Pranab Mukherjee Memorial: প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ গড়বে কেন্দ্র, মোদীকে কৃতজ্ঞতা কন্যা শর্মিষ্ঠার

Pranab Mukherjee Memorial: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ গড়বে মোদী সরকার। কেন্দ্রের সিদ্ধান্তে আপ্লুত প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।

Pranab Mukherjee Memorial: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ গড়বে মোদী সরকার। কেন্দ্রের সিদ্ধান্তে আপ্লুত প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Pranab Mukherjee Memorial,Modi Govt,Narendra Modi,Sharmistha Mukherjee,প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ গড়বে কেন্দ্র, প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ

Pranab Mukherjee Memorial: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ গড়বে মোদী সরকার। প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি-কন্যা শর্মিষ্ঠার।

modi govt going to build Pranab Mukherjee Memorial near delhi rajghat: দিল্লির রাজঘাটে (Rajghat) তৈরি হবে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) স্মৃতিসৌধ। নতুন বছরের শুরুতেই মোদী সরকারের (Modi Govt) এমন সিদ্ধান্তে আপ্লুত প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় (Sharmistha Mukherjee)। এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের একটি চিঠি শেয়ার করেছেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Advertisment

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তরফে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পরিবারকে একটি চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠিতে জানানো হয়েছে, প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতিসৌধ তৈরির জন্য রাজঘাট এলাকার মধ্যেই রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সের একটি জমি বেছে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কে এমন সম্মানজ্ঞাপনে আপ্লুত তাঁর পরিবার। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়।

এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লিখেছেন, "বাবার জন্য স্মৃতিসৌধ নির্মাণের তৎপরতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-জিকে আমার হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের কাছে এটা অপ্রত্যাশিত ছিল। বাবা বলতেন রাষ্ট্রীয় সম্মান চাওয়া উচিত নয়, দেওয়া উচিত। আমি খুবই কৃতজ্ঞ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র বাবার স্মৃতির প্রতি সম্মান জানাতে এটি করেছেন। এটি এখন আর বাবাকে প্রভাবিত করবে না...যেখানে তিনি এখন আছেন- সেই জায়গা প্রশংসা বা সমালোচনার বাইরে। কিন্তু তাঁর মেয়ে হিসেবে আমার আনন্দ প্রকাশ করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়।"

Advertisment

আরও পড়ুন- Mamata in Gangasagar: 'দানের টাকা চলে যাচ্ছে অযোধ্যায়', সংস্কারে কপিলমুনির আশ্রমকেই সচেষ্ট হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'আতঙ্ক ছড়াচ্ছে প্রাইভেট চক্র', HMPV ভাইরাস নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, দিন কয়েক আগেই প্রয়াত হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর শেষকৃত্যের আগের দিনে কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে এনেছিলেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। দলের প্রতি খানিকটা ক্ষোভের সুরে তিনি জানিয়ে দেন, যে সম্মানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে সেই সম্মান তাঁর বাবা প্রণব মুখোপাধ্যায়কে জানানো হয়নি। শর্মিষ্ঠার সেই মন্তব্য নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল সেই সময়। তবে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারত সরকার প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ (Pranab Mukherjee Memorial) গড়ার উদ্যোগ নেওয়ায় আপ্লুত প্রণব-কন্যা শর্মিষ্ঠা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। 

Pranab Mukherjee modi Bangla News Bengali News Today news in west bengal news of west bengal