কলকাতার সল্টলেকে মৃত্যু হল সোয়াইন ফ্লুতে আক্রান্ত এক ব্যক্তির। বিগত তিনদিনে সল্টলেক আমরি হাসপাতালে তিন রোগীর শরীরে এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস ধরা পড়ে। বাকি দু'জন এখনও ওই হাসপাতালে চিকিৎসারত।
৭১ বছরের তপন কুমার কর্মকার ১৪ জুন প্রবল জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে আইসিইউতে রাখা হয় তাঁকে। বুধবার তাঁকে মৃত ঘোষণা করেন আমরি কর্তৃপক্ষ।
হাসপাতালের তরফে এক আধিকারিক জানিয়েছেন, "এখনও পর্যন্ত তিনজন রোগীর রক্ত পরীক্ষার ফলাফল এইচ ওয়ান এন ওয়ান পজিটিভ এসেছে। একজনের মৃত্যু হয়েছে, বাকি দুজনের চিকিৎসা চলছে। আশা করছি তাঁরা আরোগ্য লাভ করবেন।"
আরও পড়ুন, চিটফান্ড কেলেঙ্কারি তদন্তে রোজভ্যালি-কর্তাকে ফের সিবিআই-এর জিজ্ঞাসাবাদ
নারায়ণ কৃষ্ণমুর্তি (৮১), ১৩ জুন জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আমরির এক চিকিৎসক জানিয়েছেন, কৃষ্ণমুর্তির বিপদ কেটে গিয়েছে। আরেকজন রোগীর নাম ইলোরা চৌধুরী, বয়স ৪৭।
ইলোরার এক বন্ধু জানিয়েছেন, "প্রথমে ওঁর ডেঙ্গু আর টাইফয়েড পরীক্ষা হয়। রিপোর্ট নেগেটিভ এসেছিল। তারপর আমরিতে ভর্তি হওয়ার পর সোয়াইন ফ্লু সনাক্ত হয়।"
রাজ্য স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, "আতঙ্কগ্রস্ত হয়ে পড়ার কারণ নেই, অল্প কয়েকটি কেস নথিভুক্ত হয়েছে। আমরা বিষয়টির ওপর নজর রাখছি"।
Read the full story in English