Advertisment

Mamata Banerjee: 'সব ছবি আছে, শুধু সামনে আনব', বিজেপির সৌমিত্রকে ল্যাজেগোবরে করতে হুঁশিয়ারি মমতার!

Lok Sabha Polls 2024: গত লোকসভা নির্বাচনে জোড়-ফুল ছেড়ে পদ্ম-ফুলের টিকিটে বিষ্ণুপুর আসন থেকে লড়াই করেছিলেন সৌমিত্র খাঁ। আদালতের নির্দেশে সেইবার বাঁকুড়ার অন্তর্গত বিষ্ণুপুরে প্রচার করতে পারেননি সৌমিত্র। বদলে প্রচার চালিয়েছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। জিতেও যান বিজেপি প্রার্থী। সুজাতার প্রশংসায় পঞ্জমুখ ছিলেন সৌমিত্র। এমনকী খোদ প্রধানমন্ত্রী সুজাতার প্রশংসা করেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
mamta banerjee bjp bishnupur lok-sabha constituency candidate saumitra khan divorce bankura, বাঁকুড়ার প্রচারে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে ডিভোর্স নিয়ে আক্রমণ মমতা ব্যানার্জীর

TMC VS BJP: বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata VS Saumitra: ডিভোর্সের পর নতুন বউকে নিয়ে বিষ্ণুপুরে প্রচার সারছেন বিদায়ী সাংসদ তথা এবারও বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তাঁর প্রতিপক্ষ তৃণমূলের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। সোমবার বাঁকুড়ায় প্রচার সারেন তৃণমূল নেত্রী। আর সেখানেই মুখে সৌমিত্র খাঁ-এর নাম না নিলেও তাঁর ব্যক্তিগত জীবন তুলে ধরে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী।

Advertisment

কী বলেছেন মুখ্যমন্ত্রী?

এ দিন নাম না করে বাঁকুড়া কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই বলেন, 'আর একজন বিষ্ণুপুর , নাই বা বললাম, জানি না ডিভোর্স হয়ে কি না, তাঁর স্ত্রী দাঁড়িয়েছে সেখানে. তাঁর যদি আমি ফটোগুলি খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবে, বিজেপি কত আদর্শবান দল, যারা মিথ্যে কথা বেল বেড়ায়, সব ছবি আমার কাছে আছে।'

আরও পড়ুন- Mamata-Modi: ‘আহত বাঘ সাংঘাতিক’, মোদীর ঝাঁঝালো হুঙ্কারের পাল্টা আগুনে জবাব মমতার!

গত লোকসভা নির্বাচনে জোড়-ফুল ছেড়ে পদ্ম-ফুলের টিকিটে বিষ্ণুপুর আসন থেকে লড়াই করেছিলেন সৌমিত্র খাঁ। আদালতের নির্দেশে সেইবার বাঁকুড়ার অন্তর্গত বিষ্ণুপুরে প্রচার করতে পারেননি সৌমিত্র। বদলে প্রচার চালিয়েছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। জিতেও যান বিজেপি প্রার্থী। সুজাতার প্রশংসায় পঞ্জমুখ ছিলেন সৌমিত্র। এমনকী খোদ প্রধানমন্ত্রী সুজাতার প্রশংসা করেছিলেন। পরবর্তীতে সৌমিত্র-সুজাতার সম্পর্কে ফাটল ধরে। হয় বিচ্ছেদ।

এসবের মধ্যেও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সুজাতা মণ্ডল। এবারের লোকসভা নির্বাচনে সেই সুজাতাকেই বিষ্ণুপুর আসন থেকে প্রার্থী করেছে তৃণমূল। সৌমিত্রকে 'অত্যাচারী' বলে মাঝে মধ্যেই প্রচারে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থী। এই আবহেই মুখ্যমন্ত্রীর বিজেপি প্রার্থীকে 'ডিভোর্স' নিয়ে হুঁশিয়ারি তাৎপর্যবাহী।

আরও পড়ুন- Bhupatinagar NIA Investigation: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার বড় পদক্ষেপ এনআইএ-র, আজই হেস্তনেস্ত?

tmc bjp Mamata Banerjee Soumitra Khan Sujata Mondal
Advertisment