Mamata Banerjee-Kapilmuni Ashram: সোমবারের পর মঙ্গলবারেও গঙ্গাসাগরে (Gangasagar) কপিলমুনির আশ্রম (Kapil muni Ashram) চত্বরের সংস্কার নিয়ে পরিকল্পনার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। "কপিলমুনির আশ্রমের পাশের জায়গাটা কংক্রিটের করে দিন আপনাদের টাকা দিয়েই", দু'দিনের গঙ্গাসাগর সফরের শেষ দিনে আবারও কপিলমুনি আশ্রম কর্তৃকক্ষকে একই বার্তা মুখ্যমন্ত্রীর। সোমবারেও কপিলমুনি আশ্রম কর্তৃপক্ষকে এই একই কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সাগরের একেবারে কিনারায় গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম। প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রায়ই গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম চত্বর জলমগ্ন হয়ে পড়ে। এর আগে একাধিকবার প্রাকৃতিক দুর্যোগের সময় জলে ডুবে গিয়েছিল কপিলমুনির আশ্রম। সামনেই গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে এবারের গঙ্গাসাগর মেলা। সেই মেলার প্রস্তুতি দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দু'দিনের গঙ্গাসাগর সফরের শেষ দিন ফের একবার কপিলমুনি আশ্রম কর্তৃপক্ষকে মন্দির সংস্কারে নিজেদের টাকা খরচের পরামর্শ মুখ্যমন্ত্রীর।
দানের টাকায় কপিলমুনির আশ্রম চত্বর সংস্কারের পরামর্শ মুখ্যমন্ত্রীর
"প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্র অনেকটা এগিয়ে এসেছিল। কংক্রিটের রাস্তা সব ক্ষতিগ্রস্ত হয়েছিল। যতটা সম্ভব আমরা সারিয়ে দিয়েছি। কপিলমুনি আশ্রমের কাছে আমরা প্রস্তাব রেখেছি। আপনাদের তো অনেক মানুষ দান-ধ্যান করেন। এই সমস্ত টাকাটা বাংলায় আসে না। এই টাকাটা চলে যায় অযোধ্যায়। প্রচুর টাকা। তার থেকে একটা ভাগ এক বছরের জন্য আপনারা যদি.......কপিলমুনির আশ্রমটি তিনবার ডুবে গিয়েছিল। তিনবারই নতুন করে করা হয়েছে। আপনারা যদি কপিলমুনির আশ্রমের পাশের জায়গা কংক্রিটের করে দেন আপনাদের টাকা দিয়ে.....কারণ আমরা তো সবটাই করে দিয়েছি।"
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, "হাজার-হাজার কোটি টাকা এখান থেকে চলে যায়। পুণ্যার্থীরা এখানে এসে আপনাদের দেয়। অনেকে দান-ধ্যানও করেন। কপিলমুনির আশ্রমের সামনে সাগরের যে জায়গাটা আছে সেটুকু কংক্রিটের করে দিন। দান-ধ্যানের টাকার একটা অংশ এই বছরের জন্য খরচ করুন। বাদবাকি তো আমরা করছি।"
আরও পড়ুন- India-Bangladesh Border:বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, কাঁটাতার লাগানো ঘিরে বচসায় জড়াল BSF-BGB
এরই পাশাপাশি মঙ্গলবার গঙ্গাসাগরে দাঁড়িয়ে একগুচ্ছ প্রকল্পেরও উদ্বোধন এবং শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে এবারের গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2025)। মেলা চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। তার আগেই গঙ্গাসাগরে দাঁড়িয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। প্রায় ১৬১ কোটি টাকা ব্যয়ে সেই সব প্রকল্প হবে।
আরও পড়ুন- Malda News: ঝাড়খণ্ডের কলেজে যাওয়ার পথে আচমকা নিখোঁজ মালদার তরুণী, অপহরণের অভিযোগ পরিবারের
এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলায় আরও তিনটি নতুন সেতু তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলার জন্য মুড়িগঙ্গায় ড্রেজিং বাড়ানো হয়েছে। তার ফলে ২৪ ঘন্টার মধ্যে এখন ২০ ঘণ্টাই ভেসেল পরিষেবা মিলবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও সমস্ত বার্জ, ভেসেল, লঞ্চে GPS ট্র্যাকিং থাকবে বলে জানিয়েছেন তিনি। নতুন তিনটি সেতু হবে দ্বারকা ও পিয়ালী নদীর ওপর। তাতে খরচ হবে ৪০ কোটি টাকা।