West Bengal News Highlights: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নওশাদের, তৃণমূল-যোগ জল্পনার সোজাসাপ্টা জবাব

West Bengal News Highlights Today 11 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

News in West bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights Updates: গতকালই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় আধ ঘন্টা বৈঠক করেছেন ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। তারপর থেকেই নওশাদের তৃণমূল যোগ নিয়ে জল্পনা চূড়ান্তভাবে বেড়ে গিয়েছে। বিরোধীরা নওশাদের নবান্নের বৈঠক নিয়ে নানা রকম মন্তব্য করছে। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক নিয়ে মুখ খুললেন নওশাদ নিজেই। একটি সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় নওশাদ বলেছেন, "আমি এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু তখন উনি সময় দেননি। এক তৃণমূলের বিধায়ক আমাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় করিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে আমি আমার অভিযোগ জানিয়েছি। আমি এক সপ্তাহ অপেক্ষা করব। দেখব অভিযোগের ভিত্তিতে যে দাবিগুলো ছিল সেটা পূরণ হলো কিনা। " তাঁর তৃণমূল যোগের জল্পনা উড়িয়েছেন নওশাদ। এ প্রসঙ্গে আইএসএফ বিধায়ক বলেন, "একটা দল করতে গিয়ে এত মামলা, ১৩ জনের মৃত্যু। কর্মী-সমর্থকদের ডুবিয়ে আমি অন্য দল করতে পারি না। বামপন্থী দল ও কংগ্রেসকে সঙ্গে নিয়েই লড়ব।"

Advertisment

বুঝে ওঠার আগেই খালি হবে অ্যাকাউন্ট, জালিয়াতির হাইটেক কৌশল, বিরাট সতর্কতা জারি NPCI-এর

ভুয়ো ভোটার ইস্যুতে আজ কমিশনের দ্বারস্থ তৃণমূল-বিজেপি। এদিকে আজ ভুতুড়ে ভোটার কাণ্ডে আজ উত্তাল রাজ্য সভা। এপিক বিতর্কে আলোচনায় দাবি জানায় বিরোধীরা। ডেপুটি চেয়ারম্যান অনুমতি না দেওয়ায় রাজ্য সভা থেকে ওয়াক আউট করল তৃণমূল সহ বিরোধীরা। এদিকে ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে আজ কমিশনে যাচ্ছে বিজডিও। 

২৬-এর বিধানসভার আগেই মমতা-নওশাদ 'সেটিং', শুভেন্দুর বিস্ফোরক অভিযোগে কেঁপে উঠল বাংলা

Advertisment

ফের উত্তপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা। মঙ্গলবার বিধানসভায় নথি ছিঁড়ে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। বিধানসভা থাকা ওয়াক আউট বিজেপি বিধায়কদের। বিধানসভার বাইরে পুলিশের চয়লাপ। হিন্দুদের উপর অত্যাচার, মন্দির ভাংচুর সহ রাজ্যের অপশাসনের বিরুদ্ধে আজ বিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভ। বিধান সভার স্পিকারের ভূমিকার সমালোচনা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন , “ভারতীয় সংবিধানের বিরলতম ঘটনা যে, বিরোধী দলের বিধায়কদের বুলেটিন-সহ কার্যবিবরণীর কোনও কাগজ দেওয়া হবে না বলে নির্দেশ দিয়েছেন স্পিকার। আমরা বিজেপির বিধায়কেরা প্রতি দিন এক দিস্তা করে কাগজ নিয়ে যাব, প্রয়োজনে বিধানসভায় প্রতিবাদ জানিয়ে ছিঁড়ব।”

নেই যথাযথ নথি! আটতলা বেআইনি নির্মাণ চোখে পড়তেই অ্যাকশনে পুরপ্রধান, দিলেন বড় নির্দেশ

