/indian-express-bangla/media/media_files/2025/09/08/mehul-choksi-extradition-2025-09-08-13-08-29.jpg)
পলাতক মেহুল চোকসির হার্টবিট বাড়িয়ে দিয়েছে ভারত
Mehul Choksi Extradition: পিএনবি ব্যাংক কেলেঙ্কারিতে অভিযুক্ত মেহুল চোকসির ঝামেলা আরও বাড়তে চলেছে। ভারত বেলজিয়াম সরকারকে একটি চিঠি লিখে আশ্বস্ত করেছে যে কোনও ভাবেই মানবাধিকার লঙ্ঘিত হবে না।
পলাতক মেহুল চোকসির হার্টবিট বাড়িয়ে দিয়েছে ভারত। মেহুল চোকসিকে প্রত্যর্পণের পথে বড় পদক্ষেপ নিল ভারত। পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত মেহুল চোকসিকে খুব শীঘ্রই ভারতে কারাগারে পাঠানো হবে। এর জন্য ভারত সরকার বেলজিয়াম সরকারের চিঠি লিখেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে মেহুল চোকসিকে ভারতে আনা হলে কী কী সুযোগ-সুবিধা দেওয়া হবে, কোন জেলে রাখা হবে, তাকে কী ধরণের নিরাপত্তা দেওয়া হবে। এই চিঠিটি ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পাঠানো হয়েছিল বলেই জানা গিয়েছে।
পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসির প্রত্যর্পণের পথে বড় পদক্ষেপ নিল ভারত। পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত চোকসিকে খুব শীঘ্রই ভারতে আনা হতে পারে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রক বেলজিয়াম সরকারকে একটি চিঠি পাঠিয়েছে। ৪ সেপ্টেম্বর পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, চোকসিকে ভারতে আনা হলে কোন কারাগারে রাখা হবে, কী ধরণের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা দেওয়া হবে।
চিঠিতে স্পষ্ট করে জানানো হয়েছে, মুম্বাইয়ের আর্থার রোড জেলের বিশেষ ১২ নম্বর ব্যারাকে রাখা হবে চোকসিকে। সেখানে তাকে ৩ বর্গমিটারের আলাদা সেল দেওয়া হবে, যেখানে পরিষ্কার সুতির মাদুর, বালিশ, বিছানার চাদর, কম্বল, পর্যাপ্ত আলো-বাতাস ও ব্যক্তিগত জিনিস রাখার ব্যবস্থা থাকবে। এছাড়া প্রতিদিন পরিষ্কার পানীয় জল, খাবার, টয়লেট ও স্নানের সুবিধা, ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা, ব্যায়াম ও বিনোদনের জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে।
চোকসির আইনজীবী বিজয় আগরওয়াল প্রত্যর্পণের বিরোধিতা করে দাবি করেছিলেন, ভারতে যথাযথ চিকিৎসা ও মানবাধিকার সুরক্ষা পাবেন না তার মক্কেল। ক্যান্সারের চিকিৎসাধীন চোকসিকে রাজনৈতিকভাবে নির্যাতন করা হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন। এই কারণেই বেলজিয়াম আদালত জামিন আবেদন নাকচ করে। তার পরিপ্রেক্ষিতেই ভারত মানবাধিকার সংক্রান্ত সব শর্ত মেনে আশ্বাস দিয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে বেলজিয়ামে গ্রেপ্তার হয় চোকসি। বর্তমানে প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে। চোকসি এর আগে ডোমিনিকা থেকে প্রত্যর্পণ রুখতে সফল হয়েছিলেন। অন্যদিকে তার ভাগ্নে নীরব মোদীও একই পিএনবি কেলেঙ্কারির মামলায় পলাতক।
পিএনবি কেলেঙ্কারিতে চোকসি ও নীরব মোদীর বিরুদ্ধে অভিযোগ, তারা মুম্বাইয়ের ব্র্যাডি হাউস শাখার কয়েকজন ব্যাংক কর্মকর্তার সঙ্গে যোগসাজশে জাল লেটার অফ আন্ডারটেকিং দেখিয়ে ১৩,৫০০ কোটি টাকারও বেশি ঋণ জালিয়াতি করেছিলেন। এছাড়াও একাধিক ব্যাংক জালিয়াতির মামলায়ও চোকসির বিরুদ্ধে তদন্ত চলছে।
আরও পড়ুনঃ বছর ঘুরলেই ভোট, সাংগঠনিক ফাঁকফোকর মেরামতে তৎপর অভিষেক, ফের বৈঠক জেলার নেতাদের নিয়ে