Advertisment

Manikchak News: তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যকে বন্দুক দেখিয়ে খুনের হুমকি! কাঠগড়ায় পুলিশ আধিকারিক, দায়ের FIR

Manikchak News: শাসকদলের জনপ্রতিনিধির ওপর বন্দুক নিয়ে হুমকির ঘটনার বিষয়ে মুখে কুলুপ এঁটেছে জেলা পুলিশের পদস্থ কর্তারা। মানিকচক থানার আইসি সুবীর কর্মকার অবশ্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেই মন্তব্য করেছেন।

author-image
Madhumita Dey
New Update
Manikchak ASI: এই ঘটনার পর মানিকচক থানার ওই এএসআই প্রশান্ত মিশ্রের কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি

Manikchak ASI: এই ঘটনার পর মানিকচক থানার ওই এএসআই প্রশান্ত মিশ্রের কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি

Manikchak News: মিলকি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের দুই নির্বাচিত সদস্যকে বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকির অভিযোগ উঠল মানিকচক থানার এক এএসআই-এর বিরুদ্ধে। রীতিমতো আতঙ্কিত ওই দুই শাসকদলের পঞ্চায়েত সদস্য পুলিশ অফিসারের কোয়ার্টার থেকে কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচেন বলে অভিযোগ। আর এই ঘটনার পর রবিবার দুপুরে মানিকচক থানার আইসি সুবীর কর্মকারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল পরিচালিত মিলকি গ্রাম পঞ্চায়েতের সদস্য মাইনুদ্দিন মোমিন। 

Advertisment

যদিও শাসকদলের জনপ্রতিনিধির ওপর বন্দুক নিয়ে হুমকির ঘটনার বিষয়ে মুখে কুলুপ এঁটেছে জেলা পুলিশের পদস্থ কর্তারা। মানিকচক থানার আইসি সুবীর কর্মকার অবশ্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেই মন্তব্য করেছেন।

পুলিশকে অভিযোগে তৃণমূল দলের গ্রাম পঞ্চায়েত সদস্য মাইনুদ্দিন মোমিন জানিয়েছেন, ইংরেজবাজার ব্লকের মিলকি গ্রাম পঞ্চায়েতের দুইজন সদস্য মইনুদ্দিন মোমিন এবং দুলাল শেখ রবিবার সকাল ১১টা নাগাদ মানিকচকের চন্ডিপুর এলাকার একটি মোটরবাইক দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে কথা বলতে আসেন থানায় যান। গত ২১ নভেম্বর মিলকির আটগামা গ্রামের এক যুবক জাহাঙ্গীর মোমিন স্কুটি চালিয়ে ফেরার সময় টোটোর ধাক্কায় আহত হন। 

তৃণমূলের ওই দুই পঞ্চায়েত সদস্য মইনুদ্দিন মোমিন এবং দুলাল শেখ বলেন, মানিকচক থানায় গিয়ে জানতে পারি এই দুর্ঘটনায় তদন্তকারী অফিসার রয়েছে প্রশান্ত মিশ্র। তিনি নিজের কোয়ার্টারে ছিলেন। কোয়ার্টারে গিয়ে কথা বলার সময় হঠাৎই ওই এএসআই নিজের সার্ভিস রিভলবার বের করে পঞ্চায়েত সদস্যকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেন বলেই অভিযোগ। 

আরও পড়ুন আবাসের তালিকায় নাম রেশন ডিলারের, জানাজানি হতেই যা হল...

বিষয়টি সামনে আসতেই থানা চত্বর জুড়ে হইচই পড়ে যায়। ঘটনাই পুলিশ কর্মীর এহেন আচরণে পালিয়ে যান পঞ্চায়েত সদস্যরা। গোটা ঘটনার বিবরণ দিয়ে মানিকচক থানার আইসির কাছে লিখিত অভিযোগ দায়ের করে পঞ্চায়েত সদস্য মইনুদ্দিন মোমিন।

এদিকে এই ঘটনার পর মানিকচক থানার ওই এএসআই প্রশান্ত মিশ্রের কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র জানিয়েছেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক নির্বাচিত এই দুইজন পঞ্চায়েত সদস্য মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।

tmc Malda West Bengal Police ASI West Bengal News
Advertisment