গত ছয় দিনে প্রায় ৮৪, ৫০৫ জন চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মীকে (Corona Warriors) এই রাজ্যে করোনার টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এর পরের ধাপে প্রায় ১১ লক্ষ করোনা যোদ্ধাদের টিকা (Vaccination) দেওয়া হবে। যে তালিকায় থাকবেন পুলিশকর্মী, সাফাইকর্মী, পুর-পঞ্চায়েত দফতর এবং বিভিন্ন জেলা শাসকের দফতরে কর্মরত করোনা যোদ্ধারা।
জানা গিয়েছে, প্রথম ধাপে প্রায় ১ লক্ষ ২০ হাজার স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা বাঁধা হয়েছিল। মাত্র ৭১ শতাংশকে টিকা দেওয়া গিয়েছে। টিকা নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছিল, এমন স্বাস্থ্যকর্মীরা এখন চিকিৎসার পর সুস্থ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পার্শ্বপ্রতিক্রিয়া মুলত ভার্টিগো, মাথা ব্যথা এবং নাকজ্বালা। এদিকে, সম্প্রতি কোভ্যাক্সিন (Covaxin) রাজ্যে এসে পৌঁছেছে। প্রায় জোড়া টিকার ডোজ একসঙ্গে দিতে টিকাদান কেন্দ্র বাড়িয়েছে রাজ্য। এখন মোট ৩৫১টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া! বর্ধমানে বন্ধ টিকাকরণের কাজ
এদিকে, রাজ্যে ৫% শতাংশ কমল করোনার প্রকোপ। রবিবার দৈনিক সংক্রমণ ছিল ৪১০, সোমবার সেটা কমে দাঁড়িয়েছে ৩৮৯। রাজ্যে মোট সংক্রমিত ৫,৬৮, ১০৩ জন। সুস্থতার নিরিখে প্রথমের সারিতে বঙ্গ। গত ২৪ ঘণ্টায় ৪৫৪ জন বাড়ি ফিরেছেন। মোট সাড়ে ৫ লক্ষ এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এমনটাই সূত্রের খবর। সুস্থতার হার ৯৭ শতাংশ পেরিয়েছে।