অমিত শাহকে মীরজাফরের সঙ্গে তুলনা! মোদীকে সতর্ক করলেন মমতা

বুধবার অমিত শাহকে বেনজির নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায়ের। বঙ্গে SIR ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ‘সেকেন্ড ইন চিফ’ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সতর্ক করার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এদিন সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।

বুধবার অমিত শাহকে বেনজির নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায়ের। বঙ্গে SIR ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ‘সেকেন্ড ইন চিফ’ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সতর্ক করার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এদিন সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata-warns-modi-amit-shah-mir-jafar

অমিত শাহকে মীরজাফরের সঙ্গে তুলনা! মোদীকে সতর্ক করলেন মমতা

বুধবার অমিত শাহকে বেনজির নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায়ের। বঙ্গে SIR ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ‘সেকেন্ড ইন চিফ’ স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহকে সতর্ক করার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এদিন সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।

Advertisment

উত্তরবঙ্গের বন্যার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি বলতে চাই, অমিত শাহের উপর অতিরিক্ত ভরসা করবেন না। একদিন তিনি ‘মীর জাফর’ হয়ে যেতে পারেন।” উল্লেখ্য মীর জাফর ১৭৫৭ সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, যা ভারতের ইতিহাসে অন্যতম 'বিশ্বাসঘাতকতার' ঘটনা।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন,“আমরা বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ, ভারী বৃষ্টিপাত এবং উৎসবের মধ্যে রয়েছি। এই পরিস্থিতিতে কীভাবে দুই সপ্তাহের মধ্যে SIR সম্পন্ন করা সম্ভব এবং নতুন নাম আপলোড করা সম্ভব?” 

Advertisment

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও অভিযোগ করে বলেছেন, "ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) বাস্তবায়নের নামে নির্বাচন কমিশন যা কিছু করছে তা অমিত শাহের নির্দেশেই। মমতা বলেন, "আমি প্রধানমন্ত্রীকে বলব যে সবসময় অমিত শাহকে বিশ্বাস না করেন। দেখবেন একদিন তিনি সবচেয়ে বড় মীরজাফর হয়ে উঠবেন। সাবধান থাকবেন।" 

সেই সঙ্গে তাঁর সংযোজন, উৎসবের মরশুম চলছে। প্রাকৃতিক দুর্যোগ চলছে,সর্বত্র বন্যা চলছে। ১৫ দিনের মধ্যে কীভাবে একটি SIR পরিচালনা করা সম্ভব? এটা কি নির্বাচন কমিশন, নাকি বিজেপি কমিশন?"মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, অনেক দেখেছি কিন্তু এমন অহংকারী ও স্বৈরাতান্ত্রিক সরকার আগে কখনও দেখিনি"।  

আরও পড়ুন- খাস কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! পুড়ে ছাই একের পর এক দোকান, তুমুল চাঞ্চল্য

mamata modi