West Bengal News Updates: খাস কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! পুড়ে ছাই একের পর এক দোকান, তুমুল চাঞ্চল্য

West Bengal News Updates 8 October 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 8 October 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
asansole Fire

West Bengal News : জানুন গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট

Kolkata News Updates:ভরদুপুরে যোধপুর পার্কের বাজারে আগুন। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। কী কারণ আগুন লাগার ঘটনা। এখনও ধোঁয়াশা, প্রাথমিক ভাবে অনুমান শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভস্মীভূত একাধিক দোকান। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

Advertisment

উত্তরবঙ্গ সফর সেরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরেই সাংবাদিক বৈঠকে রাজ্য প্রশাসনের অস্বস্তি বাড়িয়ে রীতিমতো তোপ দেগেছেন রাজ্যপাল। তাঁর কথায়, "রাজ্যের একাধিক জায়গায় গুন্ডারাজ চলছে। রাজ্যে এরকম পরিস্থিতি চলতে দেওয়া যায় না। রাজ্যে ৩৫৬ ধারা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। আমি নিশ্চিত পশ্চিমবঙ্গে পুলিশ ঠিক মতো কাজ করছে না, আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। আমি আগেই বলেছি ২৪ ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। গ্রাউন্ড জিরেরা পরিস্থিতি আমি জানি, সমস্ত রিপোর্ট পাঠানো হয়। মুখ্যমন্ত্রী বলছেন গুরুতর কিছু হয়নি। কিন্তু আমি জানি উত্তরবঙ্গের ঘটনা অত্যন্ত গুরুতর। বিপর্যয় নিয়ে ব্লেমগেম খেলতে চাই না। মুখ্যমন্ত্রীর প্রতি আমার শ্রদ্ধা আছে, পেশাদার যোগাযোগ বন্ধ হয়নি। আমি রাষ্ট্রপতিকে বলেছি, বাংলায় কী ঘটছে। উনিও মন দিয়ে সব কথা শুনেছেন।"

দীর্ঘ আড়াই ঘণ্টা টানাপোড়েনের শেষে শেষমেশ আগরতলা বিমানবন্দর থেকে তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দলের জন্য গাড়ির ব্যবস্থা করে পুলিশ। তৃণমূলের ৬ সদস্যের জন্য দুটি গাড়ি ব্যবস্থা করে পুলিশ। সেই দুটি গাড়ির সামনে-পিছনে পুলিশের বিশাল কনভয়। এর আগে আগরতলা বিমানবন্দর থেকে তৃণমূল প্রতিনিধিদের আনতে যাওয়া চারটি গাড়ির মধ্যে তিনটিকেই ফেরত পাঠানো হয় বলে অভিযোগ তুলেছিলেন কুণাল ঘোষ। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সায়নী ঘোষ, প্রতিমা মণ্ডল, কুণাল ঘোষ-সহ ৬ সদস্যের প্রতিনিধি দল গিয়েছে ত্রিপুরায়। গতকাল আগরতলায় তৃণমূলের সদর দফতরে ভাঙচুর চলেছে। তারই প্রতিবাদ জানাতে ত্রিপুরায় প্রতিনিধি দল পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়,অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।

Advertisment

আরও পড়ুন- financial crime:আর্থিক অনিয়মের অভিযোগ, গ্রেফতার বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট্যান্ট

গতকাল শিলিগুড়িতে আহত BJP সাংসদ খগেন মুর্মুকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ওই একই হাসপাতালে ভর্তি থাকলেও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করেননি তৃণমূলনেত্রী। এই বিষয়ে শঙ্কর ঘোষ একটি ভিডিও-য় বলেন, "দুপুরেই আমাকে জানানো হয়েছিল যে মুখ্যমন্ত্রী হাসপাতালে আসতে পারেন সাংসদ ও আমাকে দেখতে। আমিই সম্মতি দিইনি। মাননীয় সাংসদ তিনি এতটাই গুরুতর আহত যে কথা বলার মতো অবস্থায় নেই, তাই সম্মতি দেওয়ারও ব্যাপার নেই। মুখ্যমন্ত্রী ICU-তে গিয়ে সাংসদের সঙ্গে দেখা করেছেন। দেড় মিনিটেরও কম সময় ছিলেন। সেই সময় তাঁর ফটোশুট টিম একটি ভিডিও তোলে। সেটাই রাজনৈতিক সৌজন্যতা বলে তুলে ধরার চেষ্টা হচ্ছে। তিনি আমার কাছে আসেননি, জানতেন যদি কোনও কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়। এটা তৃণমূলের ঘৃণ্য রাজনীতির উদাহরণ। একদিকে লুম্পেনদের দিয়ে BJP সাংসদ-বিধায়ককে রক্তাক্ত করবে আর অন্যদিকে হাসপাতালে দেখতে আসার নামে রাজনৈতিক সৌজন্যতার ফটোশুট করবেন।"

