Advertisment

'দেউলিয়া রাজ্য, অর্থনৈতিক অপরাধ মুখ্যমন্ত্রীর', কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নালিশ শুভেন্দুর

নবরাত্রি মিটলে দিল্লিতে গিয়ে শুভেন্দু অধিকারী সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu declined invitation to join the Meeting for appointing State CIC

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক এড়ালেন শুভেন্দু।

আবারও বিরোধী দলনতো শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ''রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী ফিনান্সিলিয়াল ইন-ডিসিপ্লিন করছেন।'' রাজ্যের বিরুদ্ধে অর্থনৈতিক বিশৃঙ্খলার অভিযোগ তুলে এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisment

ফের রাজ্যকে নিশানা শুভেন্দুর। তৃণমূলের আমলে রাজ্য বিপুল পরিমাণ দেনায় ডুবছে বলে তোপ বিরোধী দলনেতার। সব দিক থেকে রাজ্য পিছিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীই নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। নিউটাউনে দুর্গাপুজোর উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু। সেখানেই তিনি তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

publive-image
publive-image
publive-image
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে পাঠানো শুভেন্দু অধিকারীর চিঠি।

আরও পড়ুন- পছন্দের ব্যক্তিকে ব্লক সভাপতি করেননি মমতা-অভিষেকরা, ক্ষেপে ‘লাল’ রাজ্যের এই মন্ত্রী

তাঁর কথায়, ''রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছে। রাজ্যে কোনও শিল্প নেই, শুধু মদ থেকে রোজগার হচ্ছে। কোনও রাজস্ব এখানে নেই। বিপুল পরিমাণ দেনা। এখানে কর্মীরাই ডিএ পাচ্ছেন না। দুয়ারে রেশন চোপাট হয়ে গিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভোট নিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে পারছেন না। কখনও আইসিডিএস-এর টাকা দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে। কখনও আইসিডিএস-কে মিড-ডে মিলের টাকা দিচ্ছেন। যেটা উনি পারেন না। অর্থনৈতিক অপরাধ করছেন।''

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরামনকে রাজ্যের বিরুদ্ধে চিঠি লিখে নালিশ জানিযেছেন শুভেন্দু অধিকারী। শুধু চিঠি দিয়েই ক্ষান্ত থাকবেন না শুভেন্দু। নবরাত্রি মিটলে দিল্লিতে গিয়ে তিনি সরাসরি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন। রাজ্যের বিরুদ্ধে আর্থিক বিশৃঙ্খার অভিযোগ তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে সরাসরি নালিশ জানাবেন বিরোধী দলনেতা।

Suvendu Adhikari Mamata Banerjee Nirmala Sitharaman
Advertisment