Advertisment

West Bengal News Highlights: বিদ্যুৎ বিল বাবদ ১৩৫ কোটি টাকা বকেয়া, বাংলাদেশের কাছে টাকা চাইল ত্রিপুরা

West Bengal News Highlights Today 2 December, 2024: পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

News in West bengal Live: গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট।

Latest West Bengal News Highlights: বিধানসভায় আজ উপনির্বাচনে জয়ী ৬ তৃণমূল বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) উপস্থিতিতে শপথ বাক্য পাঠ ৬ বিধায়কের। সাম্প্রতিক অতীতে রাজভবন এবং নবান্নের মধ্যে একাধিক বিষয়কে কেন্দ্র করে দূরত্ব বেড়েছে। স্বাভাবিকভাবেই তাই নবনির্বাচিত ৬ বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যপালের বিধানসভায় আগমন-পর্ব যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Advertisment

এদিকে, বাংলাদেশে (Bangladesh) অশান্তির বিরাম নেই। দিকে-দিকে সংখ্যালঘুদের ওপর আক্রমণ, হামলা চলছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ন্যায়ের দাবিতে ও নিজেদের সুরক্ষার দাবি করে এককাট্টা সনাতনী সমাজ। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস (Chinmoykrishna Das) ব্রহ্মচারী গ্রেফতারের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন-অত্যাচার আরও বেড়েছে। একে একে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হচ্ছে সাধু-সন্ন্যাসীদের। ওপার বাংলায় হিন্দুদের ওপর লাগাতার আক্রমণের জোরালো প্রতিবাদ এপারেও। BJP-র নেতৃত্বে আজ পেট্রাপোলে ভারত- বাংলাদেশ সীমান্তে ধরনা কর্মসূচি।

অন্যদিকে, আরজি কর (RG Kar) মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) সহ পাঁচজনের নামে চার্জশিট জমা দিয়েছে CBI। সংবাদবাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী একটি সূত্র মারফত জানা গিয়েছে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে পেশ করা সিবিআই চার্জশিটে এখনও পর্যন্ত সম্মতি দেয়নি রাজ্য সরকার। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এ ব্যাপারে অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল। ওই সূত্রের দাবি, এখনও পর্যন্ত রাজ্যের তরফে সম্মতি মেলেনি। এর আগে গত শুক্রবার সন্দীপ ঘোষ সহ পাঁচ জনের নামে আর্থিক দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছিল সিবিআই।

  • Dec 02, 2024 16:42 IST
    West Bengal News Live: বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে উত্তরবঙ্গে কড়া পদক্ষেপ BSF-এর

    অচলাবস্থার জেরে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে দিন দিন। গত চার মাসে শুধু উত্তরবঙ্গে অনুপ্রবেশের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে বলে দাবি করল বিএসএফ। তাই উত্তরবঙ্গে সীমান্ত এলাকাগুলিতে নিরাপত্তা আঁটসাট করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যে জায়গাগুলিতে ফেন্সিং ছিল না, সেখানে ফেন্সিং দেওয়া হচ্ছে। সোমবার এমনটাই জানিয়েছেন শিলিগুড়ি ফ্রন্টিয়ারের বিএসএফ আধিকারিকরা।



  • Dec 02, 2024 15:37 IST
    West Bengal News Live:টাকা মেটাচ্ছে না বাংলাদেশ

    এবার বিদ্যুৎ বিল বাবদ বকেয়া ১৩৫ কোটি টাকা বাংলাদেশের কাছে ফেরত চাইল ত্রিপুরা সরকার। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ডকে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত এক বছর ধরে সময়ে বিদ্যুতের বকেয়া টাকা মেটাতে পারেনি বাংলাদেশ, সেই কারণেই বাড়তে-বাড়তে বকেয়ার অঙ্ক ১৩৫ কোটিতে পৌঁছে গিয়েছে।



  • Dec 02, 2024 15:22 IST
    খালেদা পুত্রের মুক্তি, আদালতের বড় সিদ্ধান্ত! সমালোচনায় হাসিনার দল

