Rajarhat Incident: বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করায় প্রতিবাদী পরিবারকে মারধরের অভিযোগ। ঘটনাটি রাজারহাটের ভাতুরিয়া এলাকার। রাজারহাট থানায় অভিযোগ দায়ের আক্রান্ত পরিবারের। মহিলা এবং ৬ বছরের শিশু সহ পরিবারের পাঁচ সদস্যকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছএ।
মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ লোধের শ্যালক হীরক মুখোপাধ্যায়-সহ কয়েকজনের বিরুদ্ধে। গতরাতে রাজারহাট থানায় অভিযোগ করতে গেলে প্রথমে পুলিশ অভিযোগ নিতে চায়নি বলে দাবি আক্রান্ত পরিবারের। যদিও পরে তাঁদের অভিযোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিবাদী কুশল চক্রবর্তী।
স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে রাজারহাটের ভাতুড়িয়ায় বাড়ির সামনে বসে ছিল মদের আসর। প্রতিবাদ করাতে গেলে হামলা চালানো হয় গোটা পরিবারের উফর। মদ্যপ দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খেয়েছেন কুশল চক্রবর্তী নামে এক যুবক এবং তাঁর পরিবারের সদস্যরা। দুষ্কৃতীদের বেধড়ক মারে গুরুতর জখম মহিলা এবং শিশু সহ প্রতিবাদী পরিবারের পাঁচ সদস্য। পরিবারের মহিলা সদস্যদের উপরেও শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে।
আরও পড়ুন- Barrackpore Incident: পুজোর বৈঠকে ক্লাবে ঢুকে ‘দাদাগিরি’ কাউন্সিলর অনুগামীদের, ধস্তাধস্তিতে প্রাণ খেয়ালেন প্রৌঢ়!
দুষ্কৃতীদের বেধড়ক মারে গুরুতর জখম মহিলা এবং শিশু সহ প্রতিবাদী পরিবারের পাঁচ সদস্য। পরিবারের মহিলা সদস্যদেরও শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রাথমিকভাবে পুলিশের ভূমিকায় চূড়ান্ত হতাশ পরিবারটি। যদিও শেষমেশ তাঁদের অভিযোগ নিয়েছে রাজারহাট থানার পুলিশ।
আরও পড়ুন- Mahua Moitra: গতবার বহিস্কৃত হয়েছিলেন, এবার সংসদে ফিরেই ফের একবার সাংঘাতিক বিপাকে তৃণমূলের মহুয়া!
ঘটনার পর থেকেই তুমুল আতঙ্কে রয়েছে পরিবারটি। পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নিলে আবারও তাঁদের উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। ইতিমধ্যেই পুলিশকে গোটা ঘটনা জানিয়েছেন আক্রান্ত পরিবারের সদস্যরা। রাজারহাট থানায় মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় গিয়েছিলেন ওই পরিবারের সদস্যরা। এদিকে, স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলেও এব্যাপারে অভিযুক্তের প্রতিক্রিয়া মেলেনি।