Digha: রাজ্যের পর্যটন (tourism) মানচিত্রে সৈকতনগরী দিঘা (Digha) বরাবরই উপরের দিকে থাকে। পর্যটকদের কাছে দিঘাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে রাজ্য সরকারের একের পর এক দুরন্ত পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে। দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প জগন্নাথ মন্দির (Jagannath Temple) তৈরির কাজ প্রায় শেষের পথে। আর মাস কয়েকের মধ্যেই মন্দিরের দ্বারোদঘাটন হয়ে যাবে। এবার পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরেই রাম মন্দির (Ram Mandir) তৈরির আবেদন করা হয়েছে একটি সংগঠনের তরফে। ইতিমধ্যেই ওই সংগঠনের তরফে এই মর্মে আবেদন জানিয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে (DSDA) একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে।
এর আগে দিঘায় মসজিদ (Mosque) তৈরির জন্যও আবেদন জানানো হয়েছিল। সম্প্রতি এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজন দিঘায় মসজিদ তৈরির জন্য জমি চেয়ে আবেদন করেছে রাজ্য সরকারের কাছে। এবার দিঘায় রাম মন্দির তৈরির জন্য জায়গা চেয়ে আবেদন জানালো ড: শ্যামাপ্রসাদ মুখার্জী ব্যবসায়ী কমিটি (দিঘা) ও সনাতনীবৃন্দ। ওই কমিটির তরফে দিঘায় একটি মিছিল বেরিয়েছিল। সৈকতনগরী ঘুরে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদকে তাঁরা একটি স্মারকলিপিও জমা দিয়েছেন।
আরও পড়ুন- Digha: পর্যটকদের কথা ভেবেই দুরন্ত সিদ্ধান্ত! এবার অফুরান উচ্ছ্বাসে ভাসুন দিঘায়
এদিকে, দিঘায় রাম মন্দির তৈরির আবেদন জানিয়ে জমা করা স্মারকলিপি সম্পর্কে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফেও। পর্ষদের ভারপ্রাপ্ত আধিকারিক সৌভিক ভট্টাচার্য জানিয়েছেন, তাঁরা ওই স্মারকলিপি গ্রহণ করেছেন। বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, এব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতোই পদক্ষেপ করা হবে।
আরও পড়ুন- Digha: পর্যটকদের জন্যই দুর্দান্ত ‘স্টেপ’ প্রশাসনের! দিঘায় এবার বাম্পার মজা!
উল্লেখ্য, বছরভর সৈকত শহর দিঘায় পর্যটকদের ভিড় থাকে। বিশেষ করে ছুটির মরশুমগুলিতে সমুদ্রনগরীতে তিলধারনের জায়গা থাকে না। দিঘায় পর্যটনের বিকাশে সুবিশাল জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। খুব সম্ভবত লোকসভা নির্বাচনের (Lok Sabha Polls 2024) আগেই সেই মন্দিরের দ্বারোদঘাটনও হয়ে যাবে। এই আবহেই এবার পূর্ব মেদিনীপুরের এই সমুদ্রনগরীতে মন্দির-মসজিদ তৈরির নতুন আবেদন। এব্যাপারে রাজ্য সরাকর কী পদক্ষেপ করে তা সময়ই বলবে।