    বেকসুর খালাস বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রেহমান। উল্লেখ্য বাংলাদেশে ২০০৪ সালের গ্রেনেড হামলা মামলায় বড় রায় দিয়েছে সেদেশের হাইকোর্ট। এই মামলায়  প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কিন্তু, এখন আদালত  তারেক রহমানের বিরুদ্ধে সব অভিযোগ উড়িয়ে দিয়ে তাকে বেকসুর খালাস বলে ঘোষণা করেছে। আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খালেদা জিয়ার দল।



  • Dec 02, 2024 15:22 IST
    West Bengal News Live:পেট্রাপোল সীমান্তে ভিড় বাংলাদেশিদের!

    অশান্তির আগুন জ্বলছে বাংলাদেশে (Bangladesh)। ওপার বাংলার দিকে-দিকে আক্রান্ত হচ্ছে হিন্দুরা। বেছে-বেছে হিন্দু পাড়ায় চলছে আক্রমণ, হামলা। নির্বিচারে ভাঙচুর আগুন লাগানো হচ্ছে মন্দিরে-মন্দিরে। এই পরিস্থিতিতে বাংলাদেশিদের ভারতে আসার ভিসার মেয়াদ বাড়ানো বন্ধ করে দিয়েছে মোদী সরকার। তবে এই পরিস্থিতিতেও সোমবার পেট্রাপোল সীমান্তে গিয়ে দেখা গেল বাংলাদেশ থেকে অনেকেই ঢুকছেন ভারতে।

    বিস্তারিত পড়ুন- Bangladesh Unrest: ওপার বাংলায় আক্রান্ত হিন্দুরা, ভিসা বন্ধ ভারতের, সীমান্ত পেরিয়ে ভারতে আসার হিড়িক বাংলাদেশিদের



  • Dec 02, 2024 14:06 IST
    West Bengal News Live:এবার জামিন অয়ন শীলের

    এবার নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন অয়ন শীল। তবে জামিন মিললেও এখনই জেলমুক্তি হচ্ছে না তার। কলকাতা হাইকোর্ট ১০ লক্ষ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেছে।



  • Dec 02, 2024 12:13 IST
    West Bengal News Live:পার্থর জামিন মামলার শুনানি

    আবারও স্থগিত হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মামলার শুনানি ছিল। তবে বেশ কিছু রিপোর্ট আজও পায়নি সুপ্রিম কোর্ট। সেই কারণেই দ্বিতীয় দিনের শুনানিও স্থগিত হয়ে গেল। সোমবার সিবিআই আইনজীবীদেরও কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন বিচারপতি।



  • Dec 02, 2024 11:09 IST
    West Bengal News Live:আজ পেট্রাপোল সীমান্তে ধরনা

    পেট্রাপোলে আজ প্রতিবাদ কর্মসূচি BJP-র। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জমায়েত। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি সহ ওপার বাংলায় সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধের দাবিতে আজ পেট্রাপোলে ভারত-বাংলাদেশ সীমান্তে সন্ন্যাসীদেরও জমায়েতের ডাক। অখিল ভারতীয় সন্ত সমিতির তরফে পেট্রাপোল সীমান্তে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। 



  • Dec 02, 2024 10:50 IST
    West Bengal News Live:ওপারে ফেরার হুড়োহুড়ি সংখ্যালঘুদের

    বাংলাদেশ যেন আতঙ্কপুরী। শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় কলকাতাগামী বাসে হামলা চালায় দুষ্কৃতীরা। প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে এপারে আসার চেষ্টা অনেকের। ঠিক তেমনই প্রাণের ভয় থাকলেও তড়িঘড়ি বাংলাদেশেও ফিরছেন অনেকে। পেট্রাপোল সীমান্তে উপচে পড়া ভিড়। ওপারে ফেরার অপেক্ষায় শ'য়ে শ'য়ে মানুষ। আতঙ্কের মধ্যেও বাংলাদেশের ফেরার তাড়াহুড়ো। সীমান্ত বন্ধের আশঙ্কাতেই ওপারে ফিরছেন অনেকে। 



  • Dec 02, 2024 10:31 IST
    West Bengal News Live:ছিনতাইয়ের গল্প ফেঁদেও হল না শেষ রক্ষা!

