TMC VS BJP: মতুয়া সম্প্রদায়ের ৬ জনকে বেআইনিভাবে গ্রেফতারের অভিযোগে ক্ষোভ প্রকাশ তৃণমূলের, বিজেপির বিরুদ্ধে “পরিকল্পিত আক্রমণ”-এর ভয়ঙ্কর অভিযোগ।
বাঙালি বিদ্বেষ ইস্যুতে ফের তুঙ্গে রাজনৈতিক চর্চা। বাংলাদেশি সন্দেহে পুণে পুলিশের হাতে গ্রেফতার উত্তর ২৪ পরগনার মতুয়া সম্প্রদায়ের ৬ বাংলাভাষী ভারতীয় নাগরিক। তাদের প্রত্যেককে “বাংলাদেশি” তকমা দিয়ে গ্রেফতার করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে এক পোস্টে সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলা হয়েছে, “এটাই কি বিজেপির ‘অ্যাসেসমেন্ট’? এটা তো পরিকল্পিত আক্রমণ বাংলাভাষী ভারতীয়দের উপর!” তৃণমূলের অভিযোগ, বিজেপির সমস্যা একটাই—এই বাংলা বারবার বিজেপির হিংসার রাজনীতি ও বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। তাই বাংলাভাষী মানুষদের নিশানা করা হচ্ছে।
/indian-express-bangla/media/post_attachments/ced340ed-30a.jpg)
তৃণমূল সূত্রের খবর, যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের কাছে বৈধ আধার কার্ড, ভোটার কার্ড এবং মতুয়া মহাসংঘের কার্ডও রয়েছে। এমনকী, ধৃতদের মধ্যে একজন নাবালকও রয়েছে বলে দাবি।
মতুয়া সম্প্রদায়ের 'প্রতিনিধি' বলে দাবি করা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর কেন চুপ রয়েছেন? সেই প্রশ্নও তোলা হয়েছে শাসক দলের তরফে। তৃণমূল কংগ্রেসের কটাক্ষ, “এই কারণেই বিজেপি বাংলার মন জিততে পারেনি, আর পারবেও না। ২০২৬ আসছে, খেলা আবার হবে।” এই ইস্যুতে রাজনৈতিক উত্তেজনা চড়তে শুরু করেছে। পুণে পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, পাশাপাশি বিষয়টি নিয়ে সংসদেও সরব হতে পারে তৃণমূল কংগ্রেস।