Kolkata Metro: ফের বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। আগামী রবিবার ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের গ্রীন লাইন ২ এর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কোন ট্রেন চলবে না।
বৃহস্পতিবার কলকাতা মেট্রো রেলওয়ে তরফে একটি বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে। আগামী রবিবার দিন ভোরে ওই রুটের মেট্রোলাইনে রক্ষণাবেক্ষণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ চালাবেন মেট্রোর ইঞ্জিনিয়াররা। সে কারণেই পরিষেবা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদা মেট্রো পথের সুড়ঙ্গ, ট্রেনের লাইন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখেছেন মেট্রোর শীর্ষ কর্তারা। সুরক্ষার দিকটি বারবার খতিয়ে দেখছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি সহ তার দলের অন্যান্য সদস্যরা।
ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত রুটে নির্বিঘ্নে মিটেছে টায়াল রান। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। অল্প দিনের মধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটটি পুরোদস্তর চালু হয়ে গেলে হাজার হাজার যাত্রী উপকৃত হবেন।