/indian-express-bangla/media/media_files/2025/09/08/1000216230-2025-09-08-17-36-22.jpg)
News in Bengal Highlights : গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Kolkata News Updates:মালদার চাচোল কলেজে মোদী, শাহদের ছবি পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছিল টিএমসিপি। ক্ষোভের আগুনে পুড়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও। তারই প্রতিবাদে এবার কলকাতায় প্রতিবাদ কর্মসূচি বিজেপির। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতার আইসিসিআর- এ প্রতিবাদ কর্মসূচি গেরুয়া দলের। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে বিক্ষোভ।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে জেলায় জেলায় দলের সাংগঠনিক শক্তি ঝালিয়ে নিতে এবং সাংগঠনিক ফাঁকফোকর মেরামতে তৎপর তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মরিয়া তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গত কয়েক মাস ধরেই জেলার নেতাদের নিয়ে বৈঠক শুরু করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতায় ক্যামাক স্ট্রিটের অফিসে এবার বনগাঁ, দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্বকে নিয়ে আলোচনায় অভিষেক।
পুজোর মুখে ফের তুমুল তৎপরতা ED-র। কলকাতা-সহ রাজ্যের ২২টি জায়গায় একসঙ্গে ED-র তল্লাশি অভিযান। সোমবার সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে দিকে-দিকে হানা ইডির অফিসারদের। কলকাতার বেহালার শখের বাজারের জেমস লং সরণির একটি অফিসে হানা ইডির। একইসঙ্গে ইডির অন্য একটি দল হানা দেয় রিজেন্ট কলোনিতে একটি রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার কর্মীর বাড়িতেও। তাঁকে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের।
আরও পড়ুন- BJP-TMC:শুভেন্দু-গড়ে বিরাট বিজয় BJP-র! তৃণমূলকে ফুৎকারে উড়িয়ে 'বিরাট সেলিব্রেশন' গেরুয়া দলের
বালি পাচারের কালো টাকা বিমানয় বিনিয়োগ হয়েছে বলে সন্দেহ ইডির। কলকাতার দুটি জায়গা ছাড়াও গোটা রাজ্যের মোট ২২টি জায়গায় হানা ইডির। উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান। গোপীবল্লভপুরের বালি খাদানে তল্লাশি ইডির। সুবর্ণরেখা চরের পাঁচটি বালি খাদানে অভিযান। কলকাতা-সহ জেলায় জেলায় বালি পাচারের সিন্ডিকেট গড়ে উঠেছে বলে মনে করছে ইডি।
আরও পড়ুন- Kolkata weather update:পুজোর মুখে ফের বাড়তে পারে ঝড়-বৃষ্টির দাপট! আবহাওয়ায় বড় বদল কবে থেকে?
অন্যদিকে, আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাড়তে পারে ঝড়-বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-Sonarpur News: ট্রেনে চুরিতে 'হাতেখড়ি', এবার নজর ব্যাঙ্কেও, দলবল নিয়ে চলত রেইকি, শেষমেশ জালে রাবিয়া
- Sep 08, 2025 17:51 IST
Kolkata News live updates : কলকাতায় কমান্ডারদের সম্মেলনের উদ্বোধনী আসছেন প্রধানমন্ত্রী
সশস্ত্র বাহিনী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত পশ্চিমবঙ্গের কলকাতায় সম্মিলিত কমান্ডারদের সম্মেলন (CCC) ২০২৫ আয়োজন করবে। এই বছরের সম্মেলনের মূল প্রতিপাদ্য হল 'সংস্কার বছর - ভবিষ্যতের জন্য রূপান্তর'। প্রধানমন্ত্রী এই সম্মেলনের উদ্বোধন করবেন এবং প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা রাজ্যমন্ত্রী, প্রতিরক্ষা প্রধান এবং প্রতিরক্ষা সচিবও এতে উপস্থিত থাকবেন। তিন বাহিনীর কর্মকর্তা এবং সমন্বিত প্রতিরক্ষা কর্মীদের পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
- Sep 08, 2025 14:48 IST
Kolkata News Live Updates: শারদোৎসবের আবহে জমজমাট দিঘা
শারদোৎসবের আবহে জমজমাট রাজ্যের সৈকত নগরী দিঘা। পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র শহরের অন্যতম পুরনো পুজোগুলোর একটি দিঘা সর্বজনীনের পুজো। এবার দিঘার এই বড় পুজোর থিম মায়াপুরের ইসকনের মন্দির।
বিস্তারিত পড়ুন- Durgapuja 2025: শারদোৎসবের আবহে জমজমাট দিঘা! জগন্নাথ ধামের পাশাপাশি নজর কাড়বে ISKCON-এর মন্দির
- Sep 08, 2025 14:46 IST
Kolkata News Live Updates: লোহার গেট চাপা পড়ে শিশুর মৃত্যু
খেলার সময় হঠাৎ নির্মীয়মান বাড়ির লোহার গেট খুলে চাপা পরে মৃত্যু হল এক শিশুর। গুরুতর জখম আরও দুই শিশু। এই ঘটনা সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। কয়েকজন শিশু খেলার সময় হঠাৎ নির্মীয়মান বাড়ির লোহার গেট খুলে চাপা পরে মৃত্যু হয় এক শিশুর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুই শিশু। সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় শোকের নেমে এসেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন জামিয়ানগর এলাকায়।
বিস্তারিত পড়ুন- খেলার সময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ল একরত্তি, ঘটনায় তোলপাড়
- Sep 08, 2025 14:41 IST
Kolkata News Live Updates:বিজেপির সমালোচনায় তৃণমূল
সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে বিজেপির সমালোচনা করে লেখা হয়েছে, "বিজেপির নোংরা আত্মপ্রচার আমাদের দেব-দেবীকেও ছাড়ে না! বাংলার মানুষকে অপমান, হয়রানি করতে এদের জুড়ি মেলা ভার। অথচ ভোটের লোভে বাংলার প্রাণের উৎসব দুর্গাপূজা দখল করতে ছুটে আসে সবার আগে।মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দিল্লির দুর্গাপুজো উদ্যোক্তাদের হুকুম দিয়েছেন পূজা মণ্ডপে নরেন্দ্র মোদীর ছবি টাঙাতে, এমনকি একদিন ‘নন বায়োলজিক্যাল’ প্রধামন্ত্রীর নামে উৎসর্গ করতে। যে বিজেপি একদিন মা দুর্গার বংশপরিচয় নিয়ে অপমান করেছিল, বাংলায় “দুর্গাপূজা ব্যান” বলে মিথ্যে রটিয়েছিল—সেই বিজেপিই আজ নিজের ভোটের ব্র্যান্ডিংয়ের জন্য দুর্গাপূজাকে ব্যবহার করতে চাইছে। দুর্গাপূজা মানে অসুরবধ। আর ২০২৬-এ প্রকৃত অসুর যাকে পরাস্ত করা জরুরি, সে হল বিজেপি—যে দল ক্ষমতার লোভে দেবদেবীকেও কলঙ্কিত করে!"
