Advertisment

Bus fire in Kolkata: অফিস টাইমে কলকাতায় চলন্ত বাসে আগুন, তারপর?

Kolkata News: বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত খবর পেয়ে ছুটে যায় দমকল। দুরন্ত তৎপরতায় কাজে নেমে পড়েন দমকলের কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে ওই রাস্তায় ব্যস্ত সময়ে যানজট তৈরি হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
massive fire break out in kolkata

প্রতীকী ছবি।

Bus fire in Kolkata: শহর কলকাতায় চলন্ত বাসে আগুন। বৃহস্পতিবার সকালে মহজাতি সদনের সামনে চলন্ত একটি মিনিবাসে হঠাৎই আগুন লেগে যায়। বাসটির ইঞ্জিনে আগুন লেগে যায়। চূড়ান্ত আতঙ্কিত হয়ে পড়েন বাসের মধ্যে থাকা যাত্রীরা। আতঙ্কে অনেকে চিৎকারও শুরু করে দেন। গলগল করে ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তে বাস দাঁড় করিয়ে দেন চালক। হুড়মুড় করে বাস থেকে নেমে পড়েন যাত্রীরাও।

Advertisment

অফিস টাইমে ব্যস্ত সময়ে কলকাতার রাস্তায় চলন্ত বাসে আগুন। জানা গিয়েছে, বিরাটি-বিবাদী বাগ রুটের একটি মিনিবাসের ইঞ্জিনে আগুন লেগে যায়। গল গল করে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আতঙ্কে বাসের মধ্যেই হুড়োহুড়ি শুরু করে দেন যাত্রীরা। দ্রুত বাস থামিয়ে দেন চালক। হুড়মুড় করে বাস থেকে প্রাণভয়ে নেমে পড়েন যাত্রীরা।

বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে মধ্য কলকাতার মহাজাতি সদনের সামনের রাস্তায় যানজট তৈরি হয়। দ্রুত দমকলের একটি ইঞ্জিন এসে বাসটির আগুন নেভায়। এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

আরও পড়ুন- Premium: চড়চড় করে বাড়ছে বিদ্যুৎ বিল! কোন চার্জ বাড়াল সরকার? জেনে সতর্ক হোন আজই!

তবে বাসের যাত্রীদের মধ্যে তুমুল আতঙ্ক তৈরি হয়। ব্যস্ত সময়ে এই ঘটনাকে কেন্দ্র করে ওই রাস্তায় সাময়িক যানজটও তৈরি হয়। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন- West Bengal Weather Update: দুরন্ত বদল আবহাওয়ায়! প্রবল বৃষ্টির জোরালো পূর্বাভাস দক্ষিণবঙ্গের কোন কোন জেলায়?

kolkata news fire Mini Bus
Advertisment