Calcutta HC On 21 July: ২১ জুলাই মুখোমুখি মমতা-শুভেন্দু! ধর্মতলায় শহীদ সমাবেশে বিধিনিষেধ আরোপের ভাবনা হাইকোর্টের

Calcutta HC On 21 July: ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার সমাবেশ ঘিরে 'বিধিনিষেধ' আরোপের ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট। প্রতি বছরের মতো এবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের কাছে সভা হওয়ার কথা। ইতিমধ্যে প্রস্তুতিও প্রায় সাড়া হয়ে গিয়েছে।

Calcutta HC On 21 July: ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার সমাবেশ ঘিরে 'বিধিনিষেধ' আরোপের ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট। প্রতি বছরের মতো এবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের কাছে সভা হওয়ার কথা। ইতিমধ্যে প্রস্তুতিও প্রায় সাড়া হয়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Calcutta High Court, July 21 Martyrs’ Day rally, TMC’s July 21 rally, Trinamool congress, Justice Tirthankar Ghosh, Sahid Minar, Brigade Parade Ground, Salt Lake Stadium"

২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার সমাবেশ ঘিরে 'বিধিনিষেধ' আরোপের ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট

Calcutta HC On 21 July: ২১ জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের মেগা সমাবেশের দিনই শিলিগুড়িতে বিজেপির মিছিল ও জনসভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়। আদালত জানিয়েছে, সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে মিছিল ও সভার আয়োজন করতে হবে। রাজ্য পুলিশকে আইন-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে হাইকোর্ট বেশ কিছু শর্ত আরোপ করেছে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, এই অনুষ্ঠানে ১০,০০০ জনের বেশি অংশগ্রহণ করতে পারবেন না। বিজেপি মূলত শিলিগুড়ির উত্তরকন্যা অভিমুখে একটি মিছিল করার পরিকল্পনা করেছিল। কিন্তু পুলিশ নির্দিষ্ট রুটে মিছিলের অনুমতি না দেওয়ায় বিজেপি আদালতের দ্বারস্থ হয়। সরকারের তরফে আদালতে জানানো হয়  ওই দিন তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে বিশাল সংখ্যক মানুষ কলকাতায় আসবেন, ফলে রাজ্যজুড়ে যানজটের সম্ভাবনা রয়েছে। তবে আদালতের পর্যবেক্ষণ, যেহেতু শহীদ দিবসের সভা কলকাতায়, তাই শিলিগুড়িতে মিছিলের সময় ততটা চাপ পড়বে না। আদালত জানিয়েছে তিনপাত্তি মোড় থেকে চুনাভাটি মোড় ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত মিছিল সেখানে করা যাবে। প্রতিটি গ্রুপে ১০০ জনের বেশি মিছিল করে যাওয়া যাবে না। 

Advertisment

আরও পড়ুন- হাসপাতালে ঢুকে এলোপাথাড়ি গুলি! রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু, চরম চাঞ্চল্য, সামনে এল CCTV ফুটেজ

অপরদিকে ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার সমাবেশ ঘিরে 'বিধিনিষেধ' আরোপের ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট। প্রতি বছরের মতো এবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের কাছে সভা হওয়ার কথা। ইতিমধ্যে প্রস্তুতিও প্রায় সাড়া হয়ে গিয়েছে। ওই দিন শহরে 'যানযটের' কথা উল্লেখ করে একটি  সংগঠনের দায়ের করা আবেদনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন, 'শহীদ দিবস উপলক্ষে সমাবেশের দিন শহরে ব্যাপক যানজট হয়, যার ফলে আইনজীবীদের পেশাগত কাজে বিঘ্ন ঘটায়'। আবেদনকারীর দাবি, তারা পুলিশ কর্তৃপক্ষকে তারা আগেই অনুরোধ করেছিল, কিন্তু প্রশাসন তা উপেক্ষা করেছে। পাল্টা যুক্তিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, এ ধরনের অনুষ্ঠান বহু বছর ধরে চলছে, এবং রাজনৈতিক অভিপ্রায় নিয়ে আদালতে মামলা দায়ের করা ঠিক নয়। শুনানির সময় বিচারপতি মন্তব্য করেন, “প্রতি বছর এটা হচ্ছে, এই দিনটিকে কে জাতীয় ছুটি ঘোষণা করুন। আপনি কি বলতে পারেন, কোনও যানজট হবে না? পুলিশ কমিশনারকে হলফনামা দিতে বলুন যে ওই দিন যানজট হবে না। আমি কিছু বিধিনিষেধ আরোপ করব, তবে স্থান পরিবর্তন করব না।” 

