Advertisment

Derby Match Cancelled: আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা! ডুরান্ডের ডার্বি বাতিল, মারাত্মক অভিযোগে মমতাকে নিশানা মালব্যের

Amit Malviya slams Mamata Banerjee: আরজি কর কাণ্ডে উত্তাল পরিস্থিতি রাজ্যজুড়ে। দিকে-দিকে আরও চড়া হচ্ছে প্রতিবাদের ঢেউ। এই পরিস্থিতিতে আজ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গণে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে ডার্বি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বহু প্রতীক্ষিত এই ডার্বি বাতিল নিয়ে এবার রাজ্য সরকারের তুমুল সমলোচনায় সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

author-image
Nilotpal Sil
New Update
Mohun Bagan-East Bengal derby canceled due to RG kar case, Amit Malviya slams Mamata Banerjee, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, ডার্বি বাতিল, অমিত মালব্য, মমতা ব্যানার্জি, আরজি কর

Amit Malviya slams Mamata Banerjee: ডার্বি বাতিল নিয়ে মমতা ব্যানার্জিকে তুলোধনা অমিত মালব্যের।

Durand Derby Cancelled: আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল পরিস্থিতির আবহে আজ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান-ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ বাতিল করেছে রাজ্য। এবার এই ডার্বি বাতিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারকে তুলোধোনা BJP-র আইটি সেলের প্রধান অমিত মালব্যের। সেই সঙ্গে রাজ্যের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন এই বিজেপি নেতা।

Advertisment

এক্স হ্যান্ডলে পোস্ট করে অমিত মালব্য লিখেছেন, একটি অগণতান্ত্রিক পদক্ষেপে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কলকাতার সবচেয়ে প্রতীক্ষিত ফুটবল ম্যাচ, ১৮ অগাস্ট ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি বাতিল করেছে। টিকিট সব বিক্রি হয়ে গেছে। খেলার নিরাপত্তা দিতে ব্যর্থতার কারণ দেখিয়ে ম্যাচটি বাতিল করা হয়েছে। এই পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলার অবস্থা সম্পর্কে প্রশ্ন তুলেছে। যদি তারা ৬০ হাজার মানুষকে নিরাপত্তা দিতে অক্ষম হয়, তবে রাজ্যের ১০ কোটি জনগণের কথা ছেড়েই দিন। এর আসল কারণ হল, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দলের সমর্থকরা আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে পোস্টার এবং প্ল্যাকার্ড দেখানোর পরিকল্পনা নিয়েছিলেন। সেই সঙ্গে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। এই ধরনের গণবিক্ষোভের ভয়ে খেলাটি বাতিল করা হয়।"

উল্লেখ্য, আজ ১৮ আগস্ট মোহনবাগান-ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ ছিল। তবে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রবিবারের ডার্বি ম্যাচ বাতিল করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টা থেকে এই ম্যাচ শুরুর কথা ছিল।

তবে ডার্বি বাতিল হলেও আজ মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থকরা আরজি কর কাণ্ডের প্রতিবাদে এক সুরে সোচ্চার হবেন বলে মনে করছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ড: হঠাৎ কী কঠোর পদক্ষেপ কলকাতা পুলিশের? যা নিয়ে ফুঁসছে বিরোধীরা

আরও পড়ুন- Road Accident: জাতীয় সড়কে গা শিউরে ওঠার মতো দুর্ঘটনা! প্রায় ছিন্নভিন্ন ৫ যুবক

সোশ্যাল মিডিয়ায় আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে তিনি একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, "জড়ো হন। বিভেদ ভুলে এক হওয়ার সময় এসেছে।" স্বস্তিকার এই পোস্টকে সমর্থন জানিয়েছেন বহু নেটিজেন।

আরও পড়ুন- West Bengal Weather Update: আজ থেকেই প্রবল বৃষ্টির তুফানি সতর্কতা! বর্ষার ভয়াল রূপ দেখবে কোন কোন জেলা?

RG Kar Medical College Mohun Bagan amit malviya Derby Mamata Banerjee East Bengal
Advertisment