিয়ে রাজ্যকে আক্রমণ নন্দীগ্রামের বিজেপি বিধায়কের। গত বছরের অগাস্ট মাসে বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে নৃশংস হত্যাকাণ্ড ঘটে। পরপর বাড়িতে আগুন লাগিয়ে ১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। ঘটনার ভয়াবহতায় কেঁপে ওঠে গোটা রাজ্য। তৃণমূলেরই গোষ্ঠী কোন্দলের জেরে এমন ভয়ঙ্কর পরিণতি ঘটে বলে সরব হয় বিরোধীরা।

বগটুই গ্রামে নিহতদের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই চেক বিলির কয়েকটি ছবি টুইটে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্ষতিপূরণের কয়েকটি চেকও টুইটে পোস্ট করেছেন বিজেপি নেতা। শুভেন্দু অধিকারীর দাবি, মিড ডে মিলের টাকা থেকে বগটুইয়ে ক্ষতিপূরণ দিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন- চেয়ার ভেঙে-কাপড় ছিঁড়ে তাণ্ডব ‘মনমরা’ প্রেমিকের, প্রেমিকার অন্যত্র বিয়ে গেল ভেস্তে?

টুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন, 'মিড ডে মিলের তহবিল থেকে মুখ্যমন্ত্রী বীরভূমের বগটুই গ্রামে জীবন্ত যাঁদের পুড়িয়ে মারা হয়েছিল তাঁদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দিয়েছিলেন। ছবি তুলতে দাতব্য করা, তাও স্কুলপড়ুয়াদের খাদ্য ও পুষ্টির জন্য কেন্দ্রীয় সরকারের তহবিলের অপব্যবহার করে! এটা একটা আর্থিক অপরাধ।'

আরও পড়ুন- ‘রাগ করে ঘর ছেড়েছে বউমা’, ফেরাবেন কীভাবে? শাশুড়িকে ‘টিপস’ দিদির দূতের

West Bengal Rampurhat Death Suvendu Adhikari bjp tmc Mamata Banerjee
Advertisment