    চানাচুর কারখানার মালিকের ১ লক্ষ ৬৫ হাজার টাকা হাতিয়ে নিতে 'গল্প' ফেঁদেছিলেন কর্মচারী। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশ তদন্তে নামতেই ওই কর্মচারীর রচিত গল্পের পর্দা ফাঁস হয়ে যায়। টাকা হাতানোর দায়ে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার পুলিশ ওই কর্মচারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম গৌতম রায়। বছর ৩০-এর ওই যুবকের বাড়ি কাটোয়ার সুড্ডা গ্রামে। পুলিশের দাবি, ধৃতের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ১ লক্ষ ৬০ হাজার টাকা।

    বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News: ছিনতাইয়ের গল্প ফেঁদেও হল না শেষ রক্ষা! মালিককে ঠকিয়ে শ্রীঘরে কর্মচারী



  • Dec 02, 2024 09:35 IST
    West Bengal News Live:হাড়কাঁপানো শীতের জোরালো ইঙ্গিত!

    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহের শেষ দিক থেকেই শীতের আমেজ ফিরবে। ঠান্ডার গ্রেট কামব্যাক আগামী ৬ ডিসেম্বর থেকে। এমনকী ৯ ডিসেম্বরের পর কলকাতা শহরে এক ধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে পারদ নেমে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। চলতি সপ্তাহের শেষে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আরও নামবে তাপমাত্রা।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Update: হাড়কাঁপানো শীতের জোরালো ইঙ্গিত! কবে থেকে? কলকাতার পারদ কোথায় নামতে পারে জানেন?



  • Dec 02, 2024 08:55 IST
    West Bengal News Live: প্রাণ বাঁচাতে দৌড়

    গলায় ধারালো অস্ত্রের কোপ নিয়ে প্রাণ বাঁচাতে রাস্তার মোড়ে ছুটে আসেন যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার শ্যামনগর এলাকায়। জানা যায়, রবিবার রাতে মগরাহাট থানা শ্যামনগর এলাকার একটি ক্লাবে চড়ুইভাতি চলছিল। সেই সময় হঠাৎ এক যুবক রক্তাক্ত অবস্থায় মাঠের  দিক থেকে প্রান বাঁচাতে শ্যামনগর মোড়ে ছুটে আসেন। স্থানীয়রা উদ্ধার করে আহত যুবককে প্রথমে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেকালে তার অবস্থার অবনতি হলে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়, আশঙ্কাজনক  অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। দুই যুবক একসাথে মদ্যপান করার সময় বচসার জেরে এই ঘটনা বলে অনুমান। 



  • Dec 02, 2024 08:53 IST
    West Bengal News Live: সমবায় ভোটে উত্তেজনা

    রায়দিঘির নন্দকুমারপুর অঞ্চলের মধুসূদনচক সমবায় সমিতির নির্বাচন ঘিরে সমবায় বাঁচাও জোট এবং তৃণমূলের সংঘর্ষ। ভোট গণনার শুরুতে তৃণমূল সমর্থিত প্রার্থীরা এগিয়ে ছিলেন। কিন্তু গণনা যত এগোতে থাকে তৃণমূল সমর্থিত প্রার্থীরা পিছিয়ে পড়েন। এগিয়ে যান জোটের প্রার্থীরা। তখনই জোটের সমর্থিত প্রার্থীরা জয়ের উল্লাস শুরু করেন। আর তা নিয়েই দু'পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। বাঁশ, লাঠি নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে দু'পক্ষ। পুলিশ গন্ডগোল থামাতে গেলে তাদেরকে লক্ষ্য করেও ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। ঘটনায় জখম এক পুলিশ কর্মী। এছাড়াও জোটের সমর্থক ও তৃণমূল সমর্থক মিলিয়ে প্রায় ১০ জন জখম হয়েছে বলে জানা গিয়েছে।



Bangla News news of west bengal Bengali News Bengali News Today West Bengal News
Advertisment