Kolkata Metro: মেট্রো যাত্রীরা এখবর এখনই পড়ুন! গোটা দিন এই লাইনে বন্ধ থাকবে পরিষেবা

Kolkata Metro: ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত রুটে নির্বিঘ্নে মিটেছে টায়াল রান। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

Kolkata Metro: ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত রুটে নির্বিঘ্নে মিটেছে টায়াল রান। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata metro

মেট্রো যাত্রীরা এখবর এখনই পড়ুন! গোটা দিন এই লাইনে বন্ধ থাকবে পরিষেবা

Kolkata Metro: ফের বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। আগামী রবিবার ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের গ্রীন লাইন ২ এর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কোন ট্রেন চলবে না।

Advertisment

বৃহস্পতিবার কলকাতা মেট্রো রেলওয়ে তরফে একটি বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে। আগামী রবিবার দিন ভোরে ওই রুটের  মেট্রোলাইনে রক্ষণাবেক্ষণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ চালাবেন মেট্রোর ইঞ্জিনিয়াররা। সে কারণেই পরিষেবা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

তুমুল ঝড়-জলের পূর্বাভাস, কালবৈশাখী ধেয়ে আসছে কোন কোন জেলায়?

Advertisment

ইতিমধ্যেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদা মেট্রো পথের সুড়ঙ্গ, ট্রেনের লাইন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখেছেন মেট্রোর শীর্ষ কর্তারা। সুরক্ষার দিকটি বারবার খতিয়ে দেখছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি সহ তার দলের অন্যান্য সদস্যরা।

ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত রুটে নির্বিঘ্নে মিটেছে টায়াল রান। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে  এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। অল্প দিনের মধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটটি পুরোদস্তর চালু হয়ে গেলে  হাজার হাজার যাত্রী উপকৃত হবেন।

চাকরি চেয়ে শাসকের রক্তচক্ষুর মুখে যোগ্য শিক্ষকরা, প্রতিবাদে রাজ্য জুড়ে ধিক্কার কর্মসূচীর ডাক

kolkata metro