খাস কলকাতার উপকণ্ঠে বন্যপ্রাণী পাচারের বিরাট চক্রের পর্দাফাঁস। চক্রের এক পাণ্ডাকে হাতেনাতে গ্রেফতার করেছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল। প্রকাণ্ড ওজনের দুটি কচ্ছপ উদ্ধার হয়েছে। বেশ কিছুদিন ধরেই বেআইনিভাবে এই কারবার চালাচ্ছিল ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে তাকে হাতেনাতে ধরতে ধুঁয়াধার ছক কষা হয়। পালানোর কোনও সুযোগই পায়নি ওই ব্যক্তি। শেষমেশ হাতেনাতে গ্রেফতার।
নিউ টাউন এলাকা থেকে শঙ্কর মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে ১১ কেজি ওজনের দুটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই ব্যক্তি বাইকে করে রাজারহাট-নিউ টাউন সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কচ্ছপ বিক্রি করছিল। সেই খবরের সূত্র ধরেই এরপর তাকে গ্রেফতারের ছক কষেন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের কর্মীরা।
আরও পড়ুন- অকল্পনীয় অমানবিকতা! কোলের শিশুর দুষ্টুমী বন্ধে খোদ বাবা-মা যা করলেন…
ক্রেতা সেজে এরপর তাঁর সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। গতকাল নিউ টাউন এলাকায় ওই ব্যক্তিই কচ্ছপ নিয়ে গিয়েছিল। হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১১ কেজি ওজনের দুটি কচ্ছপ। ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকদের অনুমান, এর পিছনে একটি বড় চক্র কাজ করছে। কচ্ছপগুলি কোথা থেকে আনা হতো এবং কোথায় মজুত করে রাখা হতো সেব্যাপারে খোঁজখবর চালানো হচ্ছে। ধৃতকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে।