Firhad Hakim criticised Gujratis on culture issue: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের নাম না করে তীর্যক কটাক্ষ ছুঁড়ে দিলেন রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম গুজরাটিদের কান ধরে এই রাজ্যের সংস্কৃতি দেখানোর কথা বলেছেন। সল্টলেকে এদিন এক অনুষ্ঠানে এই বিতর্কিত মন্তব্য করেছেন ফিরহাদ তথা ববি হাকিম। মঙ্গলবার সল্টলেকের উন্নয়ন ভবনে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবিরে হাজির ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী।
লোকসভা নির্বাচনে ২২ থেকে ২৯টি আসন পেয়ে আরও বেশি বহিরাগত তত্বের দিকে ঝুঁকেছে তৃণমূল কংগ্রেস। হকার উচ্ছেদ ও সরকারি জমির দখলদারি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, 'বাইরের লোকজন এসে জমি দখল করে নিচ্ছে।' পাশাপাশি ভিন রাজ্যের বাসিন্দাদের দায় বহন করতে হয় বলেও তিনি কড়া ভাষায় মন্তব্য করেছেন। গুজরাট নিয়েও তৃণমূলের ছোট-বড় নেতৃত্ব নানা কথা বলেছেন। কিন্তু ববি হাকিম এবার আরও একধাপ এগিয়ে কান ধরে নিয়ে আসার কথা বললেন।
বক্তব্যে ফিরহাদ বলেছেন, 'গুজরাট থেকে মাথা মোটাগুলোকে কান ধরে টেনে নিয়ে এসে দেখাতে হয় যারা মানুষে মানুষে লড়াই করে, তাঁদের দেখাতে হয় যে দেখ রক্তের রং লাল। কে রক্তটা দিচ্ছে? কোথায় যাচ্ছে? কার রক্ত কার দেহে যাচ্ছে, কেউ জানে না। রহিমের রক্ত রামের দেহে, রামের রক্ত আসগরের দেহে। কার রক্ত কোথায় যাচ্ছে কেউ জানে না।' তবে এখানেই থামেননি ফিরহাদ।
তিনি বলেন, 'এখান থেকে বোঝা যায় ভগবান শুধু মানুষ সৃষ্টি করেছে, এই যে ভেদাভেদ, ঝগড়া-ঝাঁটি, নোংরামি এইসব আমাদের। ভগবানকে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ অন্তত এটার থেকে অনেক বাইরে আছে। এই মাথামোটার দল কিছুটা গ্রাস করেছে। কিন্তু পুরোটা আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে গ্রাস করতে পারেনি। তাই এখনও আমরা গর্বের সঙ্গে বলি, আমরা মানুষ। মানুষ বলেই মানবিকতার সেবা করছি। কাজ করছি, সংসার চালাচ্ছি, তার সাথে সাথে রক্ত দিচ্ছি।' নাম না করলেও গুজরাটি মাথামোটা কাদের বলছেন ববি হাকিম, তা স্পষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।