Advertisment

২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের তরফে ভিক্টোরিয়া হাউসের সামনে আয়োজিত বার্ষিক সভা নিয়ে কড়া মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিলেন, এ বছর সভাস্থল বদল করা না গেলেও আগামী বছর থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, শহীদ মিনার বা সল্টলেক স্টেডিয়ামের মতো বড় জায়গায় অনুষ্ঠান স্থানান্তর করার বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত।

এক আবেদনকারীর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, শহরের প্রাণকেন্দ্রে কর্মদিবসে এই ধরনের সভা জনজীবনে ব্যাপক প্রভাব ফেলে, বিশেষ করে অফিসগামী মানুষ এবং আদালত-গামী আইনজীবীদের ক্ষেত্রে। আদালত জানায়, “মানুষ আর কত দিন সহ্য করবে? কর্মদিবসে এমন বড় সমাবেশ হলে যানজট হবে না, তা আপনি (রাজ্য) গ্যারান্টি দিতে পারবেন?” পুলিশ কমিশনারকে একটি হলফনামা জমা দিতে বলা হয়েছে যাতে নিশ্চিত করা যায় যে ২১ জুলাই যানজট হবে না।

আরও পড়ুন- ভয়ঙ্কর, বিরাট শক্তিশালী! অত্যাধুনিক আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম পরীক্ষায় সফল ভারত, প্রতিরক্ষায় নয়া নজির

এদিন শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, “প্রতি বছর এই সমাবেশ হয়। শুধু তৃণমূলের নয়, অন্য রাজনৈতিক অনুষ্ঠান, এমনকি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফরের সময়ও তো যানজট হয়।” তিনি আবেদনের সময় নিয়েও প্রশ্ন তোলেন — “প্রতি বছরই সভা হয়, তাও কেন মাত্র সাত দিন আগে আবেদন?”

তৃণমূলের পক্ষে আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, “এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত আবেদন।” তিনি জানান, “২০১১ সাল থেকে এই সমাবেশ চলে আসছে। এতে কারও অসুবিধা হয়েছে এমন নজির নেই।” অন্যদিকে, আবেদনকারী শামীম আহমেদ বলেন, “আমরা কোনও নিষেধাজ্ঞা চাইছি না। আমরা চাই রাজ্যের পক্ষপাতমূলক আচরণ বন্ধ হোক। যখন অন্য দল একই রুটে সভার আবেদন করে, তখন যানজটের অজুহাত দেখিয়ে তা খারিজ করে পুলিশ। অথচ নিজেরা আইন লঙ্ঘন করছে। ইতিমধ্যেই কেসি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।”

আরও পড়ুন- '২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থীর নাম ঘোষণাই করে দিল তৃণমূল?

আদালত জানিয়েছে, “বাস থামিয়ে, রাস্তা আটকে ২১ জুলাই পালন করা যাবে না।” বিচারপতি বলেন, এই বিষয়ে ভবিষ্যতে দীর্ঘ শুনানি হবে এবং ঠিক করা হবে ভিক্টোরিয়া হাউসের সামনে আদৌ কোনও রাজনৈতিক সভা করা যাবে কি না। উল্লেখ্য, ১৯৯৩ সালের ২১ জুলাই, পুলিশের গুলিতে তৎকালীন কংগ্রেস ও তৃণমূল কর্মী মিলিয়ে ১৩ জন নিহত হন। সেই ঘটনাকে কেন্দ্র করে ২০১১ সাল থেকে এই শহীদ দিবস পালন করে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

High Court 21 July Shahid Diwas