SEBI: দেশ ছেড়ে পালাতে পারেন ভারতের এই তাবড় স্টক ব্রোকার, বিদেশ-যাত্রায় নিষেধাজ্ঞার দাবি সেবির

Stock market scam:শেয়ার দুর্নীতিতে অভিযুক্ত এই ব্যক্তি। তার বিদেশ ভ্রমণ আবেদনের বিরুদ্ধে আদালতে আপত্তি জানিয়েছে সেবি।

Stock market scam:শেয়ার দুর্নীতিতে অভিযুক্ত এই ব্যক্তি। তার বিদেশ ভ্রমণ আবেদনের বিরুদ্ধে আদালতে আপত্তি জানিয়েছে সেবি।

author-image
IE Bangla Web Desk
New Update
Finance secretary tuhin kanta pandey appointed as new SEBI chief

প্রতীকী ছবি।

ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) ২০০০-২০০১ সালের শেয়ার কেলেঙ্কারিতে অভিযুক্ত কেতন পারেখের বিদেশ ভ্রমণ আবেদনের বিরুদ্ধে আদালতে আপত্তি জানিয়েছে। সেবির দাবি, পারেখ বিদেশে ভ্রমণের অনুমতি নিয়ে পূর্বে অবৈধ লেনদেন করেছেন এবং বর্তমানে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। সেবি আরও জানিয়েছে, পারেখের বিদেশ ভ্রমণ অনুমতি দেওয়া হলে তিনি ভারতে চলমান বিচার প্রক্রিয়া থেকে বাঁচতে পারেন এবং দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর কার্যক্রম চালিয়ে যেতে পারেন।

Advertisment

পারেখ, যিনি ২০০৩ সালে ১৪ বছরের জন্য পুঁজিবাজার থেকে নিষিদ্ধ হয়েছিলেন, বর্তমানে মুম্বাইয়ের একটি বিশেষ সেবি আদালতে অপরাধমূলক মামলার সম্মুখীন। তিনি অক্টোবর ৪, ২০২৫ থেকে ফেব্রুয়ারি ৩, ২০২৬ পর্যন্ত যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং জর্জিয়া ভ্রমণের অনুমতি চেয়েছেন। পারেখ তার দুই কন্যার সঙ্গে সময় কাটানোর এবং একাধিক বিয়েতে অংশগ্রহণের জন্য এই আবেদন করেছেন।

আরও পড়ুন- West Bengal News Live Updates:প্রাণের উৎসবের আনন্দে মাতোয়ারা শহর থেকে জেলা, সপ্তমীর রাতেই ভেঙে যেতে পারে অনেক রেকর্ডই!

Advertisment

সেবি আদালতে জানিয়েছে, পারেখ বিদেশে ভ্রমণের অনুমতি নিয়ে পূর্বে "জ্যাক-এসটি" ও "জ্যাক-সারো" নামক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অবৈধ লেনদেন করেছেন। সেবি আরও জানিয়েছে, পারেখের বিদেশ ভ্রমণ অনুমতি দিলে তিনি ভারতে নিয়ন্ত্রকদের চোখ ফাঁকি দিয়ে অবৈধ কার্যক্রম চালিয়ে যেতে পারেন।

আরও পড়ুন- Bihar trains: উৎসবের মরশুমে বিরাট উপহার রেলের! বিহারে নতুন ট্রেনের ছড়াছড়ি

সেবি জানিয়েছে, পারেখের বিদেশ ভ্রমণ অনুমতি দিলে তিনি এনক্রিপশন ও ক্রিপ্টোকারেন্সির মতো প্রযুক্তিগত উপায় ব্যবহার করে তাদের লেনদেন ও যোগাযোগ গোপন করতে পারেন। এছাড়া, পারেখ ইউরোপীয় ইউনিয়নের কোন কোন দেশে ভ্রমণ করতে চান তা স্পষ্ট করেননি, যার ফলে ভারতীয় কর্তৃপক্ষের জন্য তাকে ফিরিয়ে আনা কঠিন হতে পারে।

Bengali News Today Scam SEBI