Weather Update Today: তুমুল ঝড়-জলের পূর্বাভাস, কালবৈশাখী ধেয়ে আসছে কোন কোন জেলায়?

Kolkata Weather News Today: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। তার মধ্যেই নতুন করে কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে।

Kolkata Weather News Today: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে। তার মধ্যেই নতুন করে কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
kalboishakhi weather updates west bengal

তুমুল ঝড়-জলের পূর্বাভাস, কালবৈশাখী ধেয়ে আসছে কোন কোন জেলায়?

Ajker Weather Update:  অসহ্যকর ভ্যাপসা গরম থেকে মুক্তি দিতে এবার টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যের জেলায় জেলায়। বৃষ্টির জেরে তাপমাত্রাও খানিকটা কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আলিপুর আবহাওয়া দপ্তর যারা গিয়েছে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি থাকতে পারে ঝড়ো হাওয়ার দাপট । কোন কোন জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হইতে পারে দমকা হাওয়া। কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড় ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় এই কালবৈশাখী ঝড় প্রবল দাপট দেখাতে পারে।

Advertisment

হঠাতই ভোলবদল!'ডিগবাজি' ট্রাম্পের, ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে ভিন্ন সুর মার্কিন প্রেসিডেন্টের গলায়

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে এই পড়বে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির এই পালা চলবে বেশ কয়েকদিন। আগামী সপ্তাহের একেবারে শুরুর দিক পর্যন্ত এই ঝড় বৃষ্টির পালা দফায় দফায় চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে। তারই জেরে তাপমাত্রা কমবে। শুক্রবার রাজ্যের কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া,বাঁকুড়া,হুগলি —এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  এর পাশাপাশি আগামী শনিবার থেকে রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। 

 উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

 দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়ো হাওয়ার দাপট থাকবে। উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগ চলতে পারে বলে জানা গিয়েছে। শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে বলে পূর্বাভাস।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া 
আগামী কয়েকদিন কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর ১৫ থেকে ১৮ মে পর্যন্ত 'হলুদ সতর্কতা' জারি করেছে। বিশেষত বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রঝড় ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

শেষমেশ মুখ খুললেন জয়শঙ্কর, পাকিস্তানকে দিলেন 'লাস্ট ওয়ার্নিং'

Alipore Weather Office Bengal Weather Bengal Weather Forecast