/indian-express-bangla/media/media_files/2025/01/30/61akIbnPHtISpxjD2v9V.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রো।
যাত্রী সাধারণের সুবিধার্থে একের পর এক নানান পদক্ষেপ নিয়ে থাকে কলকাতা মেট্রো। সেই সকল পদক্ষেপ রীতিমত প্রশংসায় পেয়েছে সবর্ত্রই। এবার আরও এক অভিনব গ্রহণ করল কলকাতা মেট্রো।
মেট্রো রেল সম্প্রতি শুরু করেছে ‘স্বচ্ছতা হি সেবা ৫.০’ অভিযান। এই কর্মসূচির লক্ষ্য মেট্রো, স্টেশন চত্ত্বরকে আরও পরিষ্কার, পরিচ্ছন্ন ও সবুজ রাখা। অভিযান চলাকালীন বিভিন্ন স্টেশন, রেক ও মেট্রোর স্টেশন চত্ত্বরের অন্যান্য স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্যানিটাইজেশন সহ একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। মেট্রোর কর্মীরাও বিভিন্ন স্টেশনে সরাসরি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নিচ্ছেন। একই সঙ্গে যাত্রীদেরও সচেতন করা হচ্ছে যাতে তাঁরা মেট্রো প্রাঙ্গণ পরিষ্কার রাখতে সহযোগিতা করেন।
অন্যদিকে, উৎসবের দিনে ভিড়ের সময় কাউন্টারে দীর্ঘ লাইন এড়াতে যাত্রীদের ডিজিটাল টিকিটিং ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে মেট্রোর তরফে। স্মার্ট কার্ড ও মোবাইল কিউআর টিকিট ব্যবহার করলে ৫% বোনাস বা ছাড় পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া, ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ ডাউনলোড করে যাত্রীরা যেকোনও সময় স্মার্ট কার্ড রিচার্জ বা টিকিট বুক করতে পারবেন, যা তাঁদের মূল্যবান সময় বাঁচাতে সাহায্য করবে।
আরও পড়ুন- 'রাজ্যকে শান্তিতে থাকতে দিচ্ছে না', জল ছাড়া নিয়ে ডিভিসিকে বেনজির নিশানা মমতার