বাংলাদেশ-পাকিস্তানের ভারত বিরোধী কার্যকলাপের 'কালো হাত' ভেঙে গুঁড়িয়ে দিয়ে বিরাট ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি স্পষ্ট করে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর নামে আর একটা টাকাও দেবে না এই দুই দেশকে। মার্কিন বিদেশ দফতরের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী মার্কো রুবি এক্স-এ একটি পোস্টে সাফ জানিয়ে দিয়েছেন, “৬ সপ্তাহের পর্যালোচনার পর, আমরা আনুষ্ঠানিকভাবে ৮৩% ইউএসএআইডি প্রোগ্রাম বাতিল করছি। এর ফলে পাকিস্তান, বাংলাদেশের মতো দেশগুলির কিছুটা ক্ষতি হবে, কারণ এই দেশগুলি প্রতি বছর ইউএসএআইডির অধীনে লক্ষ লক্ষ ডলার অনুদান হিসাবে পাচ্ছিল।” এখন, এই সাহায্য বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে, এই সব দেশে অনেক ধরণের প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহল। বাংলাদেশ-পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ এই অর্থের একটা বড় অংশ ভারত বিরোধী কার্যকলাপে ব্যয় করা হত। 

বিরাট সংকটের মুখে ইলন মাস্ক, X-এ ভয়ঙ্কর সাইবার হামলা, নেপথ্যে কোন গোষ্ঠী?

 

 

 

  • Mar 11, 2025 19:23 IST

    West Bengal News Live Updates: দুর্নীতির দায়ে গ্রেফতার

    আর্থিক দুর্নীতির অভিযোগে মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করল CBI । মঙ্গলবার দুপুরে এসআই পদমর্যাদার একজন সিবিআই আধিকারিক সহ মোট তিনজন মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার অভিজিৎ দাসকে গ্রেফতারের পর ইংরেজবাজার থানায় নিয়ে যায়। পরে সিবিআই কর্তারা সেখান থেকেই পুলিশি সহযোগিতা নিয়ে মালদা আদালতে ট্রানজিট রিমান্ডের মাধ্যমে ধৃতকে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।

    বিস্তারিত পড়ুন-Malda News: তলে তলে তাঁর এই 'কীর্তি' অনেকেরই অজানা ছিল, অফিসে CBI ঢুকতেই....



  • Mar 11, 2025 15:05 IST

    West Bengal News Live Updates: চা বাগানের জমি দখল ঘিরে রণক্ষেত্র চোপড়া

     চা বাগানের জমি দখল ঘিরে রণক্ষেত্র চোপড়া। শিশুসহ আহত ৮। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জমির যারা মালিক তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ 



  • Mar 11, 2025 14:22 IST

    West Bengal News Live Updates: SFI নেত্রীর উপর পুলিশি অত্যাচারের অভিযোগে এবার বিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

    SFI নেত্রী সুচরিতা দাসের  উপর পুলিশি অত্যাচারের অভিযোগে এবার বিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। সমস্ত ফুটেজ খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের। ২৫ মার্চের মধ্যে IPS মুরলিধর শর্মাকে রিপোর্ট পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের।



  • Mar 11, 2025 14:16 IST

    West Bengal News Live Updates: পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে পদ ছাড়ার নির্দেশ

    পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে পদ ছাড়ার নির্দেশ। মুখ্যমন্ত্রীর নির্দেশেই ফোন করে পুরপ্রধানকে পদ ছাড়ার নির্দেশ ফিরহাদের। যদিও এবিষয়ে মন্তব্য করতে চান নি সাংসদ পার্থ ভৌমিক। 'কেন এমন হল বুঝতে পারছি না, চক্রান্তের শিকার' দাবি পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়ের। অমরাবতী খেলার মাঠ নিয়ে বিতর্কের জেরেই কী এই সিদ্ধান্ত উঠছে প্রশ্ন। 



  • Mar 11, 2025 13:52 IST

    West Bengal News Live Updates: পুলিশকে লক্ষ্য করে গুলি

    পুলিশকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনা বীরভূমের দুবরাজপুরে। ঘটনার তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র। পাশাপাশি বেশ কিছু পরিমাণে মাদকও বাজেয়াপ্ত করেছে পুলিশ। 



  • Mar 11, 2025 13:35 IST

    West Bengal News Live Updates: চিন পাকিস্তান সখ্যতা, বিপূল অস্ত্র কিনল প্রতিবেশি দেশ, ঘুম উড়ল ভারতের

