শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, দুই রাজ্য যুব নেতা গ্রেফতার হয়েছে। আরও একাধিক নাম ভেসে বেরাচ্ছে। বেআইনি নিয়োগের কারণে ইতিমধ্যেই কয়েক হাজারের চাকরি বাতিল হয়ে গিয়েছে। কুন্তল ঘোষ গ্রেফতার হয়ে ইডির জিজ্ঞাসাবাদের মুখে একাধিক নাম জানিয়ে দিয়েছে। কুন্তল ঘনিষ্ঠ হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় এখন ইডি হেফাজতে। আর কোনও শীর্ষ নেতৃত্বের নাম ইডিকে কুন্তল বা শান্তনু জানিয়েছেন কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তবে শান্তনু গ্রেফতার হওয়ার পর থেকেই অনেকেই বলছেন তাঁকে চিনতেন না।
হুগলি জেলা যুব তৃণমূলের সভাপতি ছিলেন শান্তনু। তারপর ছিলেন রাজ্য তৃণমূলের সহসভাপতি। একইসঙ্গে অভিনেতা সোহমও তখন সহসভাপতি ছিলেন যুব সংগঠনের। এছাড়া এখন হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পদে রয়েছেন শান্তনু। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ও সিনেমা জগত থেকে আসা একাধিক অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে শান্তনুর ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। কে নেই শান্তনুর সঙ্গে এক ফ্রেমে? মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো ছবি রয়েছেই, শোভনদেব চট্টোপাধ্যায়ের পাশে বসে রয়েছে শান্তনু, রয়েছে সেই ছবিও।
ছবি যেন কথা বলে। বিধায়ক অভিনেতা সোহমের সঙ্গে এক ফ্রেমে রীতিমতো পোজ দিয়ে ছবি তোলা হয়েছে। অভিনেতা সাংসদ দেব, বিধায়ক অভিনেতা সোহম, সাংসদ মিমি চক্রবর্তী, রাজ্য যুব তৃণমূল সভানেত্রী অভিনেত্রী সায়নী ঘোষের সঙ্গে শান্তনুর ছবি রয়েছে। অভিনেতা বনি চক্রবর্তীর সঙ্গে কথা বলতে বলতে পাশাপাশি হাঁটছেন শান্তনু, ক্যামেরায় ধরা রয়েছে। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার শান্তনুর ধাবার উদ্বোধন করেছেন।
কুন্তল ঘোষের সঙ্গে কখনও পাশে বসে একযোগে আহার সারছেন, কখনও আবার নদীতীরে প্রকৃতির কোলে দুজনে মুখোমুখি কথা বলছেন। দু'জন একসঙ্গে নির্বাচনী প্রচারও সেরেছেন। ২০২১-এ রাজভবনে তৃণমূলের নয়া মন্ত্রীসভার শপথ অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তীর পাশেই দাঁড়িয়ে রয়েছেন শান্তনু, এই ছবিও রীতিমতো ভাইরাল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এক অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে কানে ফিসফিস করে কথা বলছেন শান্তনু, সেই ছবিও ক্যামেরায় ধরা পড়েছে।
অভিজ্ঞ মহলের বক্তব্য, একফ্রেমে ছবি থাকা মানেই যে সেই ব্যক্তিও তাঁর সঙ্গে অপরাধে জড়িত তা কিন্তু নয়। তবে শান্তনুর যোগাযোগ যে শক্তিশালী ছিল তা একাধিক ছবির ভঙ্গিমায় স্পষ্ট। ছবিতে যাঁরা রয়েছেন তার মধ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিনেতা বনি সেনগুপ্তকে। এরপর জিজ্ঞাসাবাদের মুখোমুখি কে হবেন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।