Advertisment

Sundarbans: গা শিউরে ওঠার মতো কাণ্ড সুন্দরবনে! জঙ্গল থেকে ঝাঁপ নৌকায়, প্রকাণ্ড বাঘ কামড়ে-আঁচড়ে...

Sundarbans: সুন্দরবনের জঙ্গলে এই ধরনের ঘটনা এই নতুন নয়। এর আগেও এমন ঘটনা বহুবার ঘটেছে উপকূলের এই এলাকায়। রোমহর্ষক এই কাণ্ডের বিবরণ দিতে গিয়ে এখনও শিউরে উঠছেন ঘটনাস্থলে থাকা মানুষজন।

author-image
Mina Mondal
New Update
Fisherman dies in Sundarbans tiger attack

Rayal Bengal Tiger: রয়্যাল বেঙ্গল টাইগার।

man was seriously injured in a tiger attack in Sundarbans while catching for crabs: আবারও সুন্দরবনের জঙ্গলে বাঘের হামলা। কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন কুলতলীর মৈপিঠ কোস্টাল থানার নগেনাবাদের বাসিন্দার শুকদেব সাঁপুই। গত ২৯ নভেম্বর রায়দিঘি রেঞ্জের নলগোঁড়া বিট থেকে সরকারি অনুমতিপত্র নিয়ে সুন্দরবনের কলস দ্বীপে কাঁকড়া ধরতে যান শুকদেব সাঁপুই, মনোরঞ্জন সাঁপুই, বিশ্বজিত মণ্ডল, গনেশ মিদ্যে-সহ বেশ কয়েকজন। একটানা কয়েকদিন ধরে কাঁকড়া ধরার পর গতকাল সকালে কলস দ্বীপের কাছে তাঁরা কাঁকড়া ধরার বেড়ি ফেলেছিলেন। তখনই ঘটে যায় চরম বিপত্তি। 

Advertisment

হঠাৎই খাঁড়ি লাগোয়া সুন্দরবনের জঙ্গল থেকে নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে প্রকাণ্ড এক রয়্যাল বেঙ্গল টাইগার। সুকদেব সাঁপুইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। নৌকায় থাকা ওই ব্যক্তির সঙ্গীরা তাঁদের কাছে থাকা লাঠি, বাঁশ নিয়ে পাল্টা বাঘকে আক্রমণ করে। উপর্যুপরি ঘায়ে বাঘ সুকদেবকে ছেড়ে জঙ্গলে চলে যায়। এরপরেই গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে নিয়ে তাঁর সঙ্গীরা স্থানীয় নগেনাবাদ এলাকায় গ্রামীণ একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। 

তবে সুকদেব সাঁপুইয়ের শারীরিক পরিস্থিতির অবনতিতে তড়িঘড়ি তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। পরে সুকদদেবকে কলকাতায় চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন সুকদেব। 

আরও পড়ুন- CID West Bengal: ইঙ্গিতটা ছিল আগেই, এবার অ্যাকশনে মুখ্যমন্ত্রী! সরালেন গোয়েন্দাপ্রধানকে, পুলিশে আরও বদল

আরও পড়ুন- Bangladesh Fact Check: অশান্ত বাংলাদেশে কালী মন্দিরে ভাঙচুর? ভাইরাল ভিডিওর সত্যিটা জানুন

এদিকে বাড়িতে একমাত্র রোজগেরে সদস্যের এহেন পরিণতিতে দিশেহারা সুকদেব সাঁপুইয়ের পরিবার। শুকদেবের স্ত্রী বাসন্তী সাঁপুই বলেন, "আমার স্বামী জঙ্গলে গিয়েছিলেন। বাঘ হামলা করেছে। ওকে চিকিৎসার জন্য নিয়ে গেছে।" শুকদেবের এক সঙ্গী গনেশ মিদ্যে বলেন, "আমরা কাঁকড়া ধরতে গিয়েছিলাম। নৌকায় ঝাঁপিয়ে পড়ে বাঘ। আমরা পাল্টা আক্রমণ করায় বাঘ পালায়। ওনাকে (শুকদেব সাঁপুই) নিয়ে প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম। তারপর ওকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে।"

আরও পড়ুন- Bangladesh Unrest: 'বাংলাদেশে রাতারাতি সব হিন্দু বিরোধী? এটা কল্পনা!', অশান্তি নিয়ে অধীর কী বললেন জানেন?

Bangla News Sundarban news of west bengal news in west bengal Bengali News Today Royal Bengal Tiger
Advertisment