    কোটি কোটি টাকার অস্ত্র কিনল পাকিস্তান! ভারতের কপালে চিন্তার ভাঁজ। অস্ত্র কেনার জন্য বিপূল অর্থ খরচ করল প্রতিবেশী পাকিস্তান। এর ফলে অস্ত্র কেনার তালিকায় বিশ্বের ৫ম বৃহত্তম দেশ হিসাবে উঠে এসেছে পাকিস্তান। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI) এর রিপোর্ট অনুসারে, তালিকায় ইউক্রেন রয়েছে শীর্ষে  এরপর ভারত দ্বিতীয় স্থানে, কাতার তৃতীয়, সৌদি আরব চতুর্থ এবং পাকিস্তান পঞ্চম স্থানে রয়েছে।

    প্রতিবেদন অনুসারে, ২০১৫-২০১৯ এবং ২০২০-২০২৪ সালের মধ্যে ভারতীয় অস্ত্র আমদানি ৯.৩ শতাংশ কমেছে। এর পিছনে অন্যতম কারণ হল ভারতের অস্ত্র উৎপাদনের ক্ষমতা এখন আগের থেকে বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এটাও প্রকাশ্যে এসেছে যে রাশিয়ার উপর ভারতের নির্ভরশীলতা এখন আগের থেকে অনেকাংশে কমছে এবং এখন তারা আমেরিকা, ফ্রান্স এবং ইজরায়েলের মত দেশ থেকে ভারত অস্ত্র কিনছে।পাকিস্তানের এত বিপূল পরিমাণ অস্ত্র ক্রয় ভারতের জন্য চিন্তা বাড়িয়েছে। প্রতিবেশী দেশটি চিন থেকে ক্রমাগত অস্ত্র আমদানি করছে। চিন পাকিস্তানকে J-10C যুদ্ধবিমান সরবরাহ করেছে, যে যুদ্ধ বিমানের সঙ্গে  ভারতের রাফালের সাথে তুলনা করা হয়। এর পাশাপাশি, পাকিস্তান এখন ৪০টি চিনা J-35A স্টিলথ ফাইটার জেটও কিনতে চলেছে। 



  • Mar 11, 2025 10:39 IST

    West Bengal News Live Updates: মদন মিত্রের তোপের মুখে 'মমতার পুলিশ'

    কারা গুলি করেছে সব জানে পুলিশ। মমতা ব্যানার্জি কী রাস্তায় নেমে রাইফেল ধরবেন? সব জানার পর ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও মূল অভিযুক্তকে গ্রেফতার না পারার ঘটনায় মদন মিত্রের তোপের মুখে 'মমতার পুলিশ'। পুলিশ সূত্রে খবর, খুনে ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে ভিকি নামে একজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ভিকিকে নির্দোষ বলে দাবি শাসক কাউন্সিলার নির্মলা রাই।  



  • Mar 11, 2025 10:08 IST

    West Bengal News Live Updates: লজ্জা পাকিস্তানের, পাক কূটনীতিককে আমেরিকায় ঢুকতেই দিল না ট্রাম্প প্রশাসন

    রাষ্ট্রদূতকে ঢুকতেও দিল না আমেরিকা। বিমানবন্দর থেকেই বহিষ্কার। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। এদিকে, তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং তাকে ফেরত পাঠানো হয়েছে।

    রাষ্ট্রদূত কে.কে. এহসান ওয়াগানের কাছে বৈধ মার্কিন ভিসা এবং সমস্ত প্রয়োজনীয় নথি ছিল এবং তিনি ব্যক্তিগত সফরে লস অ্যাঞ্জেলেস সফর করছিলেন বলে জানা গেছে। কিন্তু মার্কিন অভিবাসন কর্মকর্তারা তাকে বিমানবন্দর থেকেই বহিষ্কার করেন। তবে মার্কিন প্রশাসনের এই পদক্ষেপের পর এখন কূটনৈতিক প্রোটোকল নিয়ে প্রশ্ন উঠছে। 



  • Mar 11, 2025 10:02 IST

    West Bengal News Live Updates: সাত সকালে মাথায় হাত, তিন লক্ষ কোটি টাকা ক্ষতি বিনিয়োগকারীদের

