/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/burdwarn.jpeg)
স্যালাইনের চ্যানেল খুলতে গিয়ে আঙুল কাটল এক শিশুর। ডান হাতের বুড়ো আঙ্গুলের উপরের আংশ কেটে ফেলার অভিযোগ উঠেছে বর্ধমান মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন শিশুর বাবা সিটু শেখ। অভিযোগ পাওয়ার পরই হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বলে খবর।
আঙুল কেটে নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। রাতারাতি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ শিশু বিভাগের প্রধানের কাছে ঘটনার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট চেয়ে পাঠায়। এতিমধ্যে এ বিষয়ে তদন্ত করতে একটি কমিটি গঠন করার নির্দেশও দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।
আরও পড়ুন- রাস্তার হাল ফেরানোয় ‘গড়িমসি’, পঞ্চায়েতে ক্ষোভ স্থানীয়দের
মঙ্গলকোটের শিমুলিয়ার বাসিন্দা সিটু শেখ বলেন, "গত রবিবার পেটের সমস্যা নিয়ে ছেলে ইমরানকে শিশু বিভাগে ভর্তি করেছিলাম। গতকাল স্যালাইনের চ্যানেল খুলতে গিয়ে ডান হাতের বুড়ো আঙ্গুলের মাথা কাঁচি দিয়ে কেটে ফেলেন এক জুনিয়র ডাক্তার। তারপরই যন্ত্রণায় ছটফট করতে থাকে ইমরান। এই খবর আমাদের কাছে পৌঁছানোর পরই আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে অভিযোগ জানাই। ওই জুনিয়র চিকিৎসকের শাস্তি চাই আমরা"। সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পরই হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
আরও পড়ুন- সুন্দরবন ছেড়ে ম্যানগ্রোভ বাসা বাঁধছে হাওড়ায়
বর্ধমান মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার ডাঃ অমিতাভ সাহা জানান, "শিশুটির বাবার অভিযোগ পাওয়ার পরই শিশু বিভাগের প্রধানের কাছ থেকে প্রকৃত ঘটনাটি জানাতে চাওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটিও গঠন করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে আমরা শিশু বিভাগের কাছ থেকে খবর নিয়ে জানতে পেরেছি, যে ঘটনাটি ঘটেছে তাতে শিশুটির বাড়ির লোকের আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। তবে কীভাবে এই ঘটনা ঘটল, কেন ঘটেছে, কী হয়েছিল এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, যাতে শিশুটির কোনও ক্ষতি না হয়। তবে ক্ষত গভীর নয়"।