এবার সংখ্যালঘুদের হয়ে ব্যাট ধরলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে সংখ্যালঘুরা বঞ্চিত বলে মনে করেন দিলীপ ঘোষ। সংখ্যালঘুদের ইতিবাচক বার্তা দেওয়াই কি পঞ্চায়েত ভোটের আগে নয়া স্ট্র্যাটেজি গেরুয়া দলের? মেদিনীপুরের বিজেপি সাংসদের মন্তব্যে চর্চা বাড়ছে।
পঞ্চায়েত ভোটের আগে এবার সংখ্যালঘুদের কাছে টানতে কৌশলী গেরুয়া দল। অন্তত দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা বাড়ছে। দিন কয়েক ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির সংখ্যালঘু সেল পথে নেমেছে। ফেজ টুপি মাথায় দিয়ে 'রাম-রহিম এক' শীর্ষক স্লোগানও শোনা যাচ্ছে গেরুয়া দলের সংখ্যালঘু সেলের মিছিলে।
এবার দিলীপ ঘোষের মুখেও সংখ্যালঘুদের উন্নয়নের প্রসঙ্গ উঠে এল। শুক্রবার সকালেই কলকাতা থেকে আগরতলায় উড়ে গিয়েছেন তিনি। তার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে নিজের মত জানালেন বিজেপি নেতা।
আরও পড়ুন- পড়ানো লাটে তুলে রাঁধুনির প্রেমে হাবুডুবু খাচ্ছেন প্রধান শিক্ষক! অভিযোগে তুমুল বিক্ষোভ
দিলীপ ঘোষের কথায়, 'এ রাজ্যে ৩০ শতাংশ মানুষ সংখ্যালঘু। স্বাধীনতার ৭৫ বছরে তাঁরা কী পেয়েছেন? এই ৩০ শতাংশ মানুষ যদি পিছিয়ে থাকেন, রাজ্য এগোবে কীভাবে? সারা দেশে সংখ্যালঘুদের উন্নয়নে মোদীজি কত পরিকল্পনা করছেন। গরিব কল্যান যোজনার সব থেকে বেশি সুবিধা সংখ্যালঘুরাই পেয়েছেন। পশ্চিমবঙ্গে এঁরা বঞ্চিত। তাঁদের এতদিন বিজেপি সম্পর্কে ভয় দেখানো হয়েছে। বলা হয়েছে বিজেপি এলে কি না কি হয়ে যাবে? অথচ সারা দেশে বিজেপি এসে গেছে।'
আরও পড়ুন- আরও নামল পারদ, হাড় কাঁপিয়েই ঠান্ডার বিদায়? কী বলছে হাওয়া অফিস?
এরাজ্যে সংখ্যালঘুদের উন্নয়নে তৃণমূল নেতৃত্বাধীন সরকার কোনও কাজই করেনি বলে দাবি করেন দিলীপ ঘোষ। শাসকদলকে বিঁধে তিনি আরও বলেন, 'শিক্ষা-স্বাস্থ্য থেকে এতদিন তাঁদের বঞ্চিত করা হয়েছে। তাঁদের হাতে ইচ্ছাকৃতভাবে বোমা-বন্দুক তুলে দেওয়া হয়েছে। তাঁদের এবার ভাবতে হবে, তাঁরা মোদীর সঙ্গে থেকে সুবিধা পাবেন, না দিদির সঙ্গে থেকে আজীবন গরিব হয়েই জীবনজাপন করবেন।'