Advertisment

Fire: ফের বিধ্বংসী আগুন কলকাতায়, দাউদাউ করে জ্বলে খাক পুরনো বাড়ি

Kolkata Fire: প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, কোনওভাবে শর্ট সার্কিট থেকে ওই পুরনো বাড়িতে আগুন লেগে গিয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের জেরে বাড়ির ওপরের তলাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
massive fire break out in kolkata

Kolkata Fire: প্রতীকী ছবি।

Fire Break Out: শহর কলকাতায় ফের আগুন। শনিবার ভোরে ব্যাঙ্কশাল কোর্টের পেছনে একটি পুরনো বাড়িতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে দেন বাসিন্দারা। একে একে ঘটনাস্থলে এসে পৌঁছোয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।

Advertisment

কলকাতায় ফের অগ্নিকাণ্ড। এবার ঘটনাস্থল গার্স্টিন প্লেস। এদিন কলকাতার ব্যাঙ্কশাল কোর্টের ঠিক পিছনের দিকে একটু পুরনো বাড়িতে ভয়াবহ আগুন লাগে। প্রথমে এলাকার বাসিন্দারা সেই আগুন দেখতে পেয়ে পুলিশ এবং দমকলে খবর দেন। ওই পুরোনো বাড়িটিতে আইনজীবীদের চেম্বার ছিল বলে জানা গিয়েছে। তবে বেশ কয়েকটি গ্যাসের সিলিন্ডার ছিল সেখানে। আগুন লাগার পরপরই সেই গ্যাসের সিলিন্ডার গুলিতে বিস্ফোরণ ঘটে। তারই জেরে ভয়াবহ রূপ নেয় আগুন।

খবর পেয়ে ঘটনাস্থলে একে একে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ছুটে যায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। এই বাড়িতে পাকাপাকিভাবে কেউ বসবাস করতেন না বলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছে দমকল। তবে ফাঁকা বাড়িতে কীভাবে আগুন লাগল তা নিয়ে প্রশ্ন উঠেছে। অগ্নিকাণ্ডের তীব্রতায় বাড়ির দেওয়ালে ফাটল তৈরি হয়েছে।

আরও পড়ুন- ‘ছেলেধরা’ গুজব চলছেই! মারধরের তোড়জোড় শুরু হতেই ‘ঈশ্বরের দূত’ এসে বাঁচালেন মহিলাকে

প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, কোনওভাবে শর্ট সার্কিট থেকে ওই পুরনো বাড়িতে আগুন লেগে গিয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের জেরে বাড়ির ওপরের তলাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

আরও পড়ুন- Success Story: কাঁটা বিছনো পথ পেরিয়ে অভাবনীয় সাফল্য! বঙ্গতনয়ের ‘ভারতশ্রেষ্ঠ’ হওয়ার এগল্প প্রেরণা দেবেই!

kolkata news fire West Bengal
Advertisment