New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/16/uPPlUfyPsiXk8eCMo5Q3.jpg)
বাংলার মাটিতে দাঁড়িয়ে ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ, হিন্দু আবেগ ছুঁয়ে বিরাট বার্তা সংঘ প্রধানের
বাংলার মাটিতে দাঁড়িয়ে ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ, হিন্দু আবেগ ছুঁয়ে বিরাট বার্তা সংঘ প্রধানের
Mohan Bhagwat: 'সংঘের লক্ষ্য সমগ্র হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা', বর্ধমানের জনসভা থেকে ভাষণে বিরাট বার্তা মোহন ভাগবতের।
১০ দিনের বাংলা সফরে সংঘ প্রধান মোহন ভাগবত। আজ তিনি পূর্ব বর্ধমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের এক সভায় ভাষণ দেন। আদালতের অনুমোদনের পর আজকের এই সভার আয়োজন করা হয়। এই সভা থেকে সংঘ প্রধান বিশ্বের বৈচিত্র্যকে আলিঙ্গন করার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, 'হিন্দু সমাজ বিশ্বাস করে যে বৈচিত্র্য ঐক্যের মধ্যে নিহিত। সংঘের লক্ষ্য সমগ্র হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা'।
মোহন ভাগবত এদিন তাঁর ভাষণে আরও বলেন, " সারা দেশে সংঘের ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক রয়েছেন। ভারতের অগ্রগতিতে অর্থপূর্ণ অবদান রাখাই আমাদের মূল উদ্দেশ্য" । বাংলায় এদিনের সমাবেশে ভাষণ দেওয়ার সময়, মোহন ভাগবত বৈচিত্র্যের মধ্যে ঐক্যের গুরুত্বকে তুলে ধরেন।
রবিবার আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, 'দেশের দায়িত্বশীল সমাজ হল হিন্দু সমাজ'। সংঘ প্রধান তার বিবৃতিতে বলেন- "সঙ্ঘ কী করতে চায়?' যদি এই প্রশ্নের উত্তর এক কথায় দিতে হয়, তাহলে সংঘ সমগ্র হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করতে চায়"। সঙ্ঘ কেন হিন্দু সমাজকে সংগঠিত করতে চায়? সেই প্রশ্নে ভাগবত বলেন, "দেশের দায়িত্বশীল সমাজ হল হিন্দু সমাজ।"
যাদের স্বভাব ভিন্ন, তারাই আলাদা দেশ তৈরি করেছে -
ভাগবত বলেন, “ভারতের একটা স্বভাব রয়েছে। ওই স্বভাবের সঙ্গে আমরা যাঁরা থাকতে পারব না, যাঁদের এমন মনে হয়েছে, ওঁরা তাঁদের আলাদা দেশ তৈরি করে নিয়েছে। তো একটা স্বাভাবিক, যাঁরা যাননি, তাঁরা ভারতেরই স্বভাব চান, সেই স্বভাবকেই আয়ত্ত্ব করে বেঁচে থাকার রশদ পান।”
সংঘ প্রধান বিশ্ব বৈচিত্র্যকে গ্রহণ করার গুরুত্বের উপরও জোর দেন এবং বলেন যে হিন্দুরা বিশ্বের বৈচিত্র্যকে গ্রহণ করেই বিকশিত হছে। হিন্দু ঐক্যের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করে ভাগবত বলেন, "ভালো সময়েও চ্যালেঞ্জ সবসময়ই দেখা দেবে। সমস্যার প্রকৃতি অপ্রাসঙ্গিক। সেই সমস্যাকে মোকাবেলা করার জন্য আমরা কতটা প্রস্তুত তা গুরুত্বপূর্ণ"।
এই সময়, জনগণের কাছে আবেদন জানাতে গিয়ে মোহন ভাগবত বলেন- 'আমার অনুরোধ, সংঘকে বুঝতে হলে, আপনাকে সংঘের ভেতরে আসতে হবে।' কোনও ফি নেই, কোনও আনুষ্ঠানিক সদস্যপদ নেই এবং আপনি যখন খুশি নিজেকে সরিয়েও নিতে পারবেন । তিনি আরও বলেন, আমরা বলি 'বৈচিত্র্যের মধ্যে ঐক্য', কিন্তু হিন্দু সমাজ বিশ্বাস করে যে বৈচিত্র্য নিজেই ঐক্য"।
#WATCH | Purba Bardhaman, West Bengal: RSS Chief Mohan Bhagwat says, "...What does the Sangh want to do? If this question has to be answered in one sentence, then the Sangh wants to unite the entire Hindu society. Why unite the Hindu society? Because the society responsible for… pic.twitter.com/7i4fY3m0J7
— ANI (@ANI) February 16, 2025