Advertisment

'মোদীর দুই পোষা কুকুর ED-CBI', শহিদ মিনারের সভা থেকে তোপ দাগলেন দেবাংশু

শাসকদলের নিশানায় দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
debangshu bhattacharya, tmc, tmcp,abhishek banerjee,shahid minar,mamata banerjee, west bengal

তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ছাত্র-যুব কংগ্রেসের বিরাট সমাবেশে বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেললেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। কেন্দ্রীয় এজেন্সির ধরপাকড় নিয়ে বার বার সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের নিশানায় দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআই। এবার ইডি-সিবিআইকে মোদীর কুকুর বলে কটাক্ষ করলেন দেবাংশু।

Advertisment

ঠিক কী বলেছেন দেবাংশু?

এদিন সভায় বক্তব্য রাখতে উঠে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু বলেন, বিরোধীদের দেখলেই দুই এজেন্সি ইডি-সিবিআইকে লেলিয়ে দেওয়া হচ্ছে। দিল্লিতে মণীশ সিসোদিয়াকে দেখলেই মোদী বলছেন, ওই দেখ যা যা ছু-ছু! মহারাষ্ট্রে সঞ্জয় রাউতকে দেখলেই বলছে, ওই দেখ সঞ্জয় রাউত, যা ছু ছু ধর ওকে। আর বাংলাতে তো সবাইকেই বলেছে ধরতে। কুকুরের মতো ইডি-সিবিআইকে লেলিয়ে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, বাংলায় শিক্ষায় নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসার পর একের পর এক দুর্নীতির অভিযোগে শাসকদলের নেতা-মন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি এবং সিবিআই। পাশাপাশি, অভিষেক-সহ একাধিক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে কয়লাপাচার, গরুপাচারের মতো অভিযোগে তদন্ত চালাচ্ছে ইডি-সিবিআই। মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজনকেও তলব করা হচ্ছে জেরা করার জন্য।

আরও পড়ুন ধরনায় ‘ডবল ডিউটি’ মমতার, বিভ্রান্তি কাটালেন খোদ মুখ্যমন্ত্রী

এই অবস্থায় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন তৃণমূল ছাত্র-যুব নেতারা। টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য থেকে শুরু করে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুরা একযোগে আক্রমণ শানান বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেওয়াকে।

tmc abhishek banerjee Sayoni Ghosh Debangshu Bhattacharya TMCP
Advertisment