/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/Mohan_Bhagawat.jpg)
মোহন ভাগবত। ফাইল ছবি
তিনি এলেন, রুদ্ধদ্বার বৈঠক করলেন ,লাঞ্চ সারলেন আবার বিকেলে ফিরেও গেলেন। কিন্তু সব কিছুর মধ্যে ছিল চরম গোপনীয়তা। ত্রিসীমানায় ঘেঁষতে দেওয়া হলো না সংবাদ জগতের প্রতিনিধি থেকে সাধারণ মানুষদের। তিনি মোহন ভাগবত। রাষ্ট্রীয় সেবক সংঘর প্রধান।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/Sangh_Office.jpg)
প্রায় এক সপ্তাহের ট্যুরে বঙ্গে এসেছেন সংঘচালক। কড়া সিকিউরিটি বেষ্টিত হয়ে এদিন সকাল পৌনে বারোটায় তিনি পৌঁছন চুঁচুড়ার কাপাসডাঙ্গায়। সেখানে বিজেপির রাজ্য সম্পাদক তথা সক্রিয় আরএসএস নেতা দীপাঞ্জন গুহর বাসস্থানে। প্রায় দুপুর দেড়টা অবধি ওই বাড়িতে ছিলেন তিনি। সূত্রের খবর দীপাঞ্জনের মা কে দেখতে আসেন ভাগবত। এরপর সেখানে নিরামিষ মধ্যাহ্নভোজ সেরে অনতিদূরে চকবাজারে জেলা আরএসএস ভবনে আসেন। খাওয়া-দাওয়ার আগে চুঁচুড়ায় সঙ্ঘপ্রধানের খাবার পরীক্ষা করে নেন ফুড সেফটি দফতরের আধিকারিকরা।
আরও পড়ুন- পঞ্চায়েতের আগেই বোধহয়! সংখ্যালঘুদের কি বার্তা মিঠুন, সুকান্তর?
চুঁচুড়া চকবাজারে বন্দেমাতরম ভবনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পদাধিকারীদের সঙ্গে বৈঠকও সারেন ভাগবত। সন্ধ্যা সাড়ে পাঁচটা অবধি সঙ্ঘের হাওড়া গ্রামীণ, তারকেশ্বর ও হুগলির সাংগঠনিক ক্ষেত্রের পদাধিকারীদের সঙ্গে সংগঠনের বিষয়ে আলোচনা করেন। বৈঠকের পর তিনি কলকাতায় কেশব ভবনে ফিরে যান।
আরও পড়ুন- ‘ঝাঁটা, হাতা, খুন্তি, বঁটি নিয়ে বেরোন’, ‘গা গরম করা’ হুঙ্কার লকেটের