একগুচ্ছ ট্রেন বাতিলে লাগামছাড়া যাত্রী দুর্ভোগ। বৃহস্পতিবার কাজের দিনে হাওড়া-বর্ধমান মেইন ও কর্ড লাইনে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। রেলের পাওয়ার ব্লক নেওয়ার কারণেই এই নিয়ে তৃতীয় দিন ট্রেন পরিষেবা স্তব্ধ হয়ে গেল বর্ধমান থেকে। যা নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। বর্ধমান স্টেশনে পুরনো রেলওভারব্রিজ ভাঙার কাজের জেরেই এদিনও লোকাল ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারও হাওড়া-বর্ধমান মেইন লাইনে ১৪ জোড়া এবং কর্ড লাইনে ১৭ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকছে। শুধু লেকাল ট্রেনই নয়। বর্ধমান স্টেশনে এই কাজের জেরে পাওয়ার ব্লক নেওয়ার কারণে মোট ৪১ জোড়া দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে।
আরও পড়ুন- ‘চড়াম-চড়াম’ অতীত, পঞ্চায়েতে এবার বিরোধীদের জন্য ‘শিক-কাবাব’ রেডি রাখছেন মদন!
বৃহস্পতিবার হাওড়া-বর্ধমান কর্ড লাইনে আপ ও ডাউন মিলিয়ে হাওড়া থেকে ছেড়ে মশাগ্রাম স্টেশন পর্যন্ত মোট ১০ জোড়া লোকাল ট্রেন চলছে। অন্যদিকে হাওড়া-বর্ধমান মেইন লাইনে বৃহস্পতিবার শক্তিগড় পর্যন্ত ১১ জোড়া লোকাল ট্রেন চালানো হবে।
এদিকে, বর্ধমান স্টেশনে পুরনো রেলওভার ব্রিজ ভাঙার জেরে এই নিয়ে তৃতীয় দিন রেল পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষোভ তুঙ্গে উঠেছে। বর্ধমান স্টেশন থেকে ফি দিন ট্রেন ধরে কাতারে-কাতারে মানুষ কলকাতা শহর বা তার আশেপাশে কাজের সূত্রে যান। তাঁদের দুর্ভোগ চরমে উঠেছে। হাওড়ার দিকে পৌঁছতে অনেকেই বাস বা অন্য গাড়িতে বাদুরঝোলা হয়ে যাতাযাত করতে একপ্রকার বাধ্য হয়েছেন।
আরও পড়ুন- বারে ‘সুন্দরী’র নাচ দেখে ‘পাগল’ তৃণমূল নেতা, ওড়ালেন গোছা-গোছা টাকা
বর্ধমান স্টেশনের কাছে থাকা ইংরেজ আমলের ওই পুরোন রেলওভার ব্রিজ ভেঙে ফেলার কাজ পুরোদমে চালাচ্ছে রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে সব কিছু ঠিকঠাক চললে আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যেই ওই ব্রিজটি ভাঙার কাজ শেষ হয়ে যাবে।