আরও পড়ুন- Chingrikhali Fort:ডায়মন্ড হারবারের পুরনো কেল্লা, নদীগর্ভে বিলীন হতে চলা ঐতিহাসিক দুর্গের নেপথ্যে রহস্যে ঘেরা কাহিনী

আরও পড়ুন- Bangladeshi Arrested:ভারতীয়কে বাবা বানিয়ে আধার-ভোটার কার্ড তৈরি, অতর্কিতে হানায় গ্রেফতার বাংলাদেশি-সহ ২

  • Oct 08, 2025 13:12 IST

    Kolkata News Live Updates:ভারতীয় বিমান বাহিনী দিবসে সাফল্যের খতিয়ান পেশ

     '১৯৭১ সাল থেকে অপারেশন সিন্দুর....শত্রুদের উপযুক্ত জবাব', ভারতীয় বিমান বাহিনী দিবসে আত্মবিশ্বাসী এয়ার চিফ মার্শাল এ.পি. সিং। বুধবার (৮ অক্টোবর) ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ.পি. সিং বলেছেন, আমাদের বীর সেনারা প্রতি ক্ষেত্রেই ইতিহাস তৈরি করেছেন। তিনি অপারেশন সিন্দুরের পাশাপাশি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের কথাও স্মরণ করেন। গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে ৯৩তম বিমান বাহিনী দিবস উদযাপনে বক্তৃতা দিতে গিয়ে এয়ার চিফ মার্শাল আরও বলেন, "বিমান বাহিনী সর্বদা প্রতিটি পরিস্থিতিতে জবাব দিতে তৈরি।" 

    বিস্তারিত পড়ুন- Indian Air Force Day 2025: '১৯৭১ থেকে অপারেশন সিন্দুর....'! ভারতীয় বিমান বাহিনী দিবসে সাফল্যের খতিয়ান পেশ এয়ার চিফ মার্শালের



  • Oct 08, 2025 13:11 IST

    Kolkata News Live Updates:পরপর ২০০ সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণ

    মঙ্গলবার গভীর রাতে জয়পুর-আজমের জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় পুরো এলাকা কেঁপে ওঠে। এলপিজি সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষ। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় দুই গাড়িতেই। আগুন ছড়িয়ে পড়তেই একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় ২০০টি সিলিন্ডার পরপর বিস্ফোরণ হয়। পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    বিস্তারিত পড়ুন- পরপর ২০০ সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণ, পুড়ে ছাই একের পর গাড়ি, মৃত্যু, হাইওয়েতে মর্মান্তিক কাণ্ড



  • Oct 08, 2025 12:43 IST

    Kolkata News Live Updates:কাশির সিরাপে শিশু-মৃত্যু! উপযুক্ত তদন্তের দাবি চিকিৎসক সংগঠনের

    সম্প্রতি, মধ্যপ্রদেশ এবং রাজস্থান রাজ্যে কাশির সিরাপ ব্যবহারের পর বেশ কয়েকজন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনার সঠিক তদন্ত এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করা হয়নি বলে মনে করে চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম। এক্ষেত্রে কর্তব্যরত একজন চিকিৎসককে মধ্যপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করেছে। সংগঠনের সভাপতি অধ্যাপক (ড.) দুর্গাপ্রসাদ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক ডা. সজল বিশ্বাস এক বিবৃতিতে বলেছেন, "সম্প্রতি, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বেশ কয়েকটি হাসপাতালে, একটি নির্দিষ্ট প্রস্তুতকারকের দ্বারা তৈরি কাশির ওষুধ ব্যবহারের পরে বেশ কয়েকটি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা এই বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন। একটি ওষুধ অসুস্থতা নিরাময়ে ব্যর্থ হয়ে শিশুদের জীবন নেওয়ার চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। একই সাথে, আমরা লক্ষ্য করেছি যে এই ঘটনার প্রতিক্রিয়ায় মধ্যপ্রদেশ সরকার একজন ডাক্তারকে গ্রেপ্তার করেছে। মৃত্যুর আসল কারণ, ওষুধের ফার্মাকোলজিকাল ক্রিয়া বা এর পার্শ্বপ্রতিক্রিয়া পরীক্ষা না করেই এটি করা হয়েছিল। এটি সরকারের অত্যন্ত স্বৈরাচারী মনোভাব প্রতিফলিত করে এবং আসল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা বলে মনে হয়।"



  • Oct 08, 2025 12:16 IST

    Kolkata News Live Updates:নবম শ্রেণির ছাত্রীকে 'গণধর্ষণ', ধৃত ২

    দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে প্রেমিক ও তার দুই বন্ধুর দ্বারা গণধর্ষণের শিকার নবম শ্রেণীর এক ছাত্রী। গত ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমীর রাতে বারুইপুর শাসন বালক সংঘের ঠাকুর দেখে বেরিয়ে বারুইপুর কামালগাজি বাইপাসে যায় নির্যাতিতা নবম শ্রেণীর ওই ছাত্রী। তখন তার সঙ্গেই ছিল তার প্রেমিক-সহ বাকিরা। জানা গিয়েছে, মাস দেড়েক আগেই বারুইপুরের এক নাবালকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় নির্যাতিতা নবম শ্রেণীর ছাত্রীর। তারপর একে অপরের প্রতি আগ্রহ বাড়ে তাদের। 

    বিস্তারিত পড়ুন- Baruipur News: নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, দুই অভিযুক্তের নাটকীয় গ্রেফতারি চর্চায়!



