পছন্দের ব্যক্তিকে দলের ব্লক সভাপতি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এতেই বেজায় চটেছেন মন্ত্রী তথা মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। দলের শীর্ষ নেতারা মন্তেশ্বরে যাঁকে দলের ব্লক সভাপতি করেছেন তাঁর সঙ্গে বিজেপি-সিপিএমের যোগ রযেছে বলে অভিযোগ তুললেন সিদ্দিকুল্লা। দলের শীর্ষ নেতৃত্বের কাছে তাঁদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানাবেন মন্ত্রী।
Advertisment
বছর ঘুরলেই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যজুড়ে ব্লক সভাপতি-সহ অন্য পদে রদবদল ঘটাচ্ছে তৃণমূল। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লক তৃণমূল সভাপতি করা হযেছে আজিজুল রহমানকে। যদিও ব্লক সভাপতি হিসেবে আগেই নিজের পছন্দের আহমেদ হোসেন শেখের নাম দলের শীর্ষ নেতাদের জানিয়েছিলেন মন্ত্রী তথা মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। তবে তাঁর সেই অনুরোধ ধোপে টেকেনি। মন্তেশ্বর ব্লক তৃণমূল সভাপতি করা হয়েছে আজিজুল রহমানকে।
পছন্দের আহমেদকে খুনের ষড়যন্ত্র করছে বিরোধীরা, এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন সিদ্দিকুল্লা চৌধুরী। এপ্রসঙ্গে তিনি বলেন, ''খবর পাচ্ছি আহমেদকে মার্ডার করে দেবে। এই ছক বিজেপির। সিপিএমও হাতে শান দিয়েছে। আহমেদকে সভাপতি না করায় অত্যন্ত ব্যথা পেয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছিল। এই প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনুরোধ জানাব, যে আপনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।''