Kolkata Semiconductor Plant Mamata Banerjee: কলকাতায় প্রস্তাবিত সেমিকন্ডাক্টর প্ল্যান্ট ঘিরে শুরু হয়েছে 'কৃতিত্ব নেওয়ার পালা'। উল্লেখ্য মোদী-বাইডেনের বৈঠকে সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট স্থাপনের বিষয় মিলেছে সবুজ সংকেত। আর এই সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট গড়ে উঠতে চলেছে কলকাতায়। এর আগে ভারতে তিনটি 'সেমিকন্ডাক্টর কারখানা'র তৈরি হবে বলে সিদ্ধান্ত নেয় মোদী সরকার। তার মধ্যে একটি কারখানা হবে গুজরাতে।
তেমনই আরও একটি কারখানা গড়ে উঠবে বাংলায়। এনিয়ে গতকাল বাইডেনের বাসভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। নয়া এই সেমিকন্ডাক্টর কারখানা কলকাতায় তৈরি হলে বিপুল কর্মসংস্থান হবে বলে ধারণা। মার্কিন যুক্তরাষ্ট্রের 'গ্লোবাল ফাউন্ডারিজ' নামের এক বহুজাতিক সংস্থা সেমিকন্ডাক্টর প্রযুক্তি নিয়ে কাজ করছে। এ বার কলকাতায় গ্লোবাল ফাউন্ডারিজের একটি কারখানা তৈরি নিয়ে সদর্থক আলোচনা হয়েছে মোদী ও বাইডেনের মধ্যে। বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে এটি আমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। ভারতের সেমিকন্ডাক্টর শিল্পেরও সরকারের উপর পূর্ণ আস্থা রয়েছে। অনেক বৈশ্বিক কোম্পানিও এখন আমাদের মধ্যে বিনিয়োগ করতে চায়। সামাজিক, ডিজিটাল এবং পরিকাঠামোর মতো প্রতিটি ক্ষেত্রেই ভারতকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারতে প্রতিভার অভাব নেই। সরকার তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিল্পের জন্য যোগ্য করে তুলতে ব্যস্ত।
'ভোট-খরচের একাংশ পেলেও বন্যা আটকাতাম', বানভাসি দশা নিয়ে ফের মমতার নিশানায় DVC
বাংলায় গড়ে উঠতে চলেছে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট। এ নিয়ে মোদী সরকারকে সদর্থক ভুমিকার কথা উল্লেখ করেও তার কৃতিত্ব ছিনিয়ে নিলেন মুখ্যমন্ত্রী। তিনি একটি এক্স পোস্টে উল্লেখ করেছেন, 'গত বছরের শুরু থেকে, রাজ্য আইটি বিভাগ এবং আমাদের PSU ওয়েবেল নেতৃস্থানীয় সেমিকন্ডাক্টর শিল্পের সাথে যোগাযোগ করেছে কারণ অনেক চিপ-ডিজাইনিং এবং প্যাকেজিং স্টার্টআপ কোভিড মহামারীর পরে বিভিন্ন ওয়েবেল আইটি পার্কে স্থানান্তরিত হয়েছে এবং কাজ শুরু করেছে। গ্লোবাল ফাউন্ডারিজ, সিনপসিস, মাইক্রন সহ আরও কয়েকটি প্রথম সারির আন্তর্জাতিক সেমিকন্ডাক্টার সংস্থা পশ্চিমবঙ্গে বেশ কয়েকবার টেকনোলজি-সিম্পোসিয়াম আয়োজন করেছে। আমাদের ইউনিট পরিদর্শনের পাশাপাশি আধিকারিকদের সঙ্গে উদীয়মান প্রযুক্তি এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে'।
এই বছর, কলকাতায় অনুষ্ঠিত রাজ্য সরকার আয়োজিত গ্লোবাল ভিএলএসআই সম্মেলনে সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রণী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। রাজ্যের তরফে ক্রমাগত সদিচ্ছার সাক্ষী থেকেছে বিশ্বের তাবড় সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রণী প্রতিষ্ঠান। এর ফলেই কলকাতায় গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপনের জন্য গ্লোবাল ফাউন্ড্রিজের সাম্প্রতিক প্রস্তাব এসেছে বলেই দাবি করেন মুখ্যমন্ত্রী'। আমি এই সেমিকন্ডাক্টর সেক্টরে বিনিয়োগে সব ধরনের সাহায্যের আশ্বাস দিচ্ছি। শেষে তিনি লিখেছেন, 'জ্ঞান ভিত্তিক শিল্পের প্রকৃত গন্তব্য হয়ে উঠুক পশ্চিমবঙ্গ'।