/indian-express-bangla/media/media_files/2025/09/04/metro-2025-09-04-20-56-33.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রোরেল।
Mobile QR ticket: ডিজিটাল টিকিট বুকিংয়ের চাহিদা দিন দিন বাড়ছে মেট্রো যাত্রীদের মধ্যে। সাধারণ কাগজ ভিত্তিক টিকিটের তুলনায় ‘মোবাইল কিউআর টিকিট’ এখন অধিক প্রাধান্য পাচ্ছে। বিশেষ করে দুর্গাপুজোর দিনগুলোতে মোবাইল কিউআর টিকিটের বিক্রিতে চমকপ্রদ ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর ‘AAMAR KOLKATA METRO’ অ্যাপের মাধ্যমে একদিনে ১.১০ লক্ষেরও বেশি মোবাইল কিউআর টিকিট বিক্রি হয়েছে — যা এখনও পর্যন্ত এক দিনের মধ্যে সর্বোচ্চ বিক্রির রেকর্ড। ওই দিন মেট্রোতে সংক্ষিপ্ত সময়ভর ৮.৩৩ লক্ষেরও বেশি যাত্রী যাত্রা করেছে, যেখানে ১২ %–রও বেশি যাত্রী টিকিট বুক করেছে মোবাইল কিউআর দিয়ে।
যাত্রীদের দ্রুততা ও স্বস্তির জন্য মেট্রো কর্তৃপক্ষ অনুরোধ জানাচ্ছে, এই মোবাইল কিউআর টিকিট বিকল্প ব্যবহার করার জন্য। এ বিকল্প ব্যবহারে সময় ও অর্থ—দুটোই সাশ্রয় হয়। যেকোন যাত্রী তার যাত্রার ১২ ঘণ্টা আগেই সর্বোচ্চ ৪টি কিউআর টিকিট একসঙ্গে একটি লেনদেনেই কিনে নিতে পারেন। সফল পেমেন্টের পর কিউআর কোড জেনারেট হয়, যা এন্ট্রি ও এক্সিটের গেট-স্ক্যানারে দেখিয়ে ব্যবহার করা যাবে।
আরও পড়ুন- SEBI: দেশ ছেড়ে পালাতে পারেন ভারতের এই তাবড় স্টক ব্রোকার, বিদেশ-যাত্রায় নিষেধাজ্ঞার দাবি সেবির
টিকিট বুকিংয়ের ধাপসমূহ নিম্নরূপ:
১.‘AAMAR KOLKATA METRO’ অ্যাপ (Google Play Store / App Store) ডাউনলোড করুন
২.নতুন ব্যবহারকারীর ক্ষেত্রে মোবাইল নম্বর ও OTP দিয়ে সাইন-আপ করুন
৩.লগইন করুন (মোবাইল নম্বর + MPIN)
৪.হোমপেজে “Book Ticket” অপশন নির্বাচন করুন
৫.প্রস্থান ও গন্তব্য স্টেশন নির্ধারণ করুন
৬.টিকিট বুক করুন এবং UPI / NetBanking / Debit / Credit Card-এর মাধ্যমে পেমেন্ট করুন
৭.সফল পেমেন্টের পর QR কোড জেনারেট হবে
৮.এন্ট্রি ও এক্সিট গেট-স্ক্যানারে QR কোড দেখিয়ে প্রবেশ বা প্রস্থান করুন
মেট্রোরেল কর্তৃপক্ষ স্মার্ট কার্ড ব্যবহারকেই আরও বেশি উৎসাহিত করে চলেছে। যাতে বুকিং কাউন্টারে ভিড় কমে এবং যাত্রীদের সময় সাশ্রয় হয়।