    বিশ্বব্যাপী সংকট আবহে শেয়ার বাজার আবারও বড়সড় পতন। IndusInd Bank-এর শেয়ারে রেকর্ড পতন। শেয়ারের দাম কমল ২০ শতাংশ। চলতি সপ্তাহে টানা দ্বিতীয় দিনের মতো শেয়ার বাজারে বিরাট পতন অব্যাহত।  বিএসই সেনসেক্স ৩৬৫ পয়েন্ট কমে ৭৩৭৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। যেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ১১৫ পয়েন্ট কমে ২৩,৩৪৫ পয়েন্টে লেনদেন করছে। সাত সকালে বিনিয়োগকারীদের ৩ লক্ষ কোটি টাকার ক্ষতি।



  • Mar 11, 2025 09:56 IST

    West Bengal News Live Updates: গর্জন মদনের

    বেলঘরিয়ায় গুলি কাণ্ডে নিজেও খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন  তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই। এবার মদন মিত্রের নিশানায় শাসক কাউন্সিলার। 'পার্টির চাদর খুলে গেলে ভিখারি হয়ে যাবেন',বেনজির হুঁশিয়ারি মদনের। 



  • Mar 11, 2025 09:48 IST

    West Bengal News Live Updates: মরিশাস সফরে নজির বিহীন অভ্যর্থনা মোদীকে, দেখুন ঐতিহাসিক মুহূর্তের ভিডিও

    দুই দিনের সফরে মরিশাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী, বিমানবন্দরে তাঁকে জমকালো অভ্যর্থনা জানানো হয়। 

    প্রধানমন্ত্রী মোদী আজ দুই দিনের সফরে মরিশাসে পৌঁছেছেন। যেখানে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মরিশাসে পৌঁছানোর পর, প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে মরিশাসের ৫৭তম জাতীয় দিবস উদযাপনে যোগ দেবেন। শুক্রবার বিদেশ মন্ত্রক সংবাদমাধ্যমকে এই বিষয়ে তথ্য দিয়েছে।

    বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "প্রধানমন্ত্রী মোদী ১১ এবং ১২ মার্চ মরিশাসে থাকবেন এবং মরিশাসের জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ১২ মার্চ এই উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং একটি ভারতীয় নৌবাহিনীর জাহাজও এই অনুষ্ঠানে অংশ নেবে।" জয়সওয়াল বলেন, " প্রধানমন্ত্রী মোদী মরিশাসের প্রেসিডেন্টের সাথে দেখা করবেন পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন মোদী। বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী।"



  • Mar 11, 2025 09:42 IST

    West Bengal News Live Updates: দেশে ফিরলেন 'নায়ক' রোহিত, উচ্ছ্বাসে ভাসল তামাম ভারত, দেখুন ভিডিও

    আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঐতিহাসিক জয়ের পরই গতকাল রাত ৯টায় রাত ৯টায় মুম্বই বিমানবন্দরে স্ত্রী-কলে সন্তানকে নিয়ে অবতরণ করেন রোহিত শর্মা। সেখানে তাঁকে ঐতিহাসিক জয়ের জন্য শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কালো টি-শার্ট এবং নীল টুপিতে ক্যামেরাবন্দী রোহিত শর্মা। দেখুন ভিডিও 



  • Mar 11, 2025 09:35 IST

    West Bengal News Live Updates: তৃণমূল নেতাই মাদক পাচার? চোখ কপালে পুলিশের

    মাদক পাচারের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। ধৃতের নাম বিষ্ণু রায়। তিনি আলিপুরদুয়ারের মাঝের ডাবড়ি অঞ্চলের সভাপতি। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫২ গ্রাম ব্রাউন সুগার। তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 



  • Mar 11, 2025 09:01 IST

    West Bengal News Live Updates: ভুয়ো ভোটার কাণ্ডে কমিশনে তৃণমূল-বিজেপি

    জেলায় জেলায় ভুয়ো ভোটার। বিধানসভা নির্বাচনের আগে ভুয়ো ভোটার ইস্যুতে উত্তাল রাজ্য। এর মাঝেই আজ দিল্লিতে  নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল-বিজেপি যুযুধান দু'পক্ষই। মঙ্গলবার নির্বাচন কমিশনের পুরো বেঞ্চের সঙ্গে দেখা করবেন তৃণমূলের প্রতিনিধিরা। পাশাপাশি এদিন কমিশনে নালিশ জানাবে বিজেপি। এদিন বিকেল চারটেয় কমিশনের সঙ্গে দেখা করবেন চার সদস্যের বিজেপির প্রতিনিধিদল। আর তার ঠিক এক ঘন্টার মাথায় মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন তৃণমূলের প্রতিনিধিদল।  