- Sep 08, 2025 12:34 IST
Kolkata News Live Updates:শুরু উচ্চ মাধ্যমিকের সেমিস্টার
আজ থেকে শুরু হয়ে গেল উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা। আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা চলবে। সকাল ১০টা থেকে ১১ টা ১৫ মিনিট পর্যন্ত এই পরীক্ষা। তবে ভিস্যুয়াল আর্টস, মিউজিক এবং বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট।
- Sep 08, 2025 11:34 IST
Kolkata News Live Updates:জয়ী বিজেপি
সমবায় ভোটে নন্দীগ্রামে বিরাট সাফল্য BJP-র। বিধানসভা ভোট যতই এগোচ্ছে শুভেন্দুর গড়ে ততই যেন চাঙ্গা হচ্ছে গেরুয়াদল। ফের নন্দীগ্রামের সমবায় ভোটে বিপুল ব্যবধানে জয়ী হল বিজেপি। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বলে মঙ্গলচক-নারায়ণচক চিরঞ্জীবপুর সমবায় সমিতির নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনেই শাসকদল তৃণমূলকে বিরাট ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছে বিজেপি। ৪২ আসনের ওই সমবায়ে বিজেপি একাই জয়ী হয়েছে ৩৫টি আসনে। মাত্র ৭টি আসনে জয় পেয়েছে তৃণমূল।
বিস্তারিত পড়ুন- BJP-TMC:শুভেন্দু-গড়ে বিরাট বিজয় BJP-র! তৃণমূলকে ফুৎকারে উড়িয়ে 'বিরাট সেলিব্রেশন' গেরুয়া দলের
- Sep 08, 2025 10:50 IST
Kolkata News Live Updates:বিরাট বিপত্তি মেট্রোয়
সপ্তাহের প্রথম দিনেই ফের মেট্রোয় ভোগান্তি। কবি নজরুল স্টেশনে সোমবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ হঠাৎই ডাউন লাইনে একটি মেট্রোর রেক বিকল হয়ে যায়। তারই জেরে বড়সড় বিপত্তি তৈরি হয়। সপ্তাহের প্রথম দিনে পথে বেরিয়ে চূড়ান্ত নাকাল হতে হয়েছে যাত্রীদের। বাদুরঝোলা ভিড়ে কেউ বাসে, কেউ অটোয় কেউবা ক্যাবে পৌঁছেছেন কর্মস্থলে।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro: সপ্তাহের প্রথম দিনেই বিরাট বিপত্তি মেট্রোয়, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের!
- Sep 08, 2025 10:10 IST
Kolkata News Live Updates:পুজোর মুখে বাম্পার পরিষেবা মেট্রোয়
মেট্রো রেলওয়ে কলকাতা এবং এর আশেপাশের এলাকায় পরিবহণের সবচেয়ে পছন্দের এবং অন্যতম সস্তার একটি মাধ্যম। দ্রুত এবং সহজে ভ্রমণকারী যাত্রীরা মেট্রোতে ভ্রমণ করতে এবং তাদের গন্তব্যে পৌঁছাতে পছন্দ করেন। প্রতি বছর পুজোর আগে ক্রেতারা তাদের কেনাকাটার স্থানগুলিতে যেতে মেট্রোতে ভ্রমণ করতেই বেশি পছন্দ করেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই পুজোর কেনাকাটায় ভিড় বাড়ছে মেট্রোর কামরায়।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro:মেট্রোযাত্রীরা এই খবর আগে পড়ুন! পুজোর মুখে বাম্পার পরিষেবার দুরন্ত প্রশংসা
- Sep 08, 2025 10:09 IST
Kolkata News Live Updates:বাড়তে পারে ঝড়-বৃষ্টির দাপট!
নতুন সপ্তাহের শুরুতে ফের একবার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গ রাজ্যের দুই প্রান্তেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে আরও বাড়বে বৃষ্টি? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
বিস্তারিত পড়ুন- Kolkata weather update:পুজোর মুখে ফের বাড়তে পারে ঝড়-বৃষ্টির দাপট! আবহাওয়ায় বড় বদল কবে থেকে?