  • Oct 08, 2025 11:17 IST

    Kolkata News Live Updates:গ্রেফতার বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট্যান্ট

    নতুন মোড় নিল বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে কোটির বেশি টাকা গায়েব হয়ে যাওয়া কাণ্ড। বর্ধমান পুরসভার চেক ব্যবহার করে ৪৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মহারাষ্ট্র পুলিশের হাতে গ্রেপ্তার হলেন পুরসভারই আ্যাকাউন্ট্যান্ট। ধৃতের নাম সমীর মুখোপাধ্যায়। বর্ধমান থানার সাহায্য নিয়ে মহারাষ্ট্রের আর্থিক অপরাধ দমন শাখা সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতকে পেশ করা হয় বর্ধমান সিজেএম আদালতে। 

    বিস্তারিত পড়ুন- financial crime:আর্থিক অনিয়মের অভিযোগ, গ্রেফতার বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট্যান্ট



  • Oct 08, 2025 10:27 IST

    Kolkata News Live Updates:সেনা-জঙ্গি গুলির লড়াই

    জম্মু ও কাশ্মীরের রাজৌরি জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো সময় হঠাৎ করেই বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও। চলছে এনকাউন্টার। সূত্রের খবর, বুধবার সকালে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে অভিযান শুরু করে পুলিশ, সেনা ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী। জম্মু জোনাল পুলিশ মিডিয়া সেন্টারের তরফে জানানো হয়েছে, বর্তমানে গোটা অঞ্চল ঘিরে রাখা হয়েছে এবং জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় ২ থেকে ৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে।

    বিস্তারিত পড়ুন- ফের ভারতের দিকে চোখ তুলে তাকালো পাকিস্তান, যোগ্য জবাব ভারতীয় সেনার



  • Oct 08, 2025 10:23 IST

    Kolkata News Live Updates:বুক কাঁপানো দুর্ঘটনা, মৃত্যুমিছিল, হাহাকার

    ভয়াবহ দুর্ঘটনা। ভুমিধসের কবলে বেসরকারি বাস। মৃত্যু কমপক্ষে ১৮ জনের। আহত আরও বেশ কয়েকজন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি ক্ষতিপুরণের কথাও কেন্দ্রর তরফে ঘোষণা করা হয়েছে। 

    বিস্তারিত পড়ুন- Himachal Pradesh Accident: বুক কাঁপানো দুর্ঘটনা, মৃত্যুমিছিল, হাহাকার, আর্তনাদ, হাসপাতালে স্তূপাকৃতি নিথর দেহ, 'চোখে জল' প্রধানমন্ত্রীর



  • Oct 08, 2025 10:22 IST

    Kolkata News Live Updates:বাংলাদেশি গ্রেফতার

    বারুইপুরের চম্পাহাটি এলাকা থেকে আবারও গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক। ধৃত সঞ্জয় মন্ডল ওরফে আমির হামজা। বাংলাদেশি এই নাগরিক নাম বদলে সঞ্জয় নাম রাখেন, যাতে ভারতে থাকতে সমস্যা না হয়। ১২ হাজার টাকার বিনিময়ে ভারতীয় গোষ্ঠ মণ্ডল নামে এক ব্যক্তি ওই ব্যক্তির ভোটার কার্ড তৈরি করে দেয় বলে অভিযোগ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের ভোটার কার্ডও। ২০১৪ সালে উত্তর ২৪ পরগনার বসিরহাট সীমান্ত থেকে ২২০০ টাকার বিনিময়ে নদী পেরিয়ে আসেন ভারতে। ওই নৌকার ২২০০ থেকে ২৫০০ টাকার বিনিময়ে প্রায় ২৫ জন ভারতে ঢোকেন। তারপর তারা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় থাকতে শুরু করেন বিভিন্ন নামে। পুলিশ তাদেরও খোঁজ শুরু করেছে। 



  • Oct 08, 2025 09:30 IST

    Kolkata News Live Updates:আজও বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

    অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পার হতে চললেও বৃষ্টির হাত থেকে এখনও রেহাই নেই বঙ্গবাসীর। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আরও বেশ কয়েকদিন। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির দাপট কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও পূর্বাভাস এমনটাই। আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: আজও বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, দিন কয়েকেই ঝড়-জলের দাপট আরও বাড়বে?



tmc bjp Bengal Weather Forecast SIR Bengali News Today