  • Mar 11, 2025 08:11 IST

    West Bengal News Live Updates: যোগী প্রশাসনে আঙুল

    উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে এক যুবককে প্রকাশ্যে ধাওয়া করে খুন করা হয়েছে। এই হত্যাকাণ্ড নিয়ে যোগী সরকারের উপর প্রশ্ন তুলেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব।



  • Mar 11, 2025 08:08 IST

    West Bengal News Live Updates: অসুস্থ সৌগত

    অসুস্থ তৃণমূলের বর্ষীয়াণ সাংসদ সৌগত রায়। গতকাল লোকসভার অধিবেশন থেকে বেরোনোর সময় তিনি অসুস্থ বোধ করেন। তাঁকে তড়িঘড়ি দিল্লির ডাঃ রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 



  • Mar 11, 2025 08:07 IST

    West Bengal News Live Updates: তৃণমূলে নওশাদ?

    সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন শুভেন্দু ঘনিষ্ঠ বিধায়ক তাপসী মণ্ডল। আর এদিন বিকেলেই মুখ্যমন্ত্রীর সঙ্গে ২৫ মিনিটের বেশি সময় ধরে বৈঠক করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তবে কী তিনি আসন্ন বিধান সভা নির্বাচনের আগেই শাসক শিবিরে যোগ দিতে চলেছেন? এই নিয়ে শুরু হয় জোর জল্পনা। যদিও সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নওশাদ সেই জল্পনাকে কার্যত উড়িয়ে দিয়েছেন।  জানা গিয়েছেন, নিজের বিধায়ক তহবিলের টাকা তিনি ভাঙড়ের উন্নয়নে খরচ করতে পারছেন না বলেই মুখ্যমন্ত্রীর কাছে এ দিন অভিযোগ করেছেন নওশাদ। পাশাপাশি প্রশাসনিক অসহযোগিতার অভিযোগও তুলেছেন তিনি। নওশাদ প্রশ্ন তোলেন বিরোধী বিধায়করা যদি এলাকা উন্নয়ন তহবিল খরচই করতে না পারেন তাহলে রাজ্যের উন্নয়ন কীভাবে সম্ভব? মুখ্যমন্ত্রী তাঁকে সব বিষয় খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যদিও বিরোধী দলনেতা মমতা-নওশাদের মধ্যে সেটিংয়ের তত্ত্বকে সামনে এনেছেন। 



  • Mar 11, 2025 08:07 IST

    West Bengal News Live Updates: জাতীয় পতাকায় লাথি

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট জয়ের পর বিজয় মিছিয় চলকালীন ভারতের জাতীয় পতাকায় লাথি মারার অভিযোগ শিলিগুড়ি পুলিশ কমিশনরেটের এক আধিকারিকের বিরুদ্ধে। বিজেপির তরফে এক্স হ্যান্ডেলে এক ভিডিও পোস্ট করে এই অভিযোগ আনা হয়েছে। তাতে লেখা হয়েছে 'ভারতের জাতীয় পতাকার প্রতি এই স্পষ্ট অসম্মান। আমরা অবিলম্বে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা এবং ন্যায়বিচার দাবি জানাচ্ছি'। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিজেপির তরফে বলা হয়েছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই দেশকে সম্মান করেন, তাহলে এই ঘটনার প্রেক্ষিপ্তে তাঁকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং অবিলম্বে পুলিশের এই আধিকারিককে অপসারণ করতে হবে!



  • Mar 11, 2025 08:06 IST

    West Bengal News Live Updates: বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা

    শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা আগের থেকে অনেকটা বেড়েছে। দু'দেশের মধ্যে ভিসা শিথিল করা হয়েছে। এর মাঝেই ভারতের জন্য বড় উদ্বেগ, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী মহম্মদ ইশাক দার খুব শীঘ্রই ঢাকা সফরে আসছেন। এর আগে পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান  মহম্মদ ইউনুসের।



Bangladesh tmc bjp West Bengal modi Trump USA Muhammad Yunus news in west bengal news of west bengal