Minor girl Molested: আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে ধর্ষণের চেষ্টা, দাপুটে শাসক নেতার ছেলের বিরুদ্ধে বিরাট অভিযোগে ধুন্ধুমার

Minor girl Molested: আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তর বাড়িতে চড়াও হন গ্রামবাসীরা।

author-image
Madhumita Dey
New Update
rape

আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে ধর্ষণের চেষ্টা, দাপুটে শাসক নেতার ছেলের বিরুদ্ধে বিরাট অভিযোগে ধুন্ধুমার

Minor girl Molested: আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তর বাড়িতে চড়াও গ্রামবাসীরা। 

Advertisment

ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূল থেকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্যের ছেলের বিরুদ্ধে। মালদার ইংরেজ বাজার থানার অন্তর্গত যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। এলাকায় উত্তেজনা। 
কোনভাবেই এদের প্রশ্রয় দেওয়া হবে না দাবি তৃণমূলের।  ঘটনায় তীব্র কটাক্ষ বিজেপির। 

মালদার ইংরেজবাজার থানার অন্তর্গত যদুপুর ২ গ্রাম পঞ্চায়েত। এখানকার এলাকা থেকে নির্বাচিত সদস্য অর্চনা মন্ডল। অভিযোগ তার ছেলে অচিন মন্ডলের বিরুদ্ধে। অচিন মন্ডল আবার ১০০ দিনের কাজের সুপারভাইজার। 

বিজেপির বিক্ষোভের জের, ফের উত্তপ্ত বিধানসভা, নথি ছিঁড়ে বিধায়কদের বেনজির প্রতিবাদ

Advertisment

সম্প্রতি আবাস যোজনা যে ঘর দেওয়া শুরু হয়েছে সেই ঘর দেওয়ার নাম করে এলাকারই একটি বাড়িতে এসে ঢোকে সে। বাড়িতে ঢুকেই এক নাবালিকার কে ধর্ষণের চেষ্টা করে। ওই নাবালিকা চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসীরা ছুটে আসে। তড়িঘড়ি অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।  

এরপর ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। গ্রাম পঞ্চায়েত সদস্যের দাবি তার ছেলে নির্দোষ। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দাবী জেলা তৃণমূল নেতৃত্বের। তীব্র কটাক্ষ বিজেপির। ঘটনার তদন্ত নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Malda