Mobile recharge plan Price increase:উত্তাল খবরে তোলপাড় দেশ, ফের বাড়ছে রিচার্জ প্ল্যানে দাম, চরম আশঙ্কায় কপালে ভাঁজ

Mobile recharge plan Price increase: ২০২৪ সালের জুলাই মাসে বেসিক রিচার্জ প্ল্যানে ১১ থেকে ২৩ শতাংশ হারে দাম বাড়িয়েছিল টেলিকম কোম্পানিগুলি।

Mobile recharge plan Price increase: ২০২৪ সালের জুলাই মাসে বেসিক রিচার্জ প্ল্যানে ১১ থেকে ২৩ শতাংশ হারে দাম বাড়িয়েছিল টেলিকম কোম্পানিগুলি।

author-image
IE Bangla Tech Desk
New Update
মোবাইল রিচার্জ দাম বৃদ্ধি 2025  Jio Airtel Vi BSNL দাম তুলনা  BSNL 5G পরিষেবা আপডেট  Recharge plan 12% hike India  Vodafone Idea গ্রাহক হ্রাস  Airtel vs Jio রিচার্জ তুলনা  BSNL free switch offer  Satellite broadband India launch  Ananth Technologies satellite broadband  Mobile number portability trend 2025  Recharge pack price comparison  Data limit reduction telecom 2025  5G tariff increase India  Airtel better network experience  Jio slow internet issue complaint

মোবাইল রিচার্জ প্ল্যানগুলি আবারও ১২% ব্যয়বহুল হতে পারে।

Mobile recharge plan Price increase: গত বছর টেলিকম কোম্পানিগুলি রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়েছিল। যার ফলে লাখ লাখ ইউজার জিও-এয়ারটেল ছেড়ে BSNL-এ স্যুইচ করেছিলেন। যার ফলে সরকারি টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা হুহু করে বেড়েছিল। ইতিমধ্যেই BSNL ৫জি চালুর বিষয়ে ইঙ্গিতও দিয়েছে। আশা করা হচ্ছে চলতি বছরের মধ্যে BSNL চালু করতে চলেছে তাদের ৫জি পরিষেবা। সেই সঙ্গে ফের চরম আশঙ্কার কথা সামনে এসেছে।

Advertisment

‘আমি গর্বিত, প্রস্তুত’! আকাশ ছুঁয়ে ঘরে ফেরার অপেক্ষায় শুভাংশু শুক্লা, উত্তেজনায় ফুটছেন ১৪০কোটি দেশবাসী

ফের দেশের প্রথম সারির টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে পারে। মোবাইল রিচার্জ প্ল্যানগুলি আবারও ১২% ব্যয়বহুল হতে পারে। আসলে, এই বছরের মে মাসে, সক্রিয় মোবাইল ব্যবহারকারীর সংখ্যা অনেকটাই বৃদ্ধি দেখা গেছে। পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যেই রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পরিকল্পনা নিচ্ছে সংস্থাগুলি। জানা গিয়েছে দাম বাড়তে পারবে প্রায় ১২ শতাংশ। 

Advertisment

এমন পরিস্থিতিতে, আবারও এই দাম বৃদ্ধি সরাসরি সেই গ্রাহকদের উপর প্রভাব ফেলবে যারা পুরো বছর বা বড় প্যাকে রিচার্জ করেন। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে দাম বৃদ্ধির পরে, গ্রাহকরা আবার তাদের নম্বর পোর্ট করতে শুরু করবেন।

এই বছরের মে মাসে ৭৪ লক্ষ সক্রিয় ব্যবহারকারী বৃদ্ধি পেয়েছে, তথ্য অনুসারে, গত ২৯ মাসের মধ্যে এটি সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে, সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০৮ কোটিতে পৌঁছেছে। প্রতিবেদন অনুসারে, গত ৫ মাসে ব্যবহারকারী ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।৫৫ লক্ষ সক্রিয় ব্যবহারকারী জিওতে যোগ দিয়েছেন। ১৩ লক্ষ নতুন সক্রিয় ব্যবহারকারী এয়ারটেলে যোগ দিয়েছেন বলেও জানা গিয়েছে।

২০২৪ সালের জুলাই মাসে বেসিক রিচার্জ প্ল্যানে ১১ থেকে ২৩ শতাংশ হারে দাম বাড়িয়েছিল টেলিকম কোম্পানিগুলি। বিশেষজ্ঞদের মতে, এবার সংস্থাগুলি টিয়ার-ভিত্তিক প্ল্যান চালু করতে পারে, যেখানে ব্যবহারকারীদের জন্য ডেটা সীমা কমানো হবে, যাতে অতিরিক্ত ডেটা প্যাক কিনতে বাধ্য হন তারা।

এয়ারটেল এবং জিওর মতো কোম্পানিগুলি মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর সুযোগ পেয়েছে। কিন্তু লক্ষণীয় বিষয় হল যে ভিআই-এর ব্যবহারকারী ক্রমাগত কমছে, এমন পরিস্থিতিতে এয়ারটেল এবং জিও বেশি লাভবান হবে। 

৫জি পরিষেবা ও ট্যারিফ বৃদ্ধি

বিশেষজ্ঞদের মতে, এখন ৫জি পরিষেবার দাম অনুযায়ী নতুন ট্যারিফ কাঠামো চালু করা হবে। জেফরিস-এর মতে, জিও ও এয়ারটেলের ব্যবহারকারী বৃদ্ধির সঙ্গে ভোডাফোন-আইডিয়ার হ্রাস প্রমাণ করে যে ট্যারিফ বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

স্যাটেলাইট ব্রডব্যান্ডে নতুন ইতিহাস

ভারতের ডিজিটাল পরিকাঠামোর ক্ষেত্রে এক নতুন মাইলফলক ছুঁল হায়দরাবাদ ভিত্তিক অনন্ত টেকনোলজিস। এই সংস্থা IN-SPACe থেকে অনুমোদন পেয়ে দেশের প্রথম বেসরকারি সংস্থা হিসেবে দেশীয় উপগ্রহের মাধ্যমে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালু করতে চলেছে। তারা একটি ৪ টন ওজনের GEO উপগ্রহ উৎক্ষেপণ করবে যা ১০০ Gbps পর্যন্ত গতি দিতে পারবে। এই প্রকল্পে প্রাথমিকভাবে ৩,০০০ কোটি টাকার বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে সংস্থার। এই পরিবর্তনগুলি দেশের ইন্টারনেট ব্যবস্থাকে আরও গতিশীল করে তুলবে বলে মত প্রযুক্তি বিশেষজ্ঞদের।

আরও ভালো নেটওয়ার্ক দরকার 

প্রথমদিকে, ব্যবহারকারীরা Jio থেকে খুব ভালো নেটওয়ার্ক পেতেন, কিন্তু গত কয়েকদিন ধরে নেটওয়ার্কটি খুব খারাপ যার কারণে ব্যবহারকারীরা ডেটা ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়াও, Airtel-এর পরিষেবা এখন আগের তুলনায় অনেক ভালো হয়েছে। তবে BSNL-এর খারাপ নেটওয়ার্কের কারণে হাজার হাজার ইউজার BSNLএ তাদের নম্বর পোর্ট করিয়েও সংযোগ ছাড়তে বাধ্য হয়েছেন। 

আধারে নিয়মে বিরাট রদবদল! সবছেড়ে আগে পড়ুন এই প্রতিবেদন

recharge offer Airtel Recharge plan vi Jio Recharge offer